Tag Archives: RCB vs CSK

RCB vs CSK: কোহলি-ডুপ্লেসির কোন চাল কাঁদাল ধোনিকে? জানা গেল আরসিবির প্লেঅফে ওঠার আসল কারণ

ডু অর ডাই ম্যাচে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে প্লেঅফে পৌছে গিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ম্যাচে প্রথমে ব্যাট করে ২১৮ রান করে আরসিবি। কোয়ালিফিকেশনের জন্য সিএসকের করতে হত ২০০ রান। ১৯১ রানে ৭ উইকেটে থামে চেন্নাই।
ডু অর ডাই ম্যাচে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে প্লেঅফে পৌছে গিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ম্যাচে প্রথমে ব্যাট করে ২১৮ রান করে আরসিবি। কোয়ালিফিকেশনের জন্য সিএসকের করতে হত ২০০ রান। ১৯১ রানে ৭ উইকেটে থামে চেন্নাই।
২৭ রানে ম্যাচ জিতে প্লেঅফের টিকিট পাকা করে আরসিবি। একসঙ্গে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থা থেকে টানা ৬ ম্যাচ জিতে কার্যত অসাধ্য সাধন করল বিরাট কোহলি, ফাফ ডুপ্লেসি, গ্লেন ম্যাক্সওয়েলরা।
২৭ রানে ম্যাচ জিতে প্লেঅফের টিকিট পাকা করে আরসিবি। একসঙ্গে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থা থেকে টানা ৬ ম্যাচ জিতে কার্যত অসাধ্য সাধন করল বিরাট কোহলি, ফাফ ডুপ্লেসি, গ্লেন ম্যাক্সওয়েলরা।
আরসিবির এই দুরন্ত জয়ের ম্যাচের কোন জায়গা টার্নিং পয়েন্ট হয়েছে তা নিয়ে চলছে নানা আলোচনা। গ্লেন ম্যাক্সওয়েলের করা ১৩তম ওভারে শিবম দুবের পরপর দুটি ক্যাচ ফেলে আরসিবি। কিন্তু একই ওভারের শেষ বলে দুবে ও রাচিন রবীন্দ্রর ভুল বোঝাবুঝিতে রান আউট হন রাচিন রবীন্দ্র।
আরসিবির এই দুরন্ত জয়ের ম্যাচের কোন জায়গা টার্নিং পয়েন্ট হয়েছে তা নিয়ে চলছে নানা আলোচনা। গ্লেন ম্যাক্সওয়েলের করা ১৩তম ওভারে শিবম দুবের পরপর দুটি ক্যাচ ফেলে আরসিবি। কিন্তু একই ওভারের শেষ বলে দুবে ও রাচিন রবীন্দ্রর ভুল বোঝাবুঝিতে রান আউট হন রাচিন রবীন্দ্র।
