Tag Archives: Natu Natu song

এবার নাটু নাটু-তে জমিয়ে নাচলেন বিরাট কোহলি, ঝড় তুলল সেই ভিডিও

মুম্বই: ম্যাচ চলাকালীন বিরাট কোহলির নাচ কোনও নতুন বিষয় নয়। এর আগেও একাধিকবার মাঠে ফিল্ডিং করার সময় বিন্দাস মুডে পাওয়া গিয়েছে প্রাক্তন ভারত অধিনায়ক। নানা সুপার হিট গানের তালে নাচতেও দেখা গিয়েছে বিরাট কোহলিকে। এবার ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচ চলাকালীন ফিল্ডিংয়ের সময় ফের কোমড় দোলাতে দেখা গেল বিরাটকে। আর এবার বিরাট কোহলি নাচলেন “আরআরআর” সিনেমার অস্কার জয়ী গান “নাটু নাটু”-তে।

অস্কারের মঞ্চে সম্মানিত হওয়ার আগেই নাটু নাটু জিতেছে একাধিক আন্তর্জাতিক পুরস্কার। আর কয়েক দিন আগে অস্কার পাওয়ার পুরো বিশ্ব যেন মেতে উঠেছে নাটু নাটু-র তালে। সেই গানে নাচ থেকে নিজেকে বেশি দিন দূরে রাখতে পারলেন বিরাট কোহলিও। ওয়াংখেড়ে ফিল্ডিং করার সময় হঠাৎই দেখা যায় বিরাট কোহলি নাটু নাটু গানের স্টেপ করছেন। যেই ভিডিও এবং ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। নাটু নাটু-তে বিরাট কোহলির নাচ ভাইরাল হতে বেশি সময় লাগেনি।

প্রসঙ্গত, ওয়াংখেড়েতে প্রথম একদিনের ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন রোহিতের অনুপস্থিতিতে অধিনায়কত্বের দায়িত্ব পাওয়া হার্দিক পান্ডিয়া। মহম্মদ শামি-মহম্মদ সিরাজের পেস অ্যাটাক ও রবীন্দ্র জাদেজা-কুলদীপ যাদবের স্পিনের ভেলকির সামনে মাত্র ১৮৮ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। মিচেল মার্শ সর্বোচ্চ ৮১ রানের ইনিংস খেলেন। রান তাড়া করতে নেমে ৩৯ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ভারত। সেখান কেএল রাহুল অনবদ্য ইনিংস খেলেন। তাকে সঙ্গ দেন রবীন্দ্র জাজেদা ও হার্দিক পান্ডিয়া। ৫ উইকেটে ম্যাচ জেতে ভারত।

আহমেদাবাদে অস্কার জয়ী নাটু নাটু গানে তুমুল নাচ গাভাসকর-হেডেনদের, ভাইরাল ভিডিও

আহমেদাবাদ: সোমবার ভারতীয় জন্য গর্বের দিন, খুশির দিন। একদিনে এল জোড়া সুখবর। সোমবার সকালেই জানা যায় অস্কার পেয়েছে দক্ষিণী ছবি ‘আরআরআর’-এর গান ‘নাটু নাটু’। এর আগেও আন্তর্জাতিক মঞ্চে একাধিক পুরস্কার জিতেছে এস এস রাজামৌলির সিনেমার এই বিখ্যাত গান। এবার বিশ্বের সবথেকে বড় অস্কারের মঞ্চেও নিজেদের বিজয় ডঙ্কা ওড়াল ‘নাটু নাটু’ গান। আর দ্বিতীয় সুখবর হল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের টেস্ট সিরিজ জয় ও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট পাকা করা।

‘নাটু নাটু’ গানের হৃদম, ছন্দ ও সাফল্যের রেশ এসে পড়ল ভারত- অস্ট্রেলিয়া সিরিজেও। সেখানে প্রাক্তন তারকা ক্রিকেটাররদের এই সুপার হিট গানে নাচতে দেখা যায়। সোমবার খেলা শেষে সম্প্রচারকারী চ্যানেলের থেকে একটি ভিডিও শেয়াপ করা হয়। সেই ভিডিওতে যতীন সাপ্রু ছাড়াও ছিলেন সুনীল গাভাসকর, ম্যাথু হেডেন, অজিত আগরকর, সঞ্জয় বাঙ্গারকে। সকলকে নাটু নাটু গানে নাচতে দেখা যায়। যেই ভিডিও নেট দুনিয়ায় মুহূর্তে ঝড় তুলেছে।

