Tag Archives: Yogi Adityanath

Hathras Case: হাথরসের ঘটনার পরই স্বঘোষিত বাবার আশ্রমে কী চলছে! ভয়ঙ্কর ঘটনা, শিউরে উঠছে দেশ

হাথরস: হাথরসের ঘটনা নিয়ে তোলপাড় গোটা দেশ। সকলের নজরে এখন স্বঘোষিত ধর্মগুরু ‘ভোলে বাবা’! সেই স্বঘোষিত বাবার মৈনপুরিতে রয়েছে প্রাসাদপম আশ্রম। সেই আশ্রমের বাইরে বসে গিয়েছে নিরাপত্তা। পুলিশের বক্তব্য, যাতে স্থানীয়রা আশ্রমে ভাঙচুর চালিয়ে আশ্রমিকদের ক্ষতি না করে, তাই এই নিরপত্তা বলে দাবি।

পুলিশ সূত্রে খবর, আশ্রমের ভিতরে বাস করেন শ’দুয়েক আশ্রমিক। শুধু বাসই করেন না, এই বাবার ভক্তরা দান করেন লাখ লাখ টাকাও। তার একটি তালিকা টাঙানো পেল্লাই দরজার বাইরে। যে তালিকায় দানের অর্থ কারও ৫০ হাজার, কারও বা ১ লাখ। কারও তার থেকেও বেশি। ২০০ জনের তালিকার ১৫০ জনের কাছাকাছিই মৈনপুরির বাসিন্দা।

আরও পড়ুন: সভা করতে এসে চুঁচুড়ার যুবককে ‘চিনে’ রেখেছিলেন মোদি, এবার বাড়িতে এল চিঠি! ঘটনা শুনলে চমকে উঠবেন

এছাড়াও তালিকায় রয়েছেন মধ্যপ্রদেশ, রাজস্থানের দাতারাও। শুধু মৈনপুরিই নয়, অন্তত চার-পাঁচটি আরও আশ্রম রয়েথে এই বাবার। বুধবারও ‘ভোলে বাবা’র ভক্তরা আসছেন তাঁর সঙ্গে দেখা করতে। দর্শন না পেলেও, ‘বাবা’ দোষী, সেটা মানতে নারাজ তাঁরা। তাঁদের কথায় উনি ‘বাবা’ও নন, উনি নাকি পরমাত্মা।

এদিকে, হাথরসে পদপিষ্ট হওয়ার ঘটনায় আরও বাড়ল মৃতের সংখ্যা। শেষ পাওয়া খবর, মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১২১। এর মধ্যে এসডিএমের তরফে ডিএমকে হাথরসের ঘটনা নিয়ে রিপোর্ট জমা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, এই ভোলে বাবা সৎসঙ্গ শেষ করে যখন NH ৯১ ধরে মৈনপুরির দিকে রওনা হন, তখন ভক্তরা রাস্তায় বেরিয়ে আসতে চান, স্বঘোষিত বাবার পায়ের ধুলো নেওয়ার জন্য।

অনেকেই বাবা-র চলে যাওয়া রাস্তায় ঝুঁকে পড়ে মাথায় ধুলো লাগাচ্ছিলেন। কেউ আবার ঝাঁপান বাবা-কে স্পর্শ করতে। বাবা পর্যন্ত যাতে ভিড় না পৌঁছতে পারে, তার জন্য অগণিত মানুষকে রাস্তায় আটকানোর চেষ্টা করেছিলেন বাবা-র পার্ষদরা। যার জেরে বহু লোক রাস্তা থেকে পাশের ক্যানালে পড়ে যান। পদপিষ্ট হন বহু।

Hathras Stampede: হাথরসে কেন শুরু হল হুড়োহুড়ি? সামনে এল ভয়ঙ্কর ‘সত্য’! গোপনও করা হচ্ছিল ‘প্রমাণ’

