(Photo Courtesy- AP)

IND vs BAN: কানপুরে টস জিতল রোহিত, দলে কোন চমক দিল টিম ইন্ডিয়া! বাংলাদেশ দলে একাধিক বদল

কানপুরে বৃষ্টি কারণে প্রথম দিনই দেরিতে হল টস ও ম্যাচ শুরু। সকাল ১০ টায় হল টস। ম্যাচ শুরু হল সাড়ে দশটায়। অর্থাৎ নির্ধারিত সময়ের এক ঘণ্টা দেরিতে শুরু হয় ম্যাচ। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে টস ভাগ্য সাথ দল ভারত অধিনায়ক রোহিত শর্মার। বৃষ্টি ও আদ্রতার কারণে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন রোহিত।

প্রাথমিকভাবে মনে করা হয়েছিল কানপুরে ভারতীয় দল প্রথম একাদশে পরিবর্তন করবে। ৩ স্পিনার নিয়ে নামতে পারে টিম ইন্ডিয়া। দলে আসতে পারেন কুলদীপ যাদব। কিন্তু পিচ ও আবহাওয়ার কারণে তা হয়নি। প্রথম টেস্টের উইনিং ইলেভেন-ই দ্বিতীয় টেস্টে নামানোর সিদ্ধান্ত নিয়েছে গৌতম গম্ভীর ও রোহিত শর্মা।

এক ঝলকে দেখে কানপুর বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারতের প্রথম একাদশ: এক ঝলকে দেখে নিন ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, কেএল রাহুল, ঋষভ পন্থ, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, আকাশ দীপ।

দ্বিতীয় টেস্টে বাংলাদেশ দলে ২টি পরিবর্তন হয়েছে। এক ঝলকে দেখে নিন বাংলাদেশের প্রথম একাদশ: শাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মমনুল হক, মুশফিকুর রহিম, শাকিব আল হাসান, লিটন দাস (উইকেটকিপার), মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, খালেদ আহমেদ।

আরও পড়ুনঃ How To Clean Water Tank: বহু বছর পরিষ্কার থাকবে জলের ট্যাঙ্ক! হবে না জীবাণু! করতে হবে ‘ছোট্ট’ কাজ! আপনি থাকবেন রোগমুক্ত

প্রসঙ্গত,বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে ২৮০ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছিল টিম ইন্ডিয়া। কানপুরে সিরিজের দ্বিতীয় ম্যাচ একদিকে সিরিজ বাঁচানোর লড়াই বাংলাদেশের, অপরদিকে ভারতের সামনে টাইগারদের হোয়াইট ওয়াশ করার সুযোগ।