ঘুমন্ত রবি শাস্ত্রী থেকে বিরাট-পৃথ্বীকে নিয়ে বলিউডি ফিলমের খোঁটা, অস্ট্রেলিয়ায় হারের পর রেগে আগুন নেটিজেনরা

#নয়াদিল্লি: অস্ট্রেলিয়া -র বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে ভয়ানক হারের মুখে৷ দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার জয়ের জন্য টার্গেট ছিল ৯০৷ তা মাত্র ২ উইকেট খুইয়েই লক্ষ্যে পৌঁছে যায়৷ তৃতীয় দিনের খেলা শুরুর আগে টিম ইন্ডিয়া বেশ ভালো জায়গায় ছিল৷ প্রথম ইনিংসে ভারতীয় বোলিংয়ের সামনে বিশেষ খাপ খুলতে পারেনি অস্ট্রেলিয়া৷

সেখান থেকে তিন নম্বর দিনে একেবারে অজি বোলারদের আগুনে ছোবলে মাত্র ৩৬ রানে ৯ উইকেট হারায় টিম ইন্ডিয়া৷ যখন একের পর এক ক্রিকেটার প্যাভিলিয়নে ফিরছিলেন তখন ইন্টারনেটে প্রবল ট্রোলিংশুরু হয়ে যায়৷ বড় সংখ্যায় ফ্যানরা রবি শাস্ত্রীকে অপসারণের দাবি জানাতে শুরু করেন৷

 

টেস্ট ক্রিকেটের ইতিহাসে এটা ভারতের সবচেয়ে কম রান৷ এর আগে ১৯৭৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডসে টিম ইন্ডিয়া মাত্র ৪২ রান করেছিল৷ সেই ঘটনাকে “Summer of 42” বলা হয়৷

ভারতীয় ক্রিকেটাররা

পৃথ্বী শ -৪ রান

ময়ঙ্ক আগরওয়াল – ৯ রান

জসপ্রীত বুমরাহ – ২ রান

চেতেশ্বর পূজারা- ০ রান

বিরাট কোহলি- ৪ রান

অজিঙ্ক রাহানে- ০ রান

হনুমা বিহারী- ৮ রান

ঋদ্ধিমান সাহা – ৪ রান

রবিচন্দ্র অশ্বিন- ০ রান

উমেশ যাদব – ৪ রান

মহম্মদ শামি – ১ রান (আহত  ও অবসৃত)

রবি শাস্ত্রী এই ম্যাচে লজ্জার  হারের পর বলেছেন , এবার অস্ট্রেলিয়াকে হারানো সহজ হবে না৷ আমাদের ফের শূন্য থেকে শুরু করতে হবে৷

রবি শাস্ত্রীকে সরিয়ে  অনিল কুম্বলে কিম্বা রাহুল দ্রাবিড়কে কোচ করার পরামর্শ দিয়েছেন নেটিজেনরা৷