ক্রিকেট বিশেষজ্ঞদের মতে এটাই ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে ওঠে। কারণ রাচিন রবীন্দ্র দারুণ ব্যাটিং করেছিলেন। ঝোড়ো ইনিংস খেলার পাশাপাশি চেন্নাইকে জয়ের দিকে নিয়ে যাচ্ছিল। কিন্তু রান আউট হওয়ায় ৩৭ বলে ৬১ করে রানআউট হন তিনি। সেখান থেকেই ঘুড়ে যায় ম্যাচ।
ক্রিকেট বিশেষজ্ঞদের মতে এটাই ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে ওঠে। কারণ রাচিন রবীন্দ্র দারুণ ব্যাটিং করেছিলেন। ঝোড়ো ইনিংস খেলার পাশাপাশি চেন্নাইকে জয়ের দিকে নিয়ে যাচ্ছিল। কিন্তু রান আউট হওয়ায় ৩৭ বলে ৬১ করে রানআউট হন তিনি। সেখান থেকেই ঘুড়ে যায় ম্যাচ।
এছাড়া চেন্নাইয়ের পক্ষে প্রথম বড় ধাক্কা ছিল প্রথম ওভারে অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় ম্যাক্সওয়েলের প্রথম ওভারের প্রথম বলেই শূন্য রানে আউট হয়ে যাওয়া।  তাছাড়া শেষ ওভারে যশ দয়ালের বোলিংয়ের প্রশংসা করতেই হবে।
এছাড়া চেন্নাইয়ের পক্ষে প্রথম বড় ধাক্কা ছিল প্রথম ওভারে অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় ম্যাক্সওয়েলের প্রথম ওভারের প্রথম বলেই শূন্য রানে আউট হয়ে যাওয়া। তাছাড়া শেষ ওভারে যশ দয়ালের বোলিংয়ের প্রশংসা করতেই হবে।
আরসিবি-র হয়ে বিরাট কোহলি ২৯ বলে ৪ ছক্কা ও ৩টি চারের সাহায্যে ৪৭ রান করেন, অধিনায়ক ফাফ ডু প্লেসিস ৩৯ বলে ৩ ছক্কা ও ৩ টি চার মেরে ৫৪ রান করেন। পরে রজত পতিদারের ২৩ বলে ২ চার ও ৪ ছক্কার সৌজন্যে ৪১ রান, ক্যামেরন গ্রিনের ১৭ বলে ৩ ছক্কা ও ৩টি চারের সাহায্যে ৩৮ রান করে। আরসিবির জয়ে বড় ভূমিকা নেয়।
আরসিবি-র হয়ে বিরাট কোহলি ২৯ বলে ৪ ছক্কা ও ৩টি চারের সাহায্যে ৪৭ রান করেন, অধিনায়ক ফাফ ডু প্লেসিস ৩৯ বলে ৩ ছক্কা ও ৩ টি চার মেরে ৫৪ রান করেন। পরে রজত পতিদারের ২৩ বলে ২ চার ও ৪ ছক্কার সৌজন্যে ৪১ রান, ক্যামেরন গ্রিনের ১৭ বলে ৩ ছক্কা ও ৩টি চারের সাহায্যে ৩৮ রান করে। আরসিবির জয়ে বড় ভূমিকা নেয়।

