হকিতে শেষ আটে ভারত।

Olympics 2024 Hockey: চমক ভারতের! অস্ট্রেলিয়াকে হারিয়ে অলিম্পিক্স হকির শেষ আটে শ্রীজেশরা

প্যারিস: অলিম্পিক্সে ইতিহাস গড়ল ভারত। অস্ট্রেলিয়াকে হারিয়ে অলিম্পিক্স হকির শেষ আটে পৌঁছল ভারত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩-২ গোলে জিতলেন শ্রীজেশরা।

আরও পড়ুন: অলিম্পিক্সে হ্যাটট্রিক থেকে একধাপ দূরে! মহিলাদের ২৫ মিটার পিস্তলের ফাইনালে মনু

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এদিন শুরুতেই গোল করে ভারতকে এগিয়ে দেন অভিষেক। ভারতের হয়ে বাকি দুটো গোল করেন হরমনপ্রীত। অস্ট্রেলিয়া দুই বার ব্যবধান কমিয়ে ম্যাচে ফিরে আসার চেষ্টা করলেও গোলের সামনে ভরসা দেন শ্রীজেশ। প্রথম কোয়ার্টারেই দুটো গোল করে এগিয়ে যায়া ভারত। দ্বিতীয় কোয়ার্টারে কিছুটা রক্ষণশীল হয়ে খেললেও অস্ট্রেলিয়ার সামনে এদিন আত্মবিশ্বাসে ভরপুর হয়ে নেমেছিল ভারত। অস্ট্রেলিয়াকে এদিন হারিয়ে ৫২ বছর পরে অলিম্পিক্সে হকিতে ক্যাঙ্গারুদের হারাল ভারত, শেষ বার অলিম্পিকে ভারত অস্ট্রেলিয়াকে হারিয়েছিল ১৯৭২ সালে।

হকিতে এবারের অলিম্পিক্সে শুরুটা খারাপ করেনি ভারত। নিউজিল্যান্ডকে প্রথম ম্যাচে হারান শ্রীজেশরা। পরে আর্জেন্টিনার বিরুদ্ধে ড্র করলেও, আয়ারল্যান্ডের বিরুদ্ধে ফের জয়ে ফেরে ভারত। গত ম্যাচে বেলজিয়ামের বিরুদ্ধে অবশ্য ২-১ গোলে হারতে হয় ভারতকে।

আরও পড়ুন: নাক দিয়ে নয়, সাপ শরীরের কোন অঙ্গ নিয়ে গন্ধ পায় জানেন?

শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে শেষ আটে যাওয়া নিশ্চিত করল ভারত। ৫ ম্যাচ খেলে ৩টি জিতে ভারতে সংগ্রহ মোট ১০ পয়েন্ট। গত বার হকিতে ব্রোঞ্জ জিতেছিল ভারত, এবারও স্বপ্ন দেখাচ্ছেন শ্রীজেশরা।