লাইফস্টাইল Toilet interesting facts: কিছু কিছু টয়লেটের বাইরে লেখা থাকে WC… জানেন এই WC-এর অর্থ কী? Gallery October 13, 2024 Bangla Digital Desk যে কোনও শপিং মল, সিনেমা হলেই শৌচালয় থাকে। কোথাও কোথাও পুরুষ এবং মহিলার শৌচালয় আলাদা থাকে। টয়লেট, রেস্ট রুম বা বাথরুমের বাইরে লেখা থাকে WC। খুব ভাল করে দেখলে দেখা যাবে শৌচালয়ের বাইরে ‘টয়লেট’ শব্দটির উল্লেখ ছাড়াও বা পুরুষ না মহিলাদের টয়লেট সেটির চিহ্ন উল্লেখ থাকে। সেই সঙ্গে থাকে WC লেখাও। জানেন কি এই WC শব্দের অর্থ কি?বাথরুম শব্দের অনেক নাম রয়েছে। সেরকমই WC-ও বাথরুমেরই একটি নাম। এই WC শব্দের অর্থ ওয়াটার ক্লোজসেট। অর্থাৎ এমন টয়লেট যেখানে জলের ব্যবস্থা রয়েছে। আগেকার দিনে বাথরুমকে ওয়াটার ক্লোজসেট বলা হত। পরে বাথরুমকে নানা নামে ডাকা হয়। যার মধ্যে একটি হল ওয়াটার ক্লোজসেট।