হাথরস: হাথরসে পদপিষ্ট হওয়ার ঘটনায় আরও বাড়ল মৃতের সংখ্যা। শেষ পাওয়া খবর পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১২১। এর মধ্যে এসডিএমের তরফে ডিএমকে হাথরসের ঘটনা নিয়ে রিপোর্ট জমা দেওয়া হল। সেখানে বলা হয়েছে, এই ভোলে বাবা সৎসঙ্গ শেষ করে যখন NH ৯১ ধরে মৈনপুরির দিকে রওনা হন, তখন ভক্তরা রাস্তায় বেরিয়ে আসতে চান, স্বঘোষিত বাবার পায়ের ধুলো নেওয়ার জন্য।

অনেকেই বাবা-র চলে যাওয়া রাস্তায় ঝুঁকে পড়ে মাথায় ধুলো লাগাচ্ছিলেন। কেউ আবার ঝাঁপান বাবা-কে স্পর্শ করতে। বাবা পর্যন্ত যাতে ভিড় না পৌঁছতে পারে, তার জন্য অগণিত মানুষকে রাস্তায় আটকানোর চেষ্টা করেছিলেন বাবা-র পার্ষদরা। যার জেরে বহু লোক রাস্তা থেকে পাশের ক্যানালে পড়ে যান। পদপিষ্ট হন বহু।

আরও পড়ুন: হাথরসে পদপিষ্ট হওয়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১২১, ঘটনাস্থলে পৌঁছল ফরেন্সিক টিম

স্থানীয়দের দাবি, উত্তরপ্রদেশ পুলিশের ইনটেলিজেন্স ডিপার্টমেন্টের চাকরি ছেড়ে ধর্মগুরু হয়ে যান নারায়ন সাকর হরি ওরফে সাকর বিশ্ব হরি ভোলে বাবা ওরফে সৌরভ কুমার। এই ব্যক্তি এবং তার স্ত্রী দুজনে মিলেই আয়োজন করতেন সৎসঙ্গের। প্রতি মঙ্গলবার করে আয়োজন করা হত সৎসঙ্গের। গত মঙ্গলবারও আয়োজন করা হয় এরকমই এক সৎসঙ্গের। সেটা আয়োজন করা হয়েছিল মৈনপুরি জেলায়।

এই “ভোলে বাবা”কে বেশিরভাগ সময়েই সাদা স্যুট-টাই পরে সৎসঙ্গের প্রচারে বসতে দেখা যায়। যেখানে তিনি নাকি “মানব ধর্ম” নিয়ে নানান বাণী দেন। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, দিল্লি, রাজস্থান সহ একাধিক রাজ্যে তাঁর লাখো ভক্ত রয়েছে। কোভিডকালে ফারুকাবাদে এরকমই একটি সৎসঙ্গের আয়োজন করে প্রশাসনের ঘুম উড়িয়ে দিয়েছিলেন তিনি। ৫০ জন ভক্ত সমাগমের অনুমতি নিয়ে সেখানে উপস্থিত হয়েছিল অন্তত হাজার পঞ্চাশেক মানুষ। এই ‘বাবা’র একটি ইউটিউব চ্যানেল ছিল, যেটিকে বন্ধ করে দেওয়া হয়েছে।

মন্ত্রীদের সঙ্গে হঠাৎ কেন বৈঠকে যোগী আদিত্যনাথ? জল্পনা

লোকসভা নির্বাচনে ফল মোটে ভাল হয়নি৷ তার মধ্যই নতুন করে বৈঠকে বসলেন যোগী আদিত্যনাথ৷ বৈঠকে বসলেন তাঁদের মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে৷ কোনও কারণে সে রাজ্যে গেরুয়া শিবিরের রক্তক্ষয় হয়েছে কি না, সূত্রের খবর বৈঠকে তা নিয়ে কথা হতে পারে৷

Mohan Bhagwat Yogi Adityanath meeting: লোকসভা ভোটের ফলের পর এই প্রথম, শনিবার যোগী-ভগবৎ সাক্ষাৎ! জল্পনা তুঙ্গে