IPL Playoffs Scenario: আইপিএল ২০২৪ প্লেঅফে জায়গা বাকি একটি, লড়াইয়ে ৪ দল, শনিতে ভাগ্য নির্ধারণ

শেষ ল্যাপে চলে এসেছে আইপিএল ২০২৪-এর লিগ পর্বের খেলা। কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস আগেই প্লেঅফের টিকিট পাকা করে ফেলেছিল। অপেক্ষা ছিল বাকি কোন দুই দল পৌছবে শেষ চারে।
শেষ ল্যাপে চলে এসেছে আইপিএল ২০২৪-এর লিগ পর্বের খেলা। কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস আগেই প্লেঅফের টিকিট পাকা করে ফেলেছিল। অপেক্ষা ছিল বাকি কোন দুই দল পৌছবে শেষ চারে।
বৃহস্পতিবার আইপিএলে ম্যাচ ছিল সানরাইজার্স হায়দরাবাদ ও গুজরাত টাইটান্সের। কিন্তু বৃষ্টির কারণে ম্যাচ ভেস্তে যায়। দুই দল ১ পয়েন্ট করে ভাগ করে নেয়। আর তাতেই আইপিএলের তৃতীয় দল হিসেবে প্লেঅফে পৌছে গেল হায়দরাবাদ।
বৃহস্পতিবার আইপিএলে ম্যাচ ছিল সানরাইজার্স হায়দরাবাদ ও গুজরাত টাইটান্সের। কিন্তু বৃষ্টির কারণে ম্যাচ ভেস্তে যায়। দুই দল ১ পয়েন্ট করে ভাগ করে নেয়। আর তাতেই আইপিএলের তৃতীয় দল হিসেবে প্লেঅফে পৌছে গেল হায়দরাবাদ।
প্যাট কামিন্সের দলের বর্তমানে ১৩ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে রয়েছে। সিএসকে ছাড়া আর কোনও দলের ১৫ বা তার বেশি পয়েন্ট অর্জন করার মত পরিস্থিতি নেই। সেই কারণেই প্লেঅফ পাকা হয়ে যায় এসআরএইচের। শেষ ম্যাচ জিতলে প্রথম দুইয়ে থাকার সুযোগও রয়েছে।
প্যাট কামিন্সের দলের বর্তমানে ১৩ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে রয়েছে। সিএসকে ছাড়া আর কোনও দলের ১৫ বা তার বেশি পয়েন্ট অর্জন করার মত পরিস্থিতি নেই। সেই কারণেই প্লেঅফ পাকা হয়ে যায় এসআরএইচের। শেষ ম্যাচ জিতলে প্রথম দুইয়ে থাকার সুযোগও রয়েছে।
এরপর চতুর্থ স্থানে রয়েছে সিএসকে। ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট। শেষ ম্যাচ খেলবে আরসিবির বিরুদ্ধে। আরসিবির ১৩ ম্যাচে ১২ পয়েন্ট। ফলে এই ম্যাচের ফলাফলের উপর নির্ভর করবে কোন দল চতুর্থ হিসেবে প্লেঅফে পৌছবে।
এরপর চতুর্থ স্থানে রয়েছে সিএসকে। ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট। শেষ ম্যাচ খেলবে আরসিবির বিরুদ্ধে। আরসিবির ১৩ ম্যাচে ১২ পয়েন্ট। ফলে এই ম্যাচের ফলাফলের উপর নির্ভর করবে কোন দল চতুর্থ হিসেবে প্লেঅফে পৌছবে।
দিল্লির ১৪ ম্যাচে ১৪ পয়েন্ট, লখনউয়ের ১৩ ম্যাচে ১২ পয়েন্ট রয়েছে। কিন্তু এই দুই দলের নেটরানরেট সিএসকে ও আরসিবির থেকে অনেকটা খারাপ। ফলে লখনউ শেষ ম্যাচ জিতলেও প্লেঅফে যাওয়ার সম্ভাবনা একেবারেই কম। দিল্লিরও একই অবস্থা। দুজনেকই তাকিয়ে থাকতে হবে সিএসকে বনাম আরসিবি ম্যাচের দিকে।
দিল্লির ১৪ ম্যাচে ১৪ পয়েন্ট, লখনউয়ের ১৩ ম্যাচে ১২ পয়েন্ট রয়েছে। কিন্তু এই দুই দলের নেটরানরেট সিএসকে ও আরসিবির থেকে অনেকটা খারাপ। ফলে লখনউ শেষ ম্যাচ জিতলেও প্লেঅফে যাওয়ার সম্ভাবনা একেবারেই কম। দিল্লিরও একই অবস্থা। দুজনেকই তাকিয়ে থাকতে হবে সিএসকে বনাম আরসিবি ম্যাচের দিকে।
সিএসকের নেট রানরেট +০.৫২৮ ও আরসিবির নেট রানরেট +০.৩৮৭। ফলে চেন্নাইয়ের এমনি জিতলেই প্লেঅফ পাকা হয়ে যাবে। আরসিবি প্লে-অফে যেতে হলে সিএসকে-কে অন্তত ১৮ রানে হারাতে হবে আরসিবির। আরসিবির যদি পরে ব্যাট করে তাহলে তাদের ১৮.১ ওভারেই লক্ষ্য অর্জন করতে হবে।
সিএসকের নেট রানরেট +০.৫২৮ ও আরসিবির নেট রানরেট +০.৩৮৭। ফলে চেন্নাইয়ের এমনি জিতলেই প্লেঅফ পাকা হয়ে যাবে। আরসিবি প্লে-অফে যেতে হলে সিএসকে-কে অন্তত ১৮ রানে হারাতে হবে আরসিবির। আরসিবির যদি পরে ব্যাট করে তাহলে তাদের ১৮.১ ওভারেই লক্ষ্য অর্জন করতে হবে।

