গোড়ালির চোট নিয়েই গত বছর ওডিআই বিশ্বকাপ খেলেছিলেন শামি। ১৯ নভেম্বর ফাইনালের পর থেকে রয়েছেন মাঠের বাইরে। চলতি বছরের শুরুতে লন্ডনে গিয়ে অস্ত্রোপচার করান তিনি। এবার ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন শামি। শুরু করেছেন বোলিং অনুশীলন।

মহম্মদ শামির জীবনে ফের ‘বড় ঘটনা’! পাশে মুখ্যমন্ত্রী, একের পর এক ‘কাণ্ড’

গাজিয়াবাদ: মহম্মদ শামি। নামটা এখন প্রায় প্রত্যেক ভারতীয়র মুখে মুখে। তিনি এখন দেশের তারকা। একটা সময় চরম দুঃসময় গিয়েছে তাঁরা। স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ, একের পর এক অভিযোগ। তবে সব কিছুকেই জয় করে মাথা তুলে দাঁড়িয়েছেন তিনি শেষমেশ।

২০২৩ বিশ্বকাপে জীবনের সেরা সময় কাটিয়েছেন শামি। দুর্দান্ত কামব্যাক করেছেন। তবে তার পর আরেক বিপদ। বিশ্বকাপে গোড়ালিতে চোট পেয়েছিলেন শামি। পাছে বিশ্বকাপ খেলার সুযোগ হাতছাড়া হয়ে যায়, তাই তিনি চোট নিয়েই খেলতে থাকেন।

আরও পড়ুন- রুটের শতরানে খাদের কিনারা থেকে কামব্যাক ইংল্যান্ডের, ভারতের প্রাপ্তি আকাশ দীপ

মহম্মদ শামি দুর্দান্ত পারফর্ম করছিলেন বিশ্বকাপে। তাই বিশ্রাম নিতে চাননি। প্রচণ্ড ব্যথা নিয়েই খেলতে থাকেন। জানা গিয়েছিল, প্রতিদিন ব্যথার ইঞ্জেকশন নিয়ে তিনি মাঠে নামতেন। তার পরও তিনি বিশ্বকাপে একটি ম্যাচও বেঞ্চে বসতে চাননি।

সেই চোটটাই আরও বড় বিপদে ফেলল শামিকে। জানা গিয়েছে, তিনি আর আইপিএলে খেলতে পারবেন না। চোটে কাবু শামি। অস্ত্রোপচারের জন্য তাঁকে লন্ডনে যেতে হবে বলে জানা গিয়েছে। আর সে জন্য তিনি এবার গোটা আইপিএল সিজন থেকে বাইরে।

মহম্মদ শামির জীবনে এরই মধ্য়ে আবার এক বড় কাণ্ড। তিনি এবার উত্তরপ্রদেশ সরকারের বিচারে বছরের সেরা ক্রিকেটার হলেন। আর সে জন্য পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী অদিত্যনাথকে দেখা গেল তাঁর পাশে।

আরও পড়ুন- রাঁচিতে আরও এক ইতিহাস গড়লেন অশ্বিন, সামনে এখন শুধুই অ্যান্ডারসন

যোগী অদিত্যনাথের হাত থেকে বছরের সেরা ক্রিকেটার হওয়ার পুরস্কার গ্রহণ করলেন শামি। চোটের জন্য তিনি এখন কোণঠাঁসা। তবে তারই মাঝে এই পুরস্কার তাঁকে নতুন করে লড়াইয়ের রসদ জোগাবে।