Tag Archives: Hockey

India vs Pakistan: আবার হারল পাকিস্তান! পিছিয়ে পড়েও হকির বড় মঞ্চে দুরমুশ করল ভারত

বেজিং: আবার পাকিস্তানকে বড় মঞ্চে হারাল ভারত। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে ১ গোলে পিছিয়ে পড়েও পাকিস্তানকে হারিয়ে দিলেন অলিম্পিক্সে ব্রোঞ্জ পদকজয়ীরা।

শনিবারের ম্যাচে খেলা শুরুর মাত্র ৮ মিনিটের মধ্যেই গোল করে পাকিস্তানকে এগিয়ে দেন আহমেদ নাদিম। ক্রিকেট হোক বা ফুটবল বা হকি, ভারত পাকিস্তান খেলা মানেই বাড়তি উত্তেজনা। সেই সঙ্গে থাকে প্রবল স্নায়ুর চাপের লড়াই। কিন্তু এই ম্যাচে ১ গোলে পিছিয়ে পড়েও হাল ছেড়ে দেননি হরমনপ্রীতরা।

আরও পড়ুন: কী মর্মান্তিক! আন্ডারপাসের জমা জলে বিলাসবহুল গাড়ি আটকে মৃত্যু হল ব্যাঙ্ক ম্যানেজারের

খেলার ১৩ মিনিটের মাথায় পরপর দু’টি পেনাল্টি কর্নার পায় ভারত। প্রথমটি থেকে গুরজ্যোৎ গোল করতে না পারলেও, দ্বিতীয়টি থেকে গোল করেন অধিনায়ক হরমনপ্রীত।

আরও পড়ুন: কাঁদতে কাঁদতে কালীঘাট থেকে বেরোলেন জুনিয়র চিকিৎসকরা, বৈঠক বাতিল হতেই বড় অভিযোগ

দ্বিতীয় কোয়ার্টারের শুরু থেকেই একের পর এক আক্রমণ শানায় ভারত। ১৯ মিনিটে পেনাল্টি কর্নার থেকে দ্বিতীয় গোল করে দলকে এগিয়ে দেন হরমনপ্রীত, তারপরে আর পাকিস্তান গোল শোধ করতে পারেনি। ২-১ গোলে জিতে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির লিগ পর্বে সব ম্যাচ জিতল ভারত। সেমিফাইনালে কোরিয়ার মুখোমুখি হবে ভারত। সেই ম্যাচ জিতলে ফাইনালে আবার ভারত পাকিস্তান লড়াই হতে পারে।

Indian Hockey Team: ‘চক দে ইন্ডিয়া’-র অস্ট্রেলিয়া কোচই হল বাধা! সেমিতে অমিত রোহিদাসকে পাবে না ভারত

প্যারিস: মঙ্গলবার অলিম্পিক্স হকিতে জার্মানির বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচ ভারতীয় হকি দলের। এই ম্যাচে ভারতীয় দল পাবে না গুরুত্বপূর্ণ প্লেয়ার অমিত রোহিদাসকে। গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে রেড কার্ড দেখেছিলেন অমিত। যার কারণে এক ম্যাচ নির্বাসিত করা হয় ভারতীয় তারকাকে। ভারতের তরফ থেকে শাস্তি মুকুবের আবেদন করা হলেও তা বজায় রাখল আন্তর্জাতিক হকি ফেডারেশন।

অমিত রোহিদাসের নির্বাসিত হওয়ার ঘটনায় যুক্ত রয়েছেন শাহরুখ খানের চক দে ইন্ডিয়া সিনেমার এক অভিনেতার। ওই সিনেমায় অস্ট্রেলিয়ার কোচের ভূমিকায় অভিনয় করেছিলেন জোশুয়া বার্ট। জোশুয়া শুধু অভিনেতা নন, তিনি আন্তর্জাতিক হকির প্রথমসারির অফিসিয়ালদের মধ্যেও আছেন। আর কাকতালীয়ভাবে অমিত রোহিদের নির্বাসন বহাল রাখার বিজ্ঞপ্তিতে সই রয়েছে সেই জোশুয়া বার্টের।