RCB vs CSK: সিএসকের বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচের আগে আরসিবির বড় ধাক্কা, দলে হবে বিরাট বদল! জানুন বিস্তারিত

আইপিএল শুরুর দিকে দ্বিতীয় ম্যাচের পর থেটে টানা ৬ ম্যাচ হেরেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অনেকেই মনে করেছিল বিদায় ঘণ্টা বেজে গিয়েছে বিরাট কোহলি, ফাফ ডুপ্লেসিদের। কিন্তু সেখান থেকে ঘুড়ে দাঁড়িয়ে পরপর ৫টি ম্যাচ জেতে এখনও প্লেঅফের দৌড়ে টিকে রয়েছে আরসিবি। আগামী ১৮ মে সিএসকের বিরুদ্ধে বেঙ্গালুরুর মরণ-বাঁচন ম্যাচ। কিন্তু তার আগে বড় ধাক্কা খেল আরসিবি।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ইংল্যান্ডের খেলোয়াড়দের দেশে ফেরার নির্দেশ দিয়েছে ইসিবি। আইপিএলের আরসিবির ঘুড়ে দাঁড়ানোতে বড় ভূমিকা ন নিয়েছে উইল জ্যাকসের পারফরম্যান্স। কিন্তু গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে জাতীয় দলের নির্দেশের কারণে আরসিবি ছাড়তে হতে পারে উইল জ্যাকসকে। যা বেঙ্গালুরু কাছে একেবারেই ভল খবর নয়।

গত কয়েক ম্যাচ ধরে দলে খেলছেন না রাইস টপলি। তবে দলের প্লেয়িং ইলেভেনে ঢোকার পর থেকেই দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছেন উইল জ্যাকস। তাই তার অনুপস্থিতিতে আরসিবিকে সিএসকে ম্যাচে বড় পরিবর্তন করতে হবে। উইল জ্যাকসের পরিবর্তে অন্য কোনও বিদেশি খেলোয়াড়কে দলে নিতে হবে আরসিবিকে। আরও একবার আরসিবির প্লেয়িং ইলেভেনে দেখা যাবে গ্লেন ম্যাক্সওয়েলকে। এবারের আইপিএল একেবারেই ভাল যায়নি ম্যাক্সির। ফলে ম্যাক্সওয়েলের কাছে ফের সুযোগ নিজেকে আরও একবার প্রমাণ করার।

আরও পড়ুনঃ KKR News: কেকেআরে নিজের সবথেকে বড় ভুল জানালেন গম্ভীর! এখন আফশোস করছেন কেকেআর মেন্টর

এক ঝলকে দেখে সিএসকের বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সম্ভাব্য একাদশ: বিরাট কোহলি, ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), গ্লেন ম্যাক্সওয়েল, রজত পাতিদার, মহিপাল লোমরোর, ক্যামেরন গ্রিন, দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), স্বপ্নিল সিং, করণ শর্মা, মহম্মদ সিরাজ, লকি ফার্গুসন।

RCB vs CSK: টস জিতল আরসিবি, চেন্নাইয়ের বিরুদ্ধে আগে বল করবে বিরাট কোহলির দল

বেঙ্গালুরু: উপরে ওঠার জোরালো তাগিদ রয়েছে উভয় শিবিরে। অতএব চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও চেন্নাই সুপার কিংসের লড়াই ঘিরে উত্তেজনার পারদ তুঙ্গে। কেন্দ্রে বিরাট কোহলি ও মহেন্দ্র সিং ধোনির দ্বৈরথ। যদিও এমএসডি’র খেলা নিয়ে কিছুটা হলেও থাকছে অনিশ্চয়তা। আইপিএল শুরুর আগে থেকেই হাঁটুর চোটে ভুগছেন ধোনি।

