Tag Archives: indo bangladesh border

Bangladeshi child reunites after 3 years: তিন বছর পরে ধরে ভারতে আটকে বাংলাদেশি শিশু, অবশেষে ফিরল দেশে

সালটা ২০২১, দুর্ঘটনাবশত ভারতে ঢুকে পড়েছিল এক শিশু, তার পর টানা তিন বছর আটকে ছিল ভারতে। অবশেষে অসমের দক্ষিণ সালমারা মানকাচর জেলার প্রশাসনের সাহায্যে দেশে ফিরল সেই শিশু। তিন বছর আগে মানকাচর এলাকার সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পরে সেই শিশু। তার পরে তাকে আটক করে অসমের বোকো চাইল্ড প্রোটেকশন সেলের কাছে রাখা হয়।

আরও খবর: মাত্র এক রানের জন্য ঝামেলায় জড়ালেন গৌতম গম্ভীর, পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচের ভিডিও ভাইরাল

ভারতে প্রবেশের পরে ২০২১ সালে ভারতে প্রবেশ করার পরে শিশুটিকে আটক করে মানকাচর পুলিশ। তার পর সেই থানা ৮৯২/২০২১ কেস নম্বর দিয়ে  মামলা রুজু করে। তার পরে অসমের বোকো চায়েল্ড প্রোটেকশন সেলের তত্ত্বাবধানে রাখা হয়। তার পর দক্ষিণ সালমারা মানিকচর জেলার লিগাল সার্ভিস অথারিটির সাহায্য়ে শিশুটিকে ফিরিয়ে দেওয়া হয়।

আরও খবর: রোদের মধ্যে বেরোতে হচ্ছে, মাথায় পরতে পারেন এসি হেলমেট, কোথায় পাওয়া যাবে?

শুক্রবার অসম পুলিশ এবং মেঘালয় পুলিশের সাহায্য়ে শিশুটিকে বাংলাদেশের বর্ডার গার্ড অফ পুলিশের (বিজিবি) হাতে তুলে দেওয়া হয়। তিন বছর পরে আইনি জটিলতা পেরিয়ে শিশুটিকে ফিরে পেয়ে খুশি পরিবার। তারা পুলিশ, লিগাল সার্ভিস অথারিটি এবং বিএসএফের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Eid Celebration: কাঁটাতারের দু’ দিকে হাসিমুখ, ইদের আনন্দে শামিল দুই বাংলার মানুষ

আজ পবিত্র ইদের দিন, আর এই দিনে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে অর্থাৎ জলঙ্গী পদ্মাপাড়ে হাজার হাজার মানুষের ভীড়।
আজ পবিত্র ইদের দিন, আর এই দিনে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে অর্থাৎ জলঙ্গী পদ্মাপাড়ে হাজার হাজার মানুষের ভীড়।
প্রতিবছর পবিত্র মাহে রমজান মাসে টানা ৩০ দিন রোজা রাখার পর, ইদের নামাজ আদায় করে। ইদের সারাদিন ব্যস্ত থাকে আনন্দ উল্লাসে। ছোট বড় নারী পুরুষ সকলকে দেখা যায় জলঙ্গির পদ্মা নদীর ধারে।
প্রতিবছর পবিত্র মাহে রমজান মাসে টানা ৩০ দিন রোজা রাখার পর, ইদের নামাজ আদায় করে। ইদের সারাদিন ব্যস্ত থাকে আনন্দ উল্লাসে। ছোট বড় নারী পুরুষ সকলকে দেখা যায় জলঙ্গির পদ্মা নদীর ধারে।
বিভিন্ন জায়গা আগত দর্শনাথী থেকে এলাকার বাসিন্দারা সবাই এই নদীর ধারে এসে এই দিনটিকে উপভোগ করার জন্য ছুটে আসে জলঙ্গির এই সীমান্তে।
বিভিন্ন জায়গা আগত দর্শনাথী থেকে এলাকার বাসিন্দারা সবাই এই নদীর ধারে এসে এই দিনটিকে উপভোগ করার জন্য ছুটে আসে জলঙ্গির এই সীমান্তে।
এখানে এসে সকলে যেমন বাংলাদেশকে কাছে থেকে দেখার সুযোগ হয়ে ওঠে, তার সঙ্গে সঙ্গে বাংলাদেশের মানুষকেও দেখে হাত নাড়াতে দেখা যায় সকলকে।
এখানে এসে সকলে যেমন বাংলাদেশকে কাছে থেকে দেখার সুযোগ হয়ে ওঠে, তার সঙ্গে সঙ্গে বাংলাদেশের মানুষকেও দেখে হাত নাড়াতে দেখা যায় সকলকে।
তবে বাংলাদেশ ও ভারতের সীমান্তে দাঁড়িয়ে হাত নাড়িয়ে ইশারায় কথাও বলতে দেখা যায় দুই দেশের মানুষকে।শুধু কি তাই, ঠিক এখানে এসে মানুষ নৌকায় চেপে নদী হয়ে বাংলাদেশের সীমান্তে ঘুরে বেড়ানোর অপূর্ব দৃশ্য দেখা যায় সীমান্তবর্তী এলাকাতে।
তবে বাংলাদেশ ও ভারতের সীমান্তে দাঁড়িয়ে হাত নাড়িয়ে ইশারায় কথাও বলতে দেখা যায় দুই দেশের মানুষকে।শুধু কি তাই, ঠিক এখানে এসে মানুষ নৌকায় চেপে নদী হয়ে বাংলাদেশের সীমান্তে ঘুরে বেড়ানোর অপূর্ব দৃশ্য দেখা যায় সীমান্তবর্তী এলাকাতে।
সীমান্তবর্তী এলাকায় মোতায়েন থাকে বিএসএফ ও রাজ্যে পুলিশ। কাঁটাতার কে পেরিয়ে সকল মানুষ একদিনের জন্য দুই দেশের মধ্যে সৌভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়। তবে দুই দেশের মধ্যে দুরত্ব থাকে কয়েকশো মিটার।
সীমান্তবর্তী এলাকায় মোতায়েন থাকে বিএসএফ ও রাজ্যে পুলিশ। কাঁটাতার কে পেরিয়ে সকল মানুষ একদিনের জন্য দুই দেশের মধ্যে সৌভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়। তবে দুই দেশের মধ্যে দুরত্ব থাকে কয়েকশো মিটার।
ইদের এই একটা দিনে দুই দেশের মানুষ কাছে না আসতে পারলেও দুর থেকেই চলে হাতের ইশারায় আদান প্রদান। এক ঝলক দেখতে পেয়ে খুশি হন সকলেই।
ইদের এই একটা দিনে দুই দেশের মানুষ কাছে না আসতে পারলেও দুর থেকেই চলে হাতের ইশারায় আদান প্রদান। এক ঝলক দেখতে পেয়ে খুশি হন সকলেই।