আহমেদাবাদে অস্কার জয়ী নাটু নাটু গানে তুমুল নাচ গাভাসকর-হেডেনদের, ভাইরাল ভিডিও

আহমেদাবাদ: সোমবার ভারতীয় জন্য গর্বের দিন, খুশির দিন। একদিনে এল জোড়া সুখবর। সোমবার সকালেই জানা যায় অস্কার পেয়েছে দক্ষিণী ছবি ‘আরআরআর’-এর গান ‘নাটু নাটু’। এর আগেও আন্তর্জাতিক মঞ্চে একাধিক পুরস্কার জিতেছে এস এস রাজামৌলির সিনেমার এই বিখ্যাত গান। এবার বিশ্বের সবথেকে বড় অস্কারের মঞ্চেও নিজেদের বিজয় ডঙ্কা ওড়াল ‘নাটু নাটু’ গান। আর দ্বিতীয় সুখবর হল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের টেস্ট সিরিজ জয় ও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট পাকা করা।

‘নাটু নাটু’ গানের হৃদম, ছন্দ ও সাফল্যের রেশ এসে পড়ল ভারত- অস্ট্রেলিয়া সিরিজেও। সেখানে প্রাক্তন তারকা ক্রিকেটাররদের এই সুপার হিট গানে নাচতে দেখা যায়। সোমবার খেলা শেষে সম্প্রচারকারী চ্যানেলের থেকে একটি ভিডিও শেয়াপ করা হয়। সেই ভিডিওতে যতীন সাপ্রু ছাড়াও ছিলেন সুনীল গাভাসকর, ম্যাথু হেডেন, অজিত আগরকর, সঞ্জয় বাঙ্গারকে। সকলকে নাটু নাটু গানে নাচতে দেখা যায়। যেই ভিডিও নেট দুনিয়ায় মুহূর্তে ঝড় তুলেছে।

আরও পড়ুনঃ ক্রাইস্টচার্চ থেকে সুখবর এল আহমেদাবাদে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত

নাচের সঙ্গে সুনীল গাভাসকরকে বলতেও শোনা ‘আরআরআর’-এর ‘নাটু নাটু’ গানের অস্কার পাওয়াটা প্রত্যেক ভারতীয়ের কাছে খুবই গর্বের। যতীন সাপ্রুকে বলতে শোনা যায়, সকালে সুদূর আমেরিকা থেকে আরও খুশির খবর চলে এসেছে। এর পরেই হেডেনকে জিজ্ঞাসা করেন তিনি ‘নাটু নাটু’ গানের কথা জানেন কিনা। হেডেন বলেন, “অবশ্যই।” আবার সবাই মিলে গানের তালে পা মেলান। সঞ্জয় বাঙ্গারও বলেন, “ভারতের ক্রিকেটের মতোই সিনেমা গোটা বিশ্বে জনপ্রিয়।” প্রাক্তন ক্রিকেটার ও সঞ্চালকের নাচের ভিডিও পছন্দ করেছেন সকলেই।