যদিও তা নিয়েই খেলে যাচ্ছেন প্রতিটি ম্যাচ। তবে গত বুধবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে প্রথম ইনিংসের পর রীতিমতো খোঁড়াতে দেখা গিয়েছে সিএসকে অধিনায়ককে। তবে তা নিয়েই আট নম্বরে ব্যাট করতে নেমেছিলেন তিনি। প্রায় জিতিয়েও দিয়েছিলেন দলকে। এমন মানসিক দৃঢ়তার কথা মাথায় রাখলে সোমবার ধোনির খেলার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

সিএসকে’র সিইও কাশী বিশ্বনাথন বলেছেন, মনে হয় না ধোনি এই ম্যাচটা মিস করবে। তবে ও খেলছে কিনা তা জানার জন্য ম্যাচের আগের মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হবে আমাদের। মাহির চোটের কথা স্বীকার করে নিয়েছেন কোচ স্টিফেন ফ্লেমিংও। তবে তিনিও আরসিবির বিরুদ্ধে অধিনায়কের খেলার ব্যাপারে নিশ্চিত করে কিছু বলতে পারছেন না।

চার ম্যাচে তিন ইনিংসে ধোনির ব্যাট থেকে এসেছে মোট ৫৮ রান। তবে তা দিয়ে তাঁর ব্যাটিংয়ের মূল্যায়ন করলে ভুল হবে। কারণ, মাহি এই রান তুলেছেন ২১৪.৮১ স্ট্রাইক রেটে! অনেকেরই মনে হচ্ছে, এই ছন্দে থাকলে পরের মরশুমেও অনায়াসে খেলে দেবেন ধোনি। এদিকে, বিরাটও ফিরেছেন পুরনো মেজাজে। চার ইনিংসে তাঁর সংগ্রহ ২১৪ রান। গড় ৭১.৩৩।

স্ট্রাইক রেট ১৪৭.৫৮। তিনবার পঞ্চাশের গণ্ডি পেরিয়েছেন ভিকে। কিন্তু কোনওবারই তিন অঙ্কের রানে পৌঁছননি। সোমবার ঘরের মাঠে তাঁর ব্যাটে সেঞ্চুরির আশায় রয়েছেন ভক্তরা। চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, দুই দলে মারকুটে ব্যাটসম্যানের অভাব নেই। চেন্নাইয়ের ঋতুরাজ গায়কোয়াড়, ডেভন কনওয়ে, অম্বাতি রাইডু, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, মঈন আলিরা ঝড় তুলতে পারেন।

আরসিবির বিরাট ছাড়াও অধিনায়ক ফাফ ডু প্লেসি, গ্লেন ম্যাক্সওয়েল, দীনেশ কার্তিক বিপক্ষ বোলিংকে চুরমার করতে ওস্তাদ। সবচেয়ে বড় কথা দক্ষিণ ভারতীয় ডার্বিতে কেউ কারো কাছে হারতে চায় না। এই লড়াইটা সম্মানের। দুটি শহরের, দুটি ভাষার। ধোনি না কোহলি, শেষ হাসি কে হাসে এখন এটাই দেখার।

RCB vs CSK: আজ ধোনি বনাম কোহলি! দক্ষিণ ভারতীয় ডার্বি ঘিরে উত্তেজনা আইপিএলে

বেঙ্গালুরু: লাল বনাম হলুদের লড়াই। ধোনি বনাম কোহলির লড়াই। তামিলনাড়ু বনাম কর্নাটকের যুদ্ধ। চার ম্যাচে চার পয়েন্ট। দুই দলেরই অবস্থান তালিকার মাঝামাঝি জায়গায়। উপরে ওঠার জোরালো তাগিদ রয়েছে উভয় শিবিরে। অতএব চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও চেন্নাই সুপার কিংসের লড়াই ঘিরে উত্তেজনার পারদ তুঙ্গে। কেন্দ্রে বিরাট কোহলি ও মহেন্দ্র সিং ধোনির দ্বৈরথ।