গোরক্ষপুর : লোকসভা নির্বাচনের ফলাফলে বিজেপি ধাক্কা খাওয়ার পর আরএসএস প্রধান মোহন ভগবৎ মন্তব্য করেন, প্রকৃত সেবক তিনিই যে সম্মানের সঙ্গে মানুষের সেবা করেন৷ আরএসএস প্রধানের এই মন্তব্যে তুমুল জল্পনা শুরু হয়েছিল৷ এই পরিস্থিতিতে আগামিকাল শনিবার লোকসভা ভোটের ফল বেরনোর পর প্রথমবার মোহন ভগবতের সঙ্গে বৈঠক হতে চলেছে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের৷ যে বৈঠককে ঘিরেও রাজনৈতিক মহল এবং বিজেপির অন্দরেও প্রবল কৌতূহল তৈরি হয়েছে৷

প্রসঙ্গত, লোকসভা নির্বাচনে এবার উত্তর প্রদেশেই সবথেকে বড় ধাক্কা খেয়েছে বিজেপি৷ ২০১৯ সালে যেখানে উত্তর প্রদেশে বিজেপির আসন সংখ্যা ছিল ৬২, সেখানে এবার তা কমে দাঁড়িয়েছে ৩৩-এ৷ কংগ্রেস এবং সমাজবাদী পার্টির জোট জয়ী হয়েছে ৪৩টি আসনে৷ ফলে ভগবৎ-যোগী বৈঠক আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে৷

আরও পড়ুন: শূন্যের গেরো চলছেই, তবু কংগ্রেসের হাত ছাড়ছে না বামেরা! উপনির্বাচনে কোথায় কার প্রার্থী?

পাঁচ দিনের সফরে উত্তর প্রদেশের গোরক্ষপুরে পৌঁছেছেন আরএসএস প্রধান৷ শনিবার প্রশাসনিক কাজকর্ম খতিয়ে দেখতে এবং সরকারি প্রকল্পের অগ্রগতি দেখতে সেখানে পৌঁছবেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷ তার পরই দুজনের বৈঠক হওয়ার কথা৷ গোরক্ষপুর যোগীর নিজের জেলা বলেই পরিচিত৷

বৃহস্পতিবার গোরক্ষপুরে আরএসএস-এর একটি শিবিরে অংশ নেন মোহন ভগবৎ৷ ওই শিবিরে কাশী, কানপুর, গোরক্ষপুর সহ উত্তর প্রদেশের বিভিন্ন প্রান্ত থেকে আরএসএস-এর প্রায় ২৮০ জন ক্যাডারও অংশ নিয়েছিলেন৷ ওই শিবিরে দেশের রাজনৈতিক, সামাজিক পরিস্থিতি এবং সঙ্ঘের বিস্তার পরিকল্পনা নিয়ে আলোচনা করেন মোহন ভগবৎ৷

গত সোমবার নাগপুরে আরএসএস-এর একটি প্রশিক্ষণ শিবিরেও মণিপুরের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ভগবৎ৷ তাৎপর্যপূর্ণ মন্তব্য করে সেখানেও তিনি বলেন, মণিপুর সমস্যার সমাধান করাই এই মুহূর্তে অগ্রাধিকার হওয়া উচিত৷

মহম্মদ শামির জীবনে ফের ‘বড় ঘটনা’! পাশে মুখ্যমন্ত্রী, একের পর এক ‘কাণ্ড’

গাজিয়াবাদ: মহম্মদ শামি। নামটা এখন প্রায় প্রত্যেক ভারতীয়র মুখে মুখে। তিনি এখন দেশের তারকা। একটা সময় চরম দুঃসময় গিয়েছে তাঁরা। স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ, একের পর এক অভিযোগ। তবে সব কিছুকেই জয় করে মাথা তুলে দাঁড়িয়েছেন তিনি শেষমেশ।

২০২৩ বিশ্বকাপে জীবনের সেরা সময় কাটিয়েছেন শামি। দুর্দান্ত কামব্যাক করেছেন। তবে তার পর আরেক বিপদ। বিশ্বকাপে গোড়ালিতে চোট পেয়েছিলেন শামি। পাছে বিশ্বকাপ খেলার সুযোগ হাতছাড়া হয়ে যায়, তাই তিনি চোট নিয়েই খেলতে থাকেন।

