রেলে উত্তর ভারত ভ্রমণে আরও বড় সুযোগ!

Indian Railways: পর্যটকদের জন্য ‘ভারত গৌরব’ বিশেষ ট্রেন, ‘রামলালা’ দর্শনের সঙ্গে হবে উত্তর ভারত ভ্রমণও

রাকেশ মাইতি, হাওড়া: রেলে উত্তর ভারত ভ্রমণে আরও বড় সুযোগ, এক ট্রেনেতেই অযোধ্যা থেকে উত্তর ভারত তীর্থস্থান ঘোরার সুযোগ করে দিয়েছে রেল। নিউ জলপাইগুড়ি থেকে ভারত গৌরব স্পেশ্যাল ট্যুরিস্ট ট্রেনে তীর্থ ভ্রমণের সুযোগ।
রাকেশ মাইতি, হাওড়া: রেলে উত্তর ভারত ভ্রমণে আরও বড় সুযোগ, এক ট্রেনেতেই অযোধ্যা থেকে উত্তর ভারত তীর্থস্থান ঘোরার সুযোগ করে দিয়েছে রেল। নিউ জলপাইগুড়ি থেকে ভারত গৌরব স্পেশ্যাল ট্যুরিস্ট ট্রেনে তীর্থ ভ্রমণের সুযোগ।
এই বিশেষ ট্রেনে ‘রামলালা দর্শনের সঙ্গে উত্তর ভারত’ যাত্রা। এই ট্রেনে যাত্রীরা মাতা বৈষ্ণোদেবী, হরিদ্বার, ঋষিকেশ, মথুরা, বৃন্দাবন এবং অযোধ্যা-সহ পবিত্র গন্তব্যগুলির আধ্যাত্মিক চেতনা উপভোগ করতে পারবে যাত্রীরা। স্লিপার ক্লাস কোচে ৮২০টি বার্থ-সিট এই বিশিষ্ট ট্রেন।
এই বিশেষ ট্রেনে ‘রামলালা দর্শনের সঙ্গে উত্তর ভারত’ যাত্রা। এই ট্রেনে যাত্রীরা মাতা বৈষ্ণোদেবী, হরিদ্বার, ঋষিকেশ, মথুরা, বৃন্দাবন এবং অযোধ্যা-সহ পবিত্র গন্তব্যগুলির আধ্যাত্মিক চেতনা উপভোগ করতে পারবে যাত্রীরা। স্লিপার ক্লাস কোচে ৮২০টি বার্থ-সিট এই বিশিষ্ট ট্রেন।
এই ট্যুরে থাকছে ৮ রাত/ ৯ দিনের প্যাকেজ। যাত্রা শুরু হবে ১৮ মে, ২০২৪-এ এবং ২৬ মে, ২০২৪-এ শেষ হবে ৷ এতে যাত্রীরা উপভোগ করতে পারবেন আধ্যাত্মিক এক অনন্য মুহূর্ত। যাত্রীরা দারুণ ভাবে উপভোগ করবেন তীর্থ স্থানের শ্রদ্ধার মুহূর্তগুলি। যে সমস্ত স্থান যাত্রীদের মন আকৃষ্ট করে সর্বদা, সেই সমস্ত স্থান বেড়ানোর সুযোগ থাকছে এই ট্যুরে। এর মধ্যে থাকছে ভক্তি ও বিশ্বাসের প্রতীক মাতা বৈষ্ণোদেবী মন্দিরও।
এই ট্যুরে থাকছে ৮ রাত/ ৯ দিনের প্যাকেজ। যাত্রা শুরু হবে ১৮ মে, ২০২৪-এ এবং ২৬ মে, ২০২৪-এ শেষ হবে ৷ এতে যাত্রীরা উপভোগ করতে পারবেন আধ্যাত্মিক এক অনন্য মুহূর্ত। যাত্রীরা দারুণ ভাবে উপভোগ করবেন তীর্থ স্থানের শ্রদ্ধার মুহূর্তগুলি। যে সমস্ত স্থান যাত্রীদের মন আকৃষ্ট করে সর্বদা, সেই সমস্ত স্থান বেড়ানোর সুযোগ থাকছে এই ট্যুরে। এর মধ্যে থাকছে ভক্তি ও বিশ্বাসের প্রতীক মাতা বৈষ্ণোদেবী মন্দিরও।
পবিত্র নদী গঙ্গার তীরে হরিদ্বার এবং ঋষিকেশের মত পবিত্র শহর গুলিতে পৌঁছতে পারবে মানুষ। একই সঙ্গে মথুরা এবং বৃন্দাবনে ভগবান কৃষ্ণের লীলাক্ষেত্র স্থান বেড়ানোর সুযোগ। অন্যদিকে দেশজুড়ে বর্তমান সময়ে দারুণ আকর্ষণের রামলালা দর্শন। সেই সুযোগ থাকছে এই ট্যুরে। রামলালা দর্শনের মাধ্যমে ভগবান রামের জন্মস্থান অযোধ্যার পবিত্রতা অনুভব করতে পারবেন।
পবিত্র নদী গঙ্গার তীরে হরিদ্বার এবং ঋষিকেশের মত পবিত্র শহর গুলিতে পৌঁছতে পারবে মানুষ।
একই সঙ্গে মথুরা এবং বৃন্দাবনে ভগবান কৃষ্ণের লীলাক্ষেত্র স্থান বেড়ানোর সুযোগ। অন্যদিকে দেশজুড়ে বর্তমান সময়ে দারুণ আকর্ষণের রামলালা দর্শন। সেই সুযোগ থাকছে এই ট্যুরে। রামলালা দর্শনের মাধ্যমে ভগবান রামের জন্মস্থান অযোধ্যার পবিত্রতা অনুভব করতে পারবেন।
ভারত গৌরব স্পেশ্যাল ট্যুরিস্ট ট্রেন নিউ জলপাইগুড়ি, মালদহ টাউন, রামপুরহাট, দুমকা, ভাগলপুর, জামালপুর, কিউল এবং পটনা স্টেশনগুলি বিস্তৃত বোর্ডিং এবং ডিবোর্ডিং স্টেশনগুলির সঙ্গে যোগ করেছে। এই ট্যুর প্যাকেজ যা দারুণ আকর্ষণীয় মূল্যে রেখেছে IRCTC ‘রামলালা দর্শনের সাথে উত্তর ভারত’ প্যাকেজ অফার। প্রতি ব্যক্তি প্রতি ১৭ হাজার ৯০০ টাকার খরচেই এই ট্যুরে অংশগ্রহণ করতে পারবে যাত্রীরা।
ভারত গৌরব স্পেশ্যাল ট্যুরিস্ট ট্রেন নিউ জলপাইগুড়ি, মালদহ টাউন, রামপুরহাট, দুমকা, ভাগলপুর, জামালপুর, কিউল এবং পটনা স্টেশনগুলি বিস্তৃত বোর্ডিং এবং ডিবোর্ডিং স্টেশনগুলির সঙ্গে যোগ করেছে। এই ট্যুর প্যাকেজ যা দারুণ আকর্ষণীয় মূল্যে রেখেছে IRCTC ‘রামলালা দর্শনের সাথে উত্তর ভারত’ প্যাকেজ অফার। প্রতি ব্যক্তি প্রতি ১৭ হাজার ৯০০ টাকার খরচেই এই ট্যুরে অংশগ্রহণ করতে পারবে যাত্রীরা।