এফআইএইচ-এর বিবৃতিতে বলা হয়েছে,’৪ অগস্ট ভারত বনাম গ্রেট ব্রিটেন ম্যাচ চলাকালীন এফআইএইচ-এর আচরণবিধি লঙ্ঘনের জন্য অমিত রুইদাসকে এক ম্যাচের জন্য সাসপেন্ড করা হয়েছিল। সাসপেনশনের ফলে ম্যাচ নং ৩৫ জার্মানির বিরুদ্ধে ভারতের সেমিফাইনাল ম্যাচে অমিত রুইদাস অংশগ্রহণ করতে পারবেন না এবং ভারত ১৫ জন খেলোয়াড়ের স্কোয়াড নিয়ে খেলবে।’

আরও পড়ুনঃ Rohit Sharma: ওডিআই খেলা নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছেন রোহিত শর্মা! কী জানালেন টিম ইন্ডিয়ার অধিনায়ক

প্রসঙ্গত, জার্মানির বিরুদ্ধে সেমি ফাইনাল ম্যাচ জিততে পারলেই ভারতের ফাইনালে পৌছে যাবে। সোনা অথবা রুপো জয় নিশ্চিত হয়ে যাবে। আর সেই লড়াইতে পূর্ণ শক্তির দল নিয়েই ঝাপাতে চাইছিল ভারতীয় দল। অমিত রোহিত দাস নির্বাসিত হওয়ায় ১৬ জনের পরিবর্তে ১৫ জন খেলোয়াড় নিয়ে খেলতে হবে। চ্যালেঞ্জ আরও কিছুটা কঠিন হলেও লড়াইয়ের জন্য প্রস্তুত হকি টিম ইন্ডিয়া।

বাবা গরু বেচে ছেলেকে হকি কিট কিনে দেন, সেই কিংবদন্তির জন্যই ভারতের আজ জয়

প্যারিস: প্যারিস অলিম্পিক্সের হকির কোয়ার্টার ফাইনালে দুরন্ত জয় পেয়েছে ভারত। গ্রেট ব্রিটেনকে হারিয়ে সেমিফাইনালে জায়গা পাকা করে ফেলেচে ভারতীয় হকি দল।

ব্রিটেনের বিরুদ্ধে ৩৮ মিনিট ভারত ১০ জন নিয়ে যে লড়াই করল তা স্মরণীয় হয়ে থাকবে অলিম্পিক্সের ইতিহাসে। নির্ধারিত সময়ে খেলা শেষ হয় ১-১ গোলে। ভারতের হয়ে গোল করেন হরমনপ্রীত ও গ্রেট ব্রিটেনের গোল করেন মর্টন লি। শেষ ম্যাচ গড়ায় পেনাল্টি শুট আউটে।

আরও পড়ুন- ক্রিকেটের ইমরান হাসমি ইনি! ভারতীয় ক্রিকেটার, এক চুমুতেই সুপার ভাইরাল

এই ম্য়াচে আবার নায়ক ভারতীয় গোলকিপার শ্রীজেশ। ব্রিটেন একটি শট বাইরে মারে ও একটি শট সেভ করেন শ্রীজেশ। ভারতীয় দল পরপর ৪টি গোল করে জয় নিশ্চিত করে।

ভারতীয় হকি দলের গোলকিপার পিআর শ্রীজেশ কেরিয়ারের শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলছেন। প্যারিস অলিম্পিক্সই তাঁর কেরিয়ারের শেষ অলিম্পিক্স, একথা পিআর শ্রীজেশ আগেই জানিয়ে দিয়েছিলেন।

কয়েকদিন আগে শ্রীজেশ বলেছিলেন, আমি এই প্রজন্মের ধনরাজ পিল্লাই। একটা সময় গোটা টিম ধনরাজের জন্য মেডেল জিততে চেয়েছিল। আজ আমি কেরিয়ারের যে জায়গায় দাঁড়িয়ে আছি, গোটা দলের কাছে আমিই যেন ধনরাজ পিল্লাই। চতুর্থ প্রজন্মের সঙ্গে খেলছি।