আরও পড়ুন- রুটের শতরানে খাদের কিনারা থেকে কামব্যাক ইংল্যান্ডের, ভারতের প্রাপ্তি আকাশ দীপ

মহম্মদ শামি দুর্দান্ত পারফর্ম করছিলেন বিশ্বকাপে। তাই বিশ্রাম নিতে চাননি। প্রচণ্ড ব্যথা নিয়েই খেলতে থাকেন। জানা গিয়েছিল, প্রতিদিন ব্যথার ইঞ্জেকশন নিয়ে তিনি মাঠে নামতেন। তার পরও তিনি বিশ্বকাপে একটি ম্যাচও বেঞ্চে বসতে চাননি।

সেই চোটটাই আরও বড় বিপদে ফেলল শামিকে। জানা গিয়েছে, তিনি আর আইপিএলে খেলতে পারবেন না। চোটে কাবু শামি। অস্ত্রোপচারের জন্য তাঁকে লন্ডনে যেতে হবে বলে জানা গিয়েছে। আর সে জন্য তিনি এবার গোটা আইপিএল সিজন থেকে বাইরে।

মহম্মদ শামির জীবনে এরই মধ্য়ে আবার এক বড় কাণ্ড। তিনি এবার উত্তরপ্রদেশ সরকারের বিচারে বছরের সেরা ক্রিকেটার হলেন। আর সে জন্য পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী অদিত্যনাথকে দেখা গেল তাঁর পাশে।

আরও পড়ুন- রাঁচিতে আরও এক ইতিহাস গড়লেন অশ্বিন, সামনে এখন শুধুই অ্যান্ডারসন

যোগী অদিত্যনাথের হাত থেকে বছরের সেরা ক্রিকেটার হওয়ার পুরস্কার গ্রহণ করলেন শামি। চোটের জন্য তিনি এখন কোণঠাঁসা। তবে তারই মাঝে এই পুরস্কার তাঁকে নতুন করে লড়াইয়ের রসদ জোগাবে।

Suresh Raina Meets Yogi Adityanath: ক্রিকেট কেরিয়ার শেষ! এবার কি রাজনীতিতে রায়না? এক ছবিতেই জল্পনা

লখনউ: ভারতীয় দলের প্রাক্তন অলরাউন্ডার সুরেশ রায়না বর্তমানে আইপিএলে (IPL 2022) ধারাভাষ্য নিয়ে ব্যস্ত। তবে তাঁর মধ্যে থেকেও তিনি কিছুটা সময় বের করেছেন। আপাতত  রায়না পরিবারের সঙ্গে ছুটি উপভোগ করেছেন।

ছুটির মাঝেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে সুরেশ রায়না দেখা করেছেন। দুজনের সাক্ষাতের একটি ছবি সামনে এসেছে। এই ছবিগুলির দেখার পর ক্রিকেট ভক্তদের মনে স্বাভাবিক প্রশ্ন এসেছে, সুরেশ রায়না কি তবে রাজনীতিতে নাম লেখাচ্ছেন! কিন্তু সুরেশ রায়না নিজেই উত্তর দিয়েছেন এই প্রশ্নের।

সুরেশ রায়না তাঁর টুইটার অ্যাকাউন্টে যোগী আদিত্যনাথের সঙ্গে সাক্ষাতের ছবি শেয়ার করেছেন। ওই ছবি শেয়ার করে সুরেশ রায়না লিখেছেন, ‘আজ আমি মাননীয় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথজির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছি। খেলাধুলার পাশাপাশি রাজ্যের উন্নয়ন নিয়ে তাঁর চিন্তাভাবনা শুনে খুব ভাল লাগল। আমি আপনার সুস্বাস্থ্যের জন্য প্রভুর কাছে প্রার্থনা করছি। রাষ্ট্র এভাবেই আপনার অভূতপূর্ব দিকনির্দেশনা পেতে থাকুক।’

