কলেজ পড়ুয়াদের হস্তশিল্প মেলা

East Bardhaman News: পড়ুয়াদের কথা ভেবে অভিনব উদ্যোগ নেওয়া হল এই কলেজের তরফে 

পূর্ব বর্ধমান: কেউ মাটির বাসনে ফুটিয়ে তুলেছেন রঙিন নকশা। কেউ আবার বাতিল নানা সরঞ্জাম দিয়ে তৈরি করেছেন নজরকাড়া শো পিস। পড়ুয়াদের সৃজনশীল কার্যকলাপ তুলে ধরতে এক অভিনব উদ্যোগ কাটোয়া কলেজের। পড়াশোনার পাশাপাশি এহেন কার্যকলাপে খুশি পড়ুয়া থেকে সাধারণ মানুষ সকলেই।পূর্ব বর্ধমান জেলার একটি অন্যতম কলেজ হল কাটোয়া মহাবিদ্যালয়। দীর্ঘদিন ধরে পূর্ব বর্ধমান কাটোয়া মহকুমা ও পার্শ্ববর্তী এলাকার পড়ুয়াদের শিক্ষা দানে ব্রতী। আর এইবার কাটোয়া কলেজের তরফে নেওয়া হলএক অভিনব উদ্যোগ।

কলেজের ভিতরেই আয়োজন করা হলপড়ুয়াদের তৈরি নানা সৃজনশীল জিনিস দিয়ে হস্তশিল্প প্রদর্শনী ও মেলা।কাটোয়া কলেজ সাংস্কৃতিক বিভাগ ও জাতীয় সেবা প্রকল্পের যৌথ উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়েছে। কাটোয়া কলেজে আয়োজিত এই হস্তশিল্প প্রদর্শনী ও মেলার সূচনা করেন কাটোয়া বিধানসভার বিধায়ক তথা কাটোয়া কলেজ পরিচালন সমিতির সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। এই দিনের এই প্রদর্শনী ও মেলাতে কাটোয়া কলেজের পড়ুয়ারা নিজেদের হাতের তৈরি বিভিন্ন সরঞ্জাম পসরা সাজিয়ে বসেছিল। যার মধ্যে ছিল পাটের তৈরি বিভিন্ন শোপিস, রং করা মাটির বাসনপত্র, তামার তারের তৈরি বিভিন্ন ঘর সাজানোর সামগ্রী থেকে শুরু করে একাধিক নজর কারা জিনিস। কলেজের পড়ুয়াদের ভিতরের সৃজনশীলতা তুলে ধরতে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই। কাটোয়া কলেজে আয়োজিত এই উদ্যোগ প্রসঙ্গে মেলার উদ্বোধক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, “অনেক প্রতিভা আছে , কিন্তু সেই প্রতিভা প্রকাশের কোনও জায়গা থাকেনা। কিন্ত এখানে সেই সুযোগ করে দেওয়া হচ্ছে। কলেজের এই উদ্যোগ সত্যিই অভিনব।”

আরও পড়ুন : গিটারের সুরেই প্রাণের আরাম পুলিশ কনস্টেবলের! নামমাত্র পারিশ্রমিকে প্রশিক্ষণ দুঃস্থ পরিবারের শিশুদের

মেলায় পসরা সাজিয়ে বসা ছাত্রীরা কোনওরকম প্রথাগত প্রশিক্ষণ ছাড়াই সম্পূর্ণ নিজ উদ্যোগে এই সকল জিনিসপত্র তৈরি করেছে। বাড়িতে ফেলে দেওয়া বিভিন্ন জিনিসপত্র দিয়ে পড়ুয়ারা তৈরি করেছে বিভিন্ন শোপিস গয়না প্রভৃতি। বৃহস্পতিবার শুরু হওয়া এই মেলায় বিক্রিবাটা চলে সারাদিন। এই প্রসঙ্গে কাটোয়া কলেজের ইংরেজি বিভাগের চতুর্থ সেমিস্টারের এক পড়ুয়া জানায়, “এখানে যা কিছু দেখতে পাচ্ছেন সমস্তটাই মূলত রিসাইকেলিং প্রোডাক্ট। বিভিন্ন ফেলে দেওয়া জিনিসপত্র যেমন, টেলারে যে বাতিল কাপড়, বিভিন্ন ভেঙে যাওয়া জিনিসপত্র ইত্যাদি দিয়েই আমরা এগুলো তৈরি করেছি।”

আরও পড়ুন : স্বপ্ন হয়নি সত্যি! অগত্যা রাস্তায় খাবার বিক্রি করে হয়েছেন জনপ্রিয়

প্রসঙ্গত এই প্রদর্শনী ও মেলাতে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীকে অ্যাড অন কোর্স নামে ৩০ দিনের একটি প্রশিক্ষণ দেওয়া হবে বলেও জানা গিয়েছে। যার মাধ্যমে তারা আগামীতে আরও দক্ষতার সঙ্গেএই সকল কাজ করতে পারবে। সবমিলিয়ে কাটোয়া কলেজের এই আয়োজনে খুশি পড়ুয়া, অধ্যাপক অধ্যাপিকা থেকে শুরু করে স্থানীয় মানুষ, সকলেই।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

এই দিনের এই কর্মকাণ্ডে পড়ুয়াদের পাশাপাশি উপস্থিত ছিলেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, কাটোয়া কলেজের অধ্যক্ষ ডক্টর নির্মলেন্দু সরকার সহ বিভিন্ন বিভাগের বিভাগীয় অধ্যাপক অধ্যাপিকা গন।

বনোয়ারীলাল চৌধুরী