সবচেয়ে গরম, সবচেয়ে ঠাণ্ডা কোন জায়গায়?

India: সবচেয়ে বেশি গরম, আবার চরম ঠান্ডা! ভারতের ঠিক একটি জায়গায় ঘটে এমন! কোথায় জানেন?

ভারত এমন একটি দেশ, যেখানে নানা রকমের আবহাওয়া দেখতে পাওয়া যায়। দক্ষিণে সমুদ্র তো উত্তরে তুষারাবৃত হিমালয়। গ্রীষ্মে ঠান্ডা উপভোগ করতে গেলে লাদাখ বা কাশ্মীরে যেতে হবে।
ভারত এমন একটি দেশ, যেখানে নানা রকমের আবহাওয়া দেখতে পাওয়া যায়। দক্ষিণে সমুদ্র তো উত্তরে তুষারাবৃত হিমালয়। গ্রীষ্মে ঠান্ডা উপভোগ করতে গেলে লাদাখ বা কাশ্মীরে যেতে হবে।
আবার শীতে গরম অনুভব করতে গেলে গোয়া কিংবা দক্ষিণ ভারতের যে কোনও উপকূলীয় অঞ্চলে যেতে হবে। ভারতে এমন কিছু এলাকা রয়েছে, যেখানে শীতকালে প্রচণ্ড ঠান্ডা আর গ্রীষ্মে তীব্র তাপপ্রবাহ চলে।
আবার শীতে গরম অনুভব করতে গেলে গোয়া কিংবা দক্ষিণ ভারতের যে কোনও উপকূলীয় অঞ্চলে যেতে হবে। ভারতে এমন কিছু এলাকা রয়েছে, যেখানে শীতকালে প্রচণ্ড ঠান্ডা আর গ্রীষ্মে তীব্র তাপপ্রবাহ চলে।
মরু রাজ্য রাজস্থানকে গরমের রাজ্য হিসেবে দেখা হলেও, সেখানে এমন সব এলাকা রয়েছে, যেখানে শীতকালে তীব্র ঠান্ডা পড়ে। এর মধ্যে উল্লেখযোগ্য হল চুরু। শীতকালে চুরুতে এমন ঠান্ডা পড়ে যে তা মাইনাসে চলে যায়। সেখানে গ্রীষ্মের রাতগুলি শীতল আর শীতের দিনগুলি উষ্ণ থাকে।
মরু রাজ্য রাজস্থানকে গরমের রাজ্য হিসেবে দেখা হলেও, সেখানে এমন সব এলাকা রয়েছে, যেখানে শীতকালে তীব্র ঠান্ডা পড়ে। এর মধ্যে উল্লেখযোগ্য হল চুরু। শীতকালে চুরুতে এমন ঠান্ডা পড়ে যে তা মাইনাসে চলে যায়। সেখানে গ্রীষ্মের রাতগুলি শীতল আর শীতের দিনগুলি উষ্ণ থাকে।
২০২২-এর ২৭ ডিসেম্বরের আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, চুরুতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল -০.৫ ডিগ্রি সেলসিয়াস। তবে আবহাওয়া দফতর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ১৯৭৩ সালের ২৮ ডিসেম্বর সেখানকার তাপমাত্রা ছিল -৪.৬ ডিগ্রি সেলসিয়াস। গত ২০২০-র ৩০ ডিসেম্বর চুরুর সর্বনিম্ন তাপমাত্রা ছিল -১.৫ ডিগ্রি সেলসিয়াস।
২০২২-এর ২৭ ডিসেম্বরের আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, চুরুতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল -০.৫ ডিগ্রি সেলসিয়াস। তবে আবহাওয়া দফতর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ১৯৭৩ সালের ২৮ ডিসেম্বর সেখানকার তাপমাত্রা ছিল -৪.৬ ডিগ্রি সেলসিয়াস। গত ২০২০-র ৩০ ডিসেম্বর চুরুর সর্বনিম্ন তাপমাত্রা ছিল -১.৫ ডিগ্রি সেলসিয়াস।
গ্রীষ্মে চুরুতে তীব্র গরম পড়ে। কার্যত তা চুল্লিতে পরিণত হয়। তাপমাত্রা ৫০ ডিগ্রির আশপাশে পৌঁছে যায়। উল্লেখ করা প্রয়োজন ২০২১ সালের জুনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৫১ ডিগ্রি সেলসিয়াস। প্রসঙ্গত চুরুর গড় উচ্চতা ২৯২ মিটার এবং এই শহর বড় বড় বালির টিলা দিয়ে ঘেরা। এখানে গাছপালা খুবই কম।
গ্রীষ্মে চুরুতে তীব্র গরম পড়ে। কার্যত তা চুল্লিতে পরিণত হয়। তাপমাত্রা ৫০ ডিগ্রির আশপাশে পৌঁছে যায়। উল্লেখ করা প্রয়োজন ২০২১ সালের জুনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৫১ ডিগ্রি সেলসিয়াস। প্রসঙ্গত চুরুর গড় উচ্চতা ২৯২ মিটার এবং এই শহর বড় বড় বালির টিলা দিয়ে ঘেরা। এখানে গাছপালা খুবই কম।
ভৌগলিক অবস্থানই চুরুর এই তাপমাত্রা ওঠানামার জন্য দায়ী, জানিয়েছেন আবহবিদরা। চুরুর আশপাশের এলাকাটি একটি ক্রান্তীয় উচ্চচাপ বলয় এলাকা। এছাড়া চুরু যে অক্ষাংশে অবস্থিত, সেখানে ওপর থেকে নিচ পর্যন্ত বাতাস প্রবাহিত হয়। যে কারণে দিনে প্রচন্ড গরম আর রাতে সমান ঠান্ডা থাকে।
ভৌগলিক অবস্থানই চুরুর এই তাপমাত্রা ওঠানামার জন্য দায়ী, জানিয়েছেন আবহবিদরা। চুরুর আশপাশের এলাকাটি একটি ক্রান্তীয় উচ্চচাপ বলয় এলাকা। এছাড়া চুরু যে অক্ষাংশে অবস্থিত, সেখানে ওপর থেকে নিচ পর্যন্ত বাতাস প্রবাহিত হয়। যে কারণে দিনে প্রচন্ড গরম আর রাতে সমান ঠান্ডা থাকে।