আইপিএল নিলামে অবিক্রিত থাকার কারণে কয়েকদিন আগে লাইমলাইটে আসেন সুরেশ রায়না। এমনকী তাঁর ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংসও তাঁকে এবার দলে নিতে আগ্রহ দেখায়নি। এরই মধ্যে তিনি ধারাভাষ্যকার হিসেবেও তার নতুন কেরিয়ার শুরু করেছিলেন।

রায়না আপাতত ধারাভাষ্য থেকে বিরতি নিয়েছেন। পরিবারের সঙ্গে ছুটি কাটাতে নেদারল্যান্ডে গিয়েছিলেন তিনি। ফিরে এসেই যোগী আদিত্যনাথের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করলেন তিনি।

আরও পড়ুন- ‘মা ছেলে খুঁজতে বলেছে’, কলকাতায় এসেই বিয়ের প্রস্তাব পেলেন শ্রেয়স আইয়ার

রায়নাকে কোনও দল আইপিএলে নেয়নি। এটা মেনে নিতেই কষ্ট হয়েছিল তাঁর ভক্তদের। মিস্টার আইপিএল বলা হয় তাঁকে। তাঁর মতো একজন ক্রিকেটার আইপিএলে কোনও দল পেলেন না! অনেকে বলছেন, চেন্নাই দলের কর্তাদের সঙ্গে তাঁর মনোমালিন্য হয়েছিল। আর তার জেরেই এবার রায়নাকে দলে নিতে আগ্রহ দেখায়নি সিএসকে।

আরও পড়ুন- কোটি কোটি টাকার মালিক -মালকিন, কিন্তু বিরাট কোহলির বউ এখন কি খাচ্ছেন, জানেন

রায়না অবশ্য আইপিএল থেকে দূরে থাকতে পারেননি। তিনি আইপিএলে ফিরেছেন নতুন ভূমিকায়। ফিরেছেন আইপিএলে ধারাভাষ্যকার হয়ে। আর নতুন ইনিংসেও জমিয়ে পারফর্ম করছেন রায়না।ূমি

‘‘আত্মীয়র এখুনি অক্সিজেন লাগবে, ’’ সাহায্য চেয়ে যোগী আদিত্যনাথকে ট্যুইট সুরেশ রায়নার

# মুম্বই: সারা দেশে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় টালমালাটাল অবস্থা৷ বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক যে রিপোর্ট বার করেছে তা অনুযায়ি গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা চার লক্ষের গণ্ডিও পার করে গেছে৷  ফলে বেডের অভাব, অক্সিজেন অমিল এই পরিস্থিতির শিকার হতে হচ্ছে করোনা রোগী ও তাঁর আত্মীয়দের৷ এবারের ভয়বহতা হার মানিয়ে দিচ্ছে গত বছরের পরিস্থিতিও৷ সেলিব্রিটিরাও নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে সাহায্য চাইছেন৷ তাঁদের কাছের মানুষের জন্য সাহায্য চেয়ে৷

বৃহসপ্তিবার সুরেশ রায়না নিজের ট্যুইটার হ্যান্ডেল থেকে তাঁর আত্মীয়ার জন্য সাহায্য চেয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে আবেদন করলেন৷

নিজের ট্যুইটে তিনি লিখেছেন Urgent requirement of an oxygen cylinder in Meerut for my aunt. Age – 65 Hospitalised with Sever lung infection. Covid + SPO2 without support 70 SPO2 with support 91 Kindly help with any leads- অর্থাৎ অক্সিজেন সিলিন্ডার অত্যন্ত প্রয়োজন৷ মীরাটে আমার আত্মীয়ার জন্য৷ বয়স-৬৫ +  , মারাত্মক ফুসফুসের সংক্রমণ নিয়ে ভর্তি৷ করোনা পজিটিভ এছাড়া এসওপি সাপোর্ট দিয়ে ৯১ ও সাপোর্ট ছাড়া ৭০৷ দয়া করে কোনও পথ দেখান যোগী আদিত্যনাথ৷

 