—- Polls module would be displayed here —-

টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছিল ভারতীয় হকি দল। সেই দলের জয়ের সবচেয়ে বড় ভূমিকা ছিল পিআর শ্রীজেশের। তবে এবার দল আর সোনার পদক ছাড়া কিছুই ভাবছে না।

২০১৪ এশিয়ান গেমসে সোনা জয়ী ভারতীয় হকি দলে ছিলেন শ্রীজেশ। ২০১৮ এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি, ২০১৯ এফআইএইচ মেনস সিরিজ ফাইনালে সোনা জয়, ২০২২ কমনওয়েলথে ব্রোঞ্জ জয়। শ্রীজেশের কেরিয়ার সোনায় মোড়া।

আরও পড়ুন- লড়েও হার দীপিকা কুমারী, কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় ভারতীয় তিরন্দাজের

কেরলের এক নিম্ন মধ্যবিত্ত পরিবারে তাঁর জন্ম। একটা সময় তাঁর বাবা বাড়ির গরু বেচে তাঁকে হকি কিট কিনে দিয়েছিলেন। তার পরই জেদ চেপে যায় শ্রীজেশের। বাবার এই আত্মত্যাগ তিনি বিফলে যেতে দেননি।

Olympics 2024 Hockey: চমক ভারতের! অস্ট্রেলিয়াকে হারিয়ে অলিম্পিক্স হকির শেষ আটে শ্রীজেশরা

প্যারিস: অলিম্পিক্সে ইতিহাস গড়ল ভারত। অস্ট্রেলিয়াকে হারিয়ে অলিম্পিক্স হকির শেষ আটে পৌঁছল ভারত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩-২ গোলে জিতলেন শ্রীজেশরা।

আরও পড়ুন: অলিম্পিক্সে হ্যাটট্রিক থেকে একধাপ দূরে! মহিলাদের ২৫ মিটার পিস্তলের ফাইনালে মনু

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এদিন শুরুতেই গোল করে ভারতকে এগিয়ে দেন অভিষেক। ভারতের হয়ে বাকি দুটো গোল করেন হরমনপ্রীত। অস্ট্রেলিয়া দুই বার ব্যবধান কমিয়ে ম্যাচে ফিরে আসার চেষ্টা করলেও গোলের সামনে ভরসা দেন শ্রীজেশ। প্রথম কোয়ার্টারেই দুটো গোল করে এগিয়ে যায়া ভারত। দ্বিতীয় কোয়ার্টারে কিছুটা রক্ষণশীল হয়ে খেললেও অস্ট্রেলিয়ার সামনে এদিন আত্মবিশ্বাসে ভরপুর হয়ে নেমেছিল ভারত। অস্ট্রেলিয়াকে এদিন হারিয়ে ৫২ বছর পরে অলিম্পিক্সে হকিতে ক্যাঙ্গারুদের হারাল ভারত, শেষ বার অলিম্পিকে ভারত অস্ট্রেলিয়াকে হারিয়েছিল ১৯৭২ সালে।

হকিতে এবারের অলিম্পিক্সে শুরুটা খারাপ করেনি ভারত। নিউজিল্যান্ডকে প্রথম ম্যাচে হারান শ্রীজেশরা। পরে আর্জেন্টিনার বিরুদ্ধে ড্র করলেও, আয়ারল্যান্ডের বিরুদ্ধে ফের জয়ে ফেরে ভারত। গত ম্যাচে বেলজিয়ামের বিরুদ্ধে অবশ্য ২-১ গোলে হারতে হয় ভারতকে।

আরও পড়ুন: নাক দিয়ে নয়, সাপ শরীরের কোন অঙ্গ নিয়ে গন্ধ পায় জানেন?

শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে শেষ আটে যাওয়া নিশ্চিত করল ভারত। ৫ ম্যাচ খেলে ৩টি জিতে ভারতে সংগ্রহ মোট ১০ পয়েন্ট। গত বার হকিতে ব্রোঞ্জ জিতেছিল ভারত, এবারও স্বপ্ন দেখাচ্ছেন শ্রীজেশরা।

Paris Olympics 2024: অলিম্পিক্সে হকিতে প্রথম হার ভারতের, শেষ ষোলোর রাস্তা হল কঠিন

প্যারিস: চলতি প্যারিস অলিম্পিক্সে ভারতীয় পুরুষ হকি দল প্রথম হারের সম্মুখীন হল। বেলজিয়ামের বিরুদ্ধে ১-২ গোলে হার স্বীকার করল হরমনপ্রীতরা। গ্রুপ লিগের পুল বি-এর ম্যাচে হেরে কিছুটা হলেও রাস্তা কঠিন হয়ে গেল ভারতের পক্ষে। কারণ এরপরের প্রতিপক্ষ শক্তিশালী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিততেই হবে হরমনপ্রীতদের।

ম্যাচের দ্বিতীয় কোয়ার্টারে অভিষেকের গোলে এগিয়ে গিয়েছিল ভারত। কিন্তু সেই সুবিধা বেশিক্ষণ ধরে রাখতে পারেননি জাতীয় দল।
ম্যাচের ১৮ মিনিটের মাথায় দুর্দান্ত ফিল্ড গোল করে দেশকে এগিয়ে দেন অভিষেক। সেই সময়ে মনে হয়েছিল হয়ত বেলজিয়ামের বিরুদ্ধেও সহজ জয় ছিনিয়ে আনবেন তাঁরা। বিরতি শেষে ভারতের স্কোরলাইন ছিল ১-০।
কিন্তু ম্যাচের শেষে আশাভঙ্গ হয়। তৃতীয় কোয়ার্টারে খেলা ঘুরে যায়। পরপর দুটি গোল ভারতের জালে জড়িয়ে ম্যাচ জিতে যায় বেলজিয়াম। ম্যাচের অন্তিম লগ্নে পেনাল্টি কর্নার পেলেও তা থেকে ম্যাচে সমতা ফেরাতে পারেনি ভারত। ফলে বেলজিয়ামের কাছে ১-২ গোলে হেরেই মাঠ ছাড়তে হয় তাঁদের।

আরও পড়ুন: তিন নম্বর পদক এল ভারতের ঘরে, অলিম্পিক্সে ‘জয় হে’, স্বপ্ন পূরণ স্বপ্নিলের

বেলজিয়ামের কাছে হারলেও জাতীয় দলের অভিজ্ঞ গোলরক্ষক পি আর শ্রীজেশের গোলরক্ষণ নজর কেড়েছে। তাঁর লড়াই বিফলে গেলেও একা দুর্গের মতন দাঁড়িয়ে থেকে একের পর আক্রমণ রুখে গেছেন শ্রীজেশ। বেলজিয়ামের বিরুদ্ধে ভারতকে ভুগিয়েছে মাঝমাঠ আর আক্রমণভাগ। গোল করার অনেক সুযোগ এলেও তা হাতছাড়া হয়েছে হরমনপ্রীতদের। আর সেটারই সুবিধা নিয়েছেন বেলজিয়ামের খেলোয়াড়রা। ভারতের বিরুদ্ধে মুহুর্মুহু আক্রমণ শানাতে থাকেন তাঁরা। একের পর এক আক্রমণ প্রতিহত করলেও একসময় আত্মসমর্পণ করেন শ্রীজেশ। ভারতের প্রাচীর ভেঙে দিয়ে জয় ছিনিয়ে নেয় বেলজিয়াম।
অন্যদিকে, বক্সিংয়ে অলিম্পিক্সের আশা শেষ হল নিখাত জারিনের। কার্যত কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারলেন না চিনের প্রতিপক্ষ উ ইউ-এর বিরুদ্ধে। প্রি কোয়ার্টার ফাইনালেই হার মানলেন তিনি। বিশ্ব চ্যাম্পিয়ন জারিন যে এত সহজে হার মেনে বিদায় নেবেন তা ভাবতে পারেননি কেউই। বক্সিংয়ের ক্ষেত্রে এখনও পর্যন্ত দেশের আশা জিইয়ে রাখলেন লভলিনা বরগোঁহাই। শেষ ষোলোতে নিজের জায়গা পাকা করেছেন তিনি।