IPL 2021 RCB vs CSK : দুর্দান্ত ডেথ বোলিং চেন্নাইয়ের, ফিকে কোহলি, দেবদত্তর দুর্দান্ত ব্যাটিং

আরসিবি – ১৫৬/৬

#শারজা:  শেষ কয়েক মাস ধরে শুধু সমালোচনা সহ্য করতে হয়েছিল। আইপিএল হোক বা টেস্ট ক্রিকেট, ব্যক্তিগত ফর্মের বিচারে একেবারেই নিজের চেনা ছন্দে ছিলেন না বিরাট কোহলি। কথায় বলা হয় ক্রিকেটে একটা দল ততটাই ভাল, যতটা তাঁদের অধিনায়ক। কিন্তু বিরাট কোহলির ব্যক্তিগত খারাপ ফর্ম প্রশ্ন তুলেছিল ভারত অধিনায়কের ফর্ম নিয়ে। আইপিএল যে টি টোয়েন্টি বিশ্বকাপের অ্যাসিড টেস্ট, সেটা দিনের আলোর মত পরিষ্কার। বিরাট কোহলি নিজেও সেটা জানেন।

নাইট রাইডার্স এর বিরুদ্ধে প্রথম ম্যাচে ৯২ রানে গুটিয়ে গিয়েছিল আরসিবি ইনিংস। এই জায়গা থেকে ভাল কিছু করতে গেলে পারফরম্যান্স গ্রাফে উন্নতি করতেই হত। তা ছাড়া উপায় ছিল না। শুক্রবার সেটাই করলেন বিরাট কোহলি এবং তার দলের বাকিরা। ওপেন করতে নেমে বিরাট এবং দেবদত্ত পাড়িক্কাল দুর্দান্ত পার্টনারশিপ গড়লেন।

দীপক চাহার, শার্দুল ঠাকুর, রবীন্দ্র জাদেজাদের বিরুদ্ধে দুজন মিলে যথেচ্ছ রান করলেন। যদিও আবুধাবি এবং দুবাইয়ের মাঠ থেকে শারজা অনেক ছোট, রান বেশি ওঠা স্বাভাবিক, তাতে অবশ্য কৃতিত্ব কমে যায় না কোহলিদের। রান করতে গেলে সব ধরনের উইকেটে যোগ্যতা লাগে। দেখার মত ছিল বিরাটদের সিঙ্গল এবং ডবল নেওয়ার প্রক্রিয়া। ৩৫ বলে অর্ধশতরানে পৌঁছে গেলেন দেবদত্ত।

এদিন কিছু দেখার মত শট খেলতে দেখা গেল এই বাঁহাতি ব্যাটসম্যানকে। এই নিয়ে আইপিএলে তাঁর ষষ্ঠ অর্ধশতরান হল। অন্যদিকে বিরাট কোহলি চেষ্টা করে গেলেন যত বেশি ওভার খেলা যায়। আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে তিনি ওপেন করবেন রোহিত শর্মার সঙ্গে। শেষ পর্যন্ত পৌঁছে গেলেন অর্ধশতরানে। এই ইনিংস বিরাটের আত্মবিশ্বাস বাড়াবে সন্দেহ নেই। শেষ পর্যন্ত ব্রাভোর বলে মারতে গিয়ে জাদেজার হাতে ধরা পড়লেন ৫৩ করে। ওপেনিং পার্টনারশিপ উঠল ১১১ রান।

এরপর এলেন এ বি ডি ভিলিয়ার্স। অন্যদিকে দেবদত্ত নিজের স্বাভাবিক আক্রমনাত্মক ব্যাটিং চালিয়ে গেলেন। দেখে বোঝাই যাচ্ছে আরসিবি- কে প্রথম আইপিএল ট্রফি দেওয়ার জন্য মুখিয়ে রয়েছেন বেঙ্গালুরুর যুবক। অন্যদিকে ডি ভিলিয়ার্স টাইমিং করতে পারছিলেন না। শার্দুল ঠাকুরের বলে ছক্কা হাঁকিয়েও একই ওভারে ক্যাচ দিয়ে ফিরে গেলেন। দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি করলেন ১২ রান। পরের বলেই ফিরে গেলেন দেবদত্ত (৭০)। এলেন ম্যাক্সওয়েল এবং নতুন তারকা টিম ডেভিড। কিন্তু তিনি ফিরে গেলেন এক রান করে। শেষদিকে রান তোলার গতি কমে গেল আরসিবি – র। ম্যাক্সওয়েল ফিরে গেলেন ১১ করে। ডেথ ওভারে ব্রাভো এবং দীপক চাহার দুর্দান্ত বল করলেন চেন্নাইর হয়ে।