ইন্ডাস্ট্রিয়াল পার্ক

Alipurduar News: আর পরি‌যায়ী শ্রমিক হতে হবেনা! জেলাতেই তৈরি হচ্ছে শিল্প পার্ক! আশার আলো স্থানীয়দের

আলিপুরদুয়ার:পরিযায়ী শ্রমিক হয়ে ভিন রাজ্যে বা প্রতিবেশী রাষ্ট্রে ছুটে যেতে হবে না কাজের খোঁজে। ভারত-ভুটান সীমান্তবর্তী এলাকায় তৈরি হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল পার্ক। ইতিমধ্যে শিল্পপতিরা জয়গাঁ এলাকায় এসে দেখে যাচ্ছেন জমি। হাসিমারা থেকে জয়গাঁ শহরের দূরত্ব ২০ কিলোমিটার।তবে জয়গাঁ শিল্প তালুক যেতে শহরের রাস্তা ধরতে হবে না। হাসিমারা থেকে এর দূরত্ব হবে ১৪ কিলোমিটার।

জয়গাঁ এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় এই শিল্প তালুক। ২০২২ থেকে শুরু হয়েছে শিল্প তালুকের কাজ। এই শিল্প তালুকটি পশ্চিমবঙ্গ ক্ষুদ্র শিল্প উন্নয়ন নিগমের তরফে তৈরি করা হচ্ছে। ৩৭ একর জমির ওপর তৈরি হচ্ছে শিল্প তালুকটি। এই শিল্প তালুকের চারপাশের সীমানা প্রাচীর দেওয়ার কাজ শেষ। ৩৬ টি প্লট বের করা হয়েছে, যেখানে তৈরি হবে কারখানা।

আরও পড়ুন: হাতি সাফারির অনবদ্য জায়গা! পুজোয় কোদালবস্তি রাখুন প্ল্যানে, রিসর্টে বসেই বন্যপ্রাণ দেখুন

বর্তমানে ইলেকট্রিফিকেশনের কাজ চলছে। জল সরবরাহর জন্য ট্যাংকি বসানো হবে। সেই কাজটি বাকি। শিল্প তালুকে জমি নেওয়ার আহ্বান সরকারের তরফে জানানো হয়েছে শিল্পপতিদের। ১০ জন জমি নিয়েছেন বলে জানালেন জয়গাঁ ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

Annanya Dey