Ind vs Eng: অশ্বিন- কুলদীপের প্যাঁচে পা দিয়ে ইংল্যান্ড দিশেহারা, জয়ের গন্ধ পাচ্ছে রোহিত এন্ড কোং

রাঁচি: ভারত বনাম ইংল্যান্ডের মধ্যে  চতুর্থ টেস্ট ম্যাচের তৃতীয় দিনে ভারতীয় বোলারদের দাপটে উড়ে গেল ইংল্যান্ড। কুলদীপ যাদব এবং আর অশ্বিন এই ম্যাচে ভারতের ইংল্যান্ডের । অশ্বিন নেন ৫ উইকেট আর কুলদীপের ঝোলায় যায় ৪ উইকেট। দ্বিতীয় ইনিংসে বাজেভাবে ফ্লপ হয় ইংল্যান্ড দল। এটি ৫৩.৫ ওভারে মাত্র ১৪৫ রান করতে পারে এবং ১০ উইকেট হারিয়ে ফেলে৷ রবীন্দ্র জাদেজা ও সরফরাজ খানের মতো খেলোয়াড়রা প্রথম ইনিংসের মতো রান তুলতে ব্যর্থ হন।

হাফ সেঞ্চুরি করে দলকে সমস্যা থেকে মুক্ত করেন ধ্রুব জুরেল। ভারতীয় দল যখন রান তুলতে হিমশিম খাচ্ছিল এবং ইংল্যান্ড দল বড় লিড নেওয়ার দিকে এগোচ্ছে, ধ্রুব জুরেল একা কাঁপিয়ে দেন। রাঁচি টেস্টের তৃতীয় দিনে ৯৬ বল খেলেন তিনি৷ তিনি ৩টি চার এবং ১টি ছক্কার সাহায্যে একটি হাফ সেঞ্চুরি করেন এবং স্কোর ৩০৩ রানে নিয়ে যান।

ইংল্যান্ড দলের হয়ে দ্বিতীয় ইনিংসে একমাত্র জ্যাক ক্রাওলি একটু ভদ্রস্থ রান করেন। তিনি ৬০ রান করেন। বেয়ারস্তো করেন ৩০ রান। এছাড়া ভাল ইনিংস খেলতে পারেননি কোনও ইংলিশ ব্যাটসম্যান। দ্বিতীয় ইনিংসে ১৪৫ রান তুলতে শেষ হয়ে যায় ইংল্যান্ড দল৷

আরও পড়ুন ? Health Benefit: নারকেলে লুকিয়ে গুণের খাজানা! কোলেস্টোরেল বাগে রাখা থেকে এনার্জির ভাণ্ডার রোজ রাখুন পাতে

চতুর্থ ইনিংসে ভারতকে জয়ের ১৯২ রান করতে হবে। দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে ইনিংস শুরু করেছেন রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়াল। ২৭ বলে ২৪ রান করে অপরাজিত আছেন রোহিত শর্মা। যশস্বী জয়সওয়াল ১৬ রানে ব্যাট করছেন। এই খেলা চতুর্থ দিনে শেষ হয় কি না সেটাই দেখার।

ভারতীয় দল যদি এই ভাবে ব্যাটিং চালিয়ে যায়, তাহলে চতুর্থ দিনেই ম্যাচ পকেটে পুরে ফেলবে টিম ইন্ডিয়া। চতুর্থ টেস্ট ম্যাচে  জিতলেই এক ম্যাচ বাকি থাকতে  সিরিজও জিতে নেবে ।  টিম ইন্ডিয়া  মাত্র ১ ম্যাচে হেরেছে। দ্বিতীয় ও তৃতীয় দুটি টেস্ট ম্যাচেই জয় পেয়েছে ভারত। এখন চতুর্থ ম্যাচেও জয়ের গন্ধ পাচ্ছে টিম ইন্ডিয়া৷