জল প্রকল্প রূপায়নে একধাপ এগিয়ে গেল পাঁশকুড়ায়

East Medinipur News: পূরণ হবে পাঁশকুড়াবাসীর দীর্ঘদিনের স্বপ্ন দারুন উদ্যোগ পৌরসভার

পাঁশকুড়া : অবশেষে দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে পাঁশকুড়া শহরের বাসিন্দাদের। পাঁশকুড়া পৌর নাগরিকদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল পরিশ্রুতপানীয় জলের। অবশেষে সেই স্বপ্ন পূরণ আরও এক ধাপ এগিয়ে গেল। পাঁশকুড়া পৌরবাসীদের দীর্ঘদিনের স্বপ্ন অম্রুত ২ জল প্রকল্প রূপায়নের পথে। পাঁশকুড়া পৌরবাসীর দীর্ঘদিনের সমস্যা পানীয় জলের। বিভিন্ন ওয়ার্ডে পানীয় জলের সমস্যা গ্রীষ্মকালে আরও প্রকট হয়। তাই শহরবাসীকে পরিশ্রুতপানীয় জল পৌঁছে দিতে অম্রুত ২ প্রকল্প রূপায়ণের সিদ্ধান্ত নেওয়া হয়।

পানীয় জল বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার জন্য প্রাথমিক পর্যায়ে উত্তর মেচগ্রাম মৌজায় ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট গড়ার লক্ষ্যে প্রায় তিন একরে জমির কাগজ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হল। প্রায় ৮ কোটি টাকায় এই ওয়াটার ট্রিটমেন্ট প্রকল্প গড়ে উঠছে। এই ওয়াটারট্রিটমেন্ট প্রকল্পের থেকেই পাঁশকুড়া পৌর এলাকায় ঘর ঘর পৌঁছে যাবে পরিশ্রুত পানীয় জল। প্রসঙ্গত পাঁশকুড়া পৌরসভার গঠনের পর থেকেই অন্যান্য সমস্যার পাশাপাশি পানীয় জলের সমস্যা। এবার সেই সমস্যা দূর হতে চলেছে। অম্রুত ২ প্রকল্পের মাধ্যমে ভূবর-বস্তের জল নয়, নদীর জলকে পরিশ্রুত করার পর বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে।

আরও পড়ুন : মাছের সঙ্গে একই পুকুরে কাঁকড়া চাষ করে নজির বধূর, রফতানি হচ্ছে বিদেশেও

পাঁশকুড়া পৌর এলাকায় ভূগর্ভস্থ জল স্তর নেমে যাওয়ায় পানীয় জলের সমস্যা সৃষ্টি হয়। তারপর থেকেই এই প্রকল্প রূপায়নে তোড়জোড় শুরু করে পৌর প্রশাসন। এ বিষয়ে পাঁশকুড়ার চেয়ারপারসন নন্দকুমার মিশ্র জানান, পৌর প্রশাসন পৌর নাগরিকদের বাড়ি বাড়ি পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়ায় অঙ্গীকার বদ্ধ। পাঁশকুড়ায় ভূগর্ভস্থ জলস্তর নেমে যাওয়ায় বাড়ি বাড়ি পরিশ্রুত পানীয় জল পৌঁছে দিতে সমস্যা সৃষ্টি হয়েছে। অম্রুত ২ প্রকল্পের মাধ্যমে রূপনারায়ণ নদের জল পরিশ্রুত করে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া যাবে। সেই প্রকল্প রূপায়নের জন্য জমি হস্তান্তর হল।’

এই জমি হস্তান্তর প্রক্রিয়ার মধ্য দিয়ে পাঁশকুড়া পৌর এলাকার নাগরিকেরা খুব খুশি। বাড়ি বাড়ি পরিশ্রুতপানীয় জল পৌঁছানোর ক্ষেত্রে তারা ভীষণ আশাবাদী।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

এর ফলে নাগরিকদের বিভিন্ন সমস্যার সমাধান হবে বলে আশা করছেন স্থানীয়রা।

সৈকত শী