যদিও এমএসডি’র খেলা নিয়ে কিছুটা হলেও থাকছে অনিশ্চয়তা। আইপিএল শুরুর আগে থেকেই হাঁটুর চোটে ভুগছেন ধোনি। যদিও তা নিয়েই খেলে যাচ্ছেন প্রতিটি ম্যাচ। তবে গত বুধবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে প্রথম ইনিংসের পর রীতিমতো খোঁড়াতে দেখা গিয়েছে সিএসকে অধিনায়ককে। তবে তা নিয়েই আট নম্বরে ব্যাট করতে নেমেছিলেন তিনি।

আরও পড়ুন – Arjun Tendulkar: সচিনের ছেলের পারফরমেন্সে খুশি সেহওয়াগ, ভারতের জার্সিতে দেখতে চান ভবিষ্যতে!

প্রায় জিতিয়েও দিয়েছিলেন দলকে। এমন মানসিক দৃঢ়তার কথা মাথায় রাখলে সোমবার ধোনির খেলার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সিএসকে’র সিইও কাশী বিশ্বনাথন বলেছেন, ‘মনে হয় না ধোনি এই ম্যাচটা মিস করবে। তবে ও খেলছে কিনা তা জানার জন্য ম্যাচের আগের মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হবে আমাদের। মাহির চোটের কথা স্বীকার করে নিয়েছেন কোচ স্টিফেন ফ্লেমিংও।

তবে তিনিও আরসিবির বিরুদ্ধে অধিনায়কের খেলার ব্যাপারে নিশ্চিত করে কিছু বলতে পারছেন না। চার ম্যাচে তিন ইনিংসে ধোনির ব্যাট থেকে এসেছে মোট ৫৮ রান। তবে তা দিয়ে তাঁর ব্যাটিংয়ের মূল্যায়ন করলে ভুল হবে। কারণ, মাহি এই রান তুলেছেন ২১৪.৮১ স্ট্রাইক রেটে! অনেকেরই মনে হচ্ছে, এই ছন্দে থাকলে পরের মরশুমেও অনায়াসে খেলে দেবেন ধোনি। এদিকে, বিরাটও ফিরেছেন পুরনো মেজাজে। চার ইনিংসে তাঁর সংগ্রহ ২১৪ রান। গড় ৭১.৩৩। স্ট্রাইক রেট ১৪৭.৫৮।

তিনবার পঞ্চাশের গণ্ডি পেরিয়েছেন ভিকে। কিন্তু কোনওবারই তিন অঙ্কের রানে পৌঁছননি। সোমবার ঘরের মাঠে তাঁর ব্যাটে সেঞ্চুরির আশায় রয়েছেন ভক্তরা। চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, দুই দলে মারকুটে ব্যাটসম্যানের অভাব নেই। চেন্নাইয়ের ঋতুরাজ গায়কোয়াড়, ডেভন কনওয়ে, অম্বাতি রাইডু, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, মঈন আলিরা ঝড় তুলতে পারেন। আরসিবির বিরাট ছাড়াও অধিনায়ক ফাফ ডু প্লেসি, গ্লেন ম্যাক্সওয়েল, দীনেশ কার্তিক বিপক্ষ বোলিংকে চুরমার করতে ওস্তাদ।

IPL 2021 RCB vs CSK : দুর্দান্ত ডেথ বোলিং চেন্নাইয়ের, ফিকে কোহলি, দেবদত্তর দুর্দান্ত ব্যাটিং

আরসিবি – ১৫৬/৬

#শারজা:  শেষ কয়েক মাস ধরে শুধু সমালোচনা সহ্য করতে হয়েছিল। আইপিএল হোক বা টেস্ট ক্রিকেট, ব্যক্তিগত ফর্মের বিচারে একেবারেই নিজের চেনা ছন্দে ছিলেন না বিরাট কোহলি। কথায় বলা হয় ক্রিকেটে একটা দল ততটাই ভাল, যতটা তাঁদের অধিনায়ক। কিন্তু বিরাট কোহলির ব্যক্তিগত খারাপ ফর্ম প্রশ্ন তুলেছিল ভারত অধিনায়কের ফর্ম নিয়ে। আইপিএল যে টি টোয়েন্টি বিশ্বকাপের অ্যাসিড টেস্ট, সেটা দিনের আলোর মত পরিষ্কার। বিরাট কোহলি নিজেও সেটা জানেন।

