মাথায় করে মূর্তি নিয়ে সীমান্তের গেট পেরোচ্ছেন এক প্রবীণ নাগরিক।

Nadia News: ভক্তির কাছে বাধা মানে না কাঁটাতারের বেড়াও! সীমান্ত পেরিয়ে যশোমতী পুজোয় মাতেন ভারতীয়রা

নদিয়া: কাঁটাতারের পেরিয়ে যশোমতী মায়ের পূজোয় মাতেন ভারতীয়রা। তেহট্টের সীমান্তবর্তী এলাকা ভাটুপাড়া, এখানেই যশোমতী মায়ের পুজোয় বাধা মানে না কাঁটাতারের বেড়া‌ । প্রায় ২০০ বছরের অধিক সময় ধরে হয়ে আসছে এই পুজো, যা যশাইতলার পুজো নামে পরিচিত। ভারতীয় ভূখণ্ডে কাঁটাতারের ওপারে ভারত বাংলাদেশের সীমানার একদম জিরো পয়েন্টে একটি বেল গাছের গোড়ায় এই পুজো হয়ে আসছে বছরের পর বছর ধরে। পুজোর পুরোহিত জানান, এই পুজোয় থাকেনা কোন মুর্তি, একটি ঘটের উপর আয়না রেখে যশোমতী মাকে কল্পনা করে করা হয় পুজো। এক সময় বাংলাদেশ থেকে তার ঠাকুরদা পুজো করতেন পরে তার বাবা বর্তমানে তিনি পুজো করে আসছেন।

আরও পড়ুন: কোথায় আছড়ে পড়বে ঘূর্ণিঝড় রিমল, ঝড়ের গতিবেগ কত হতে পারে? রিমল নিয়ে বড় আপডেট

ভাটুপাড়ার কাঁটাতারের বেড়ার ৬৯ নম্বর গেটের ১২৬ নং পিলার সংলগ্ন স্থানে হয়ে আসছে এই পুজো। এই পুজোকে জাগ্রত বলে মনে করেন এলাকার মানুষ। যদি গ্রামের কোন ব্যক্তি মারা যান তাহলে পরের মাসের এই নির্দিষ্ট তিথিতে এই পুজোর আয়োজন করা হয়। মানত করেন অনেকেই, মনস্কামনা পূর্ণ হলে গোপাল ঠাকুর সহযোগে পুজো করেন তারা। কথিত আছে সঠিক সময়ে বৃষ্টির আশায় স্থানীয় মানুষজন এই পুজো শুরু করেছিলেন। অনেক আগের কথা তখন দেশ ভাগ হয়নি।

আরও পড়ুন: রিমল-আতঙ্ক! ঘূর্ণিঝড় আসার আগে মাছ ধরা নৌকাগুলি চলে এল খাঁড়িতে, বন্ধ কাজ

কথিত আছে এই পুজোর পরে বৃষ্টি শুরু হয়ে যেত। রীতি মেনে এই পুজোর দিন গ্রামের সকল মানুষ কর্মবিরতি পালন করেন এমনকি কোন পরিবার বাড়িতে আগুন জ্বালান না। পুজোকে ঘিরে এলাকাবাসীর মধ্যে উন্মাদনা তৈরি হয়। কাঁটাতারের সীমান্তের ওপারে এই পুজো হওয়ায় বিএসএফের পক্ষ থেকে আরও ছোট করা হয়নি নিরাপত্তা। স্থানীয়রা জানান আগে কাঁটাতারের বেড়া ছিল না, ফলে প্রতিদিন এখানে আসতো এলাকার মানুষ। বর্তমানে কাঁটাতারের বেড়া হয়ে গেলেও বছরের একটি দিনই পুজোর আনন্দে মাতেন সকলে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

Mainak Debnath