আরও পড়ুনঃ ক্রাইস্টচার্চ থেকে সুখবর এল আহমেদাবাদে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত

নাচের সঙ্গে সুনীল গাভাসকরকে বলতেও শোনা ‘আরআরআর’-এর ‘নাটু নাটু’ গানের অস্কার পাওয়াটা প্রত্যেক ভারতীয়ের কাছে খুবই গর্বের। যতীন সাপ্রুকে বলতে শোনা যায়, সকালে সুদূর আমেরিকা থেকে আরও খুশির খবর চলে এসেছে। এর পরেই হেডেনকে জিজ্ঞাসা করেন তিনি ‘নাটু নাটু’ গানের কথা জানেন কিনা। হেডেন বলেন, “অবশ্যই।” আবার সবাই মিলে গানের তালে পা মেলান। সঞ্জয় বাঙ্গারও বলেন, “ভারতের ক্রিকেটের মতোই সিনেমা গোটা বিশ্বে জনপ্রিয়।” প্রাক্তন ক্রিকেটার ও সঞ্চালকের নাচের ভিডিও পছন্দ করেছেন সকলেই।

Natu Natu Song: নাটু নাটু গানের এই নাচ দেখলে অবাক হবেন আপনিও, দেখুন ভিডিও

নয়া দিল্লি: RRR ছবির ‘নাটু নাটু’ গান ব্যাপক জনপ্রিয় হয়েছে। অনেকে সেই গানের তালে নেচে রিলসও বানিয়েছেন। এবার আনন্দ মাহিন্দ্রা এমন একটি ভিডিও পোস্ট করলেন নাটু নাটু গানটি নিয়ে, যা দেখে হতবাক সকলেই। সোশ্যাল মিডিয়ায় আনন্দ মাহিন্দ্রা তাঁর অনুগামীদের জন্য প্রায়ই দিন কিছু না কিছু পোস্ট করেন। তাঁর টুইটগুলি দ্রুত ভাইরাল হয়।

সম্প্রতি তাঁর একটি টুইট ভাইরাল হয়েছে। সেখানে আনন্দ মাহিন্দ্রা একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওটিতে বিশ্ব বিখ্যাত কমেডিয়ান স্ট্যান লরেল এবং অলিভার হার্ডিকে RRR-এর নাটু নাটু গানে তাঁদের স্টাইলে নাচতে দেখা যায়। এই ভিডিওটি আনন্দ মাহিন্দ্রা তাঁর টুইটার হ্যান্ডেলে শেয়ার করেছেন। ভিডিওটি ভাইরাল হতে বেশি সময় নেয়নি।

ভিডিওটি আদতে কবের, তা এখনও স্পষ্ট নয়। ভিডিওটিতে স্ট্যান লরেল এবং অলিভার হার্ডি নাচের তালে আরআরআর ছবির নাটু নাটু গানটি লাগানো হয়েছে।

 

ইতিমধ্যে এসএস রাজামৌলির চলচ্চিত্র RRR গোল্ডেন গ্লোব পুরস্কারে দুটি বিভাগে মনোনীত হয়েছে। আরআরআর ছবির ‘নাটু নাটু’ গানটির জন্য গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন,  প্যান কার্ড নিয়ে আসছে নতুন নিয়ম! বাজেটে বড় ঘোষণার পথে মোদি সরকার

আরও পড়ুন, সিপিএমকে আমন্ত্রণ, ভারত জোড়ো যাত্রার সমাপ্তিতে কেন ব্রাত্য় তৃণমূল? ব্য়াখ্য়া দিলেন অধীর

গানটি গেয়েছেন কিরাবাণীর ছেলে কালা ভৈরব এবং রাহুল সিপলিগঞ্জ। গানটির কোরিওগ্রাফি করেন প্রেম রক্ষিত। তাঁর তত্ত্বাবধানে ২০ দিন শ্যুট, ১৮টি টেকের পর অবশেষে পরিচালকের মুখে হাসি ফুটেছিল। এখন এই গানটিকে ঘিরেই উন্মাদনার শেষ নেই। মাঝে মধ্যে নতুন নতুন ভিডিও ভাইরাল হচ্ছে এই গানটিকে ঘিরে।