নাইট রাইডার্স এর বিরুদ্ধে প্রথম ম্যাচে ৯২ রানে গুটিয়ে গিয়েছিল আরসিবি ইনিংস। এই জায়গা থেকে ভাল কিছু করতে গেলে পারফরম্যান্স গ্রাফে উন্নতি করতেই হত। তা ছাড়া উপায় ছিল না। শুক্রবার সেটাই করলেন বিরাট কোহলি এবং তার দলের বাকিরা। ওপেন করতে নেমে বিরাট এবং দেবদত্ত পাড়িক্কাল দুর্দান্ত পার্টনারশিপ গড়লেন।

দীপক চাহার, শার্দুল ঠাকুর, রবীন্দ্র জাদেজাদের বিরুদ্ধে দুজন মিলে যথেচ্ছ রান করলেন। যদিও আবুধাবি এবং দুবাইয়ের মাঠ থেকে শারজা অনেক ছোট, রান বেশি ওঠা স্বাভাবিক, তাতে অবশ্য কৃতিত্ব কমে যায় না কোহলিদের। রান করতে গেলে সব ধরনের উইকেটে যোগ্যতা লাগে। দেখার মত ছিল বিরাটদের সিঙ্গল এবং ডবল নেওয়ার প্রক্রিয়া। ৩৫ বলে অর্ধশতরানে পৌঁছে গেলেন দেবদত্ত।

এদিন কিছু দেখার মত শট খেলতে দেখা গেল এই বাঁহাতি ব্যাটসম্যানকে। এই নিয়ে আইপিএলে তাঁর ষষ্ঠ অর্ধশতরান হল। অন্যদিকে বিরাট কোহলি চেষ্টা করে গেলেন যত বেশি ওভার খেলা যায়। আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে তিনি ওপেন করবেন রোহিত শর্মার সঙ্গে। শেষ পর্যন্ত পৌঁছে গেলেন অর্ধশতরানে। এই ইনিংস বিরাটের আত্মবিশ্বাস বাড়াবে সন্দেহ নেই। শেষ পর্যন্ত ব্রাভোর বলে মারতে গিয়ে জাদেজার হাতে ধরা পড়লেন ৫৩ করে। ওপেনিং পার্টনারশিপ উঠল ১১১ রান।

এরপর এলেন এ বি ডি ভিলিয়ার্স। অন্যদিকে দেবদত্ত নিজের স্বাভাবিক আক্রমনাত্মক ব্যাটিং চালিয়ে গেলেন। দেখে বোঝাই যাচ্ছে আরসিবি- কে প্রথম আইপিএল ট্রফি দেওয়ার জন্য মুখিয়ে রয়েছেন বেঙ্গালুরুর যুবক। অন্যদিকে ডি ভিলিয়ার্স টাইমিং করতে পারছিলেন না। শার্দুল ঠাকুরের বলে ছক্কা হাঁকিয়েও একই ওভারে ক্যাচ দিয়ে ফিরে গেলেন। দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি করলেন ১২ রান। পরের বলেই ফিরে গেলেন দেবদত্ত (৭০)। এলেন ম্যাক্সওয়েল এবং নতুন তারকা টিম ডেভিড। কিন্তু তিনি ফিরে গেলেন এক রান করে। শেষদিকে রান তোলার গতি কমে গেল আরসিবি – র। ম্যাক্সওয়েল ফিরে গেলেন ১১ করে। ডেথ ওভারে ব্রাভো এবং দীপক চাহার দুর্দান্ত বল করলেন চেন্নাইর হয়ে।