ইন্ডিগো ফ্লাইটে বিমানসেবিকা হেসে গড়িয়ে পড়লেন ,পুরোটা জানতে ভিডিওটি দেখুন

বিগত দু তিন মাস ধরে অনেকগুলো বিমান সংক্রান্ত ভিডিও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের সামনে এসেছে। কখনও বিমান যাত্রীদের দুর্ব্যবহার সামনে এসেছে আবার কখনও বেশ কিছু মজাদার ভিডিও আমাদের মন জয় করে নিয়েছে। কিছু ক্ষেত্রে দেখা গেছে বিমান চলাকালীন এমন অনেক যাত্রী আছেন যারা বিমান সেবিকা এবং ক্রু সদস্যদের বিভিন্নভাবে বিরক্ত করার চেষ্টা করেছে এবং মাঝ আকাশে অনেক ঝামেলার সম্মুখীন হতে হয়েছে অন্যান্য যাত্রী এবং ক্রু মেম্বারদের।
সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গাছে ইন্ডিগো ফ্লাইটে একটি আইলের সিটে বসে থাকা একজন যাত্রী বিমানসেবিকা কে জানলা খোলার জন্য অনুরোধ জানান। কিন্তু এর পিছনের কারণ জানতে পেরে বিমানসেবিকা হেসেই গড়িয়ে পড়লেন। ভিডিওটি এখানে দেখুন –

বিমান চলাকালীন বিমান যাত্রীর এমন অনুরোধের কারণ ছিল তার গুটকা বাইরে থু করে ফেলা। গোবিন্দ শর্মা নামে একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী এই ভিডিওটি ইনস্টাগ্রামে আপলোড করার পর ভাইরাল হয়ে যায়। ইডিওটি পোস্ট ক্যাপশনে তিনি লোকেদের “তাদের গুটকা প্রেমিক বন্ধুকে ট্যাগ করতে” বলেছেন। ”
ভিডিওটি ভাইরাল হওয়ার পর ১,৪৬৮,১৯৫ লাইকস অর্জন করেছে।
এরকম ঘটনা আগেও ঘটেছে বলে জানা গেছে। একজন মহিলা যাত্রী অভিযোগ করেছিলেন যে ২৬ শে নভেম্বর এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে একজন বিজনেস-ক্লাস ফ্লায়ার তার উপর প্রস্রাব করেছিল। জানা গেছে , লোকটি মদ্যপ অবস্থায় ছিল এবং যাত্রীরা তাকে সরে যেতে না বলা পর্যন্ত তার গোপনাঙ্গ উন্মুক্ত করে রেখেছিল। ওই মহিলা যাত্রীকে লোকটির সিটে বসতে বাধ্য করা হয়েছিল লোকটির প্রস্রাবে যে সিটটি ভিজে গেছিল। এয়ারলাইন ক্রু তাকে একটি নতুন সেট জামাকাপড় এবং ডিসপোজেবল স্লিপার দিয়ে সাহায্য করেছিলেন।
এমন জঘন্য ঘটনার পরেও লোকটির বিরুদ্ধে কোন পদক্ষেপ নেওয়া হয়নি। তাই এই ঘটনার শিকার ওই ভদ্রমহিলা একজন প্রবীণ নাগরিক ছিলেন। তিনি এয়ার ইন্ডিয়া গ্রুপের চেয়ারম্যান এন চন্দ্রশেকারনকে একটি চিঠি লিখে বিষয়টি খতিয়ে দেখার জন্য অনুরোধ জানিয়েছিলেন। বিশদে এই ঘটনাটি খতিয়ে দেখতে অভ্যন্তরীণ কমিটি গঠন করা হয়েছিল এবং ৩০ দিনের জন্য ওই অভিযুক্ত ব্যক্তির ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছিল। পরবর্তী ব্যবস্থার জন্য মামলাটি ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশনে (ডিজিসিএ) পাঠানো হয়।