Indo-Bangladesh Border-BSF: লুকিয়ে ভারতে ঢুকে পড়ে যুবক! তাড়া করতেই চোখ কপালে বিএসএফের! পুটলিতে এসব কী? চমকে যাবেন

দক্ষিণ দিনাজপুর : সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে কয়েক লক্ষ টাকা মূল্যের সোনার বিস্কুট পাচার করার সময় এক পাচারকারীকে আটক করল বি এস এফ। ধৃত পাচারকারীর নাম জিন্নাত আলি মন্ডল।দক্ষিণ দিনাজপুর জেলার তিনদিক ভারত-বাংলাদেশ সীমান্ত থাকায় কখনও নিষিদ্ধ কাফ সিরাপ পাচারের পাশাপাশি কখনও সীমান্তে উদ্ধার হয়েছে সাপের বিষ। আবার কখনও সোনার বিস্কুট।

এদিন বিকেলে দক্ষিণ দিনাজপুর জেলার হিলির হাঁড়িপুকুর ভারত-বাংলাদেশ সীমান্তে উদ্ধার হয় বিপুল সোনার বিস্কুট। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, ৬১ নম্বর ব্যাটেলিয়ান বিএস‌এফ জওয়ানরা দক্ষিণদিনাজপুর জেলার হিলি ব্লকের হাঁড়িপুকুর এলাকার উন্মুক্ত সীমান্তে নজরদারি চালানোর সময় ওই যুবককে অবৈধ ভাবে ভারতে প্রবেশ করার সময় তাড়া করে পাকড়াও করে।

আরও পড়ুন: থাইরয়েডে কষ্ট পাচ্ছেন? এই ছয় ঘরোয়া উপাদানেই দূর হবে সমস্যা! জানুন কী করতে হবে

জিজ্ঞাসাবাদ চলাকালীন ওই পাচারকারীর কোমরে পেচানো অবস্থায় প্রায় ৭৬ লক্ষ টাকা মুল্যের নটি সোনার বিস্কুট উদ্ধার করা হয়। এরপরেই তাঁকে আরও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। এরপর তাঁকে হিলি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হবে বলে সুত্র মারফৎ জানা গিয়েছে।

সুস্মিতা গোস্বামী