এদিকে এদিনই আগে ভেদা কৃষ্ণমূর্তির বোন করোনায়  (Covid-19. ) মারা যান৷ এর কয়েক সপ্তাহ আগে ভেদা নিজের মা-কেও এই মারণ রোগে হারিয়েছিলেন৷ তাঁর বোন বৎসলা শিবকুমার করোনাতে ভুগছিলেন৷ গত মাস থেকে তাঁর চিকিৎসা চলছিল৷ তাঁর প্রাক্তন কোট ইরফান সইত এই খবর দেন ইনস্টাগ্রামে৷

এদিকে এদিন ভারতের ক্রিকেট পরিসংখ্যানবিদ দিনার গুপ্তে বৃহস্পতিবারই করোনা ভাইরাসের সঙ্গে যুদ্ধে হেরে মারা যান৷ সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন এই খবর দিয়েছে৷ তাঁর বয়স হয়েছিল ৭৬৷ সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন তাঁর মৃত্যুতে গভীর শোকাহত৷

‘কাচের বাড়িতে থেকে অন্যের ঘরে ঢিল মারতে নেই’! যোগী আদিত্যনাথকে এতহাত নিলেন সায়নী

#কলকাতা: উত্তরপ্রদেশে মহিলাদের উপরে একের পরে এক হিংসা ও অত্যাচারের ঘটনা উঠে আসছে। আর ঠিক সেই সময়েই বাংলায় এসে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলে গিয়েছেন পশ্চিমবঙ্গে হিংসার পরিমাণ বাড়ছে। মহিলাদের জন্যও নাকি এই রাজ্য সুরক্ষিত নন। এই প্রসঙ্গেই যোগী আদিত্যনাথকে একহাত নিলেন অভিনেত্রী তথা তৃণমূলে যোগ দেওয়া সায়নী ঘোষ।

বুধবার একটি টুইট করেন সায়নী। সেই টুইটে অভিনেত্রী উত্তরপ্রদেশকে ধর্ষণের রাজধানী হিসেবে সম্বোধন করেন। তিনি লেখেন, “পশ্চিমবঙ্গ মহিলাদের জন্য অসুরক্ষিত. এই মন্তব্য ধর্ষণের রাজধানীর মুখ্যমন্ত্রীর থেকে আসাটা একটু বাড়াবাড়ি। একটা কথা মনে আসছে। যাঁর নিজের বাড়ি কাচের তৈরি, তাঁর অন্যের ঘরে ঢিল ছোড়া উচিত নয়।”

যোগী আদিত্যনাথকে খোঁচা দিয়ে টুইটটি করেন সায়নী। মঙ্গলবারও হাথরসে নির্যাতিতার বাবাকে গুলি করে খুন করার ঘটনার তীব্র নিন্দা করেন অভিনেত্রী। শোনা যাচ্ছে এবার বিধানসভা নির্বাচনে তৃণমূলের হয় প্রার্থী হতে পারেন তিনি।

উত্তরপ্রদেশে মহিলাদের উপর ক্রমশ বেড়ে চলা হিংসা নিয়ে যোগীকে একহাত নিয়েছেন অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ নুসরত জাহানও। তিনি প্রশ্ন করেছেন, কেন নিজের রাজ্যে মহিলাদের সুরক্ষা দিতে অপারগ যোগীর বিজেপি সরকার? সেখানে এই পরিস্থিতিতে বাংলায় এসে ভোট প্রচার করছেন তিনি?

তিনি ট্যুইটে লিখেছেন, “শকিং! বিজেপি শাসিত উত্তরপ্রদেশ কী করছে তা বর্ণনা করতে পারছি না! কেন যোগী আদিত্যনাথ ওই পরিবারের সুরক্ষাকে গুরুত্ব দিলেন না? বিজেপির কাছে কি বাংলার ভোট এর চেয়েও বেশি গুরুত্বপূর্ণ?” এছাড়াও ‘বিজেপি হাটাও বেটি বাঁচাও’ টুইট করে একটি মিম শেয়ার করেন অভিনেত্রী।