IPL 2021: দিল্লিকে দুরমুশ করল নাইটরা, KKR এবার IPL Final-এ, প্রতিপক্ষ CSK

#শারজা: সপ্তমবারের স্বপ্নপূরণ৷ আইপিএল ২০২১ (IPL 2021) কেকেআর বনাম দিল্লি ক্যাপিটাল্স (KKR vs DC)  প্লে অফ (Playoff) ম্যাচে দিল্লিকে হারিয়ে  আইপিএল ফাইনালে (IPL Final) পৌঁছে গেল কেকেআরের (KKR ) ৷  জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র ১৩৬ রান, আর সেই অল্প রানের লক্ষ্য তাড়া করতে নেমে একেবারে হিসেবনিকেশ করে খেলল নাইটরা৷ তবে শেষে আবার দিল্লি একটা মরিয়া কামড় দেয় দিল্লি৷ কিন্তু একদম শেষ বলের আগের বলে ছক্কা হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করে দেন রাহুল ত্রিপাঠী৷ ১৯.৫ বলে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় কেকেআর৷ তারা ম্যাচ জেতে তিন উইকেটে৷

থিঙ্ক ট্যাঙ্কের নির্দেশে শুভমান গিল এই মুহূর্তে স্ট্রাইক রোটেশনের দায়িত্বে অন্যদিকে ধামাকা করতে থাকেন তরুণ ভেঙ্কটেশ আইয়ার৷ এদিনও সেই স্ট্র্যাটেজিতেই বাজিমাত নাইটদের৷ এদিন মাত্র ৪১ বলে ৫৫ রানের এক দুরন্ত ইনিংস খেলেন৷ তাঁর ইনিংস সাজানো ৪ টি চার ও ৩ টি ছয় দিয়ে৷

অন্যদিকে শুভমান নিজের স্ট্রাইক রোটেশনের কাজ সফলভাবে চালিয়ে যাচ্ছিলেন৷ প্রথম প্লে অফে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে হারের পর দিল্ল এদিনও ছিল হতশ্রী৷ ব্যাটে একেবারে গড়পড়তা পারফরম্যান্সের পর বল হাতেও নিষ্প্রভ ছিলেন দিল্লি বোলাররা৷ হঠাৎই দুই সেট ব্যাটসম্যান আউট হয়ে যেতে বদলে যায় গোটা ম্যাচের রঙ৷

আইয়ারকে আউট করেন রাবাদা৷  নোৎর্জের বলে ১২ বলে ১৩ রানে নীতিশ রানা আউট হন৷ শুভমান গিল ৪৬ বলে ৪৬ রান করেন৷ তাঁকে আউট করেন আবেশ খান৷ তবে হঠাৎ করেই সেট ব্যাটসম্যানরা আউট হয়ে যাওয়ায় রাবাদার এক ওভারে দীনেশ কার্তিককে হারানো ও রাহুল ত্রিপাঠির না খেলতে পারায় তৈরি হয় চাপ৷ ইয়ন মর্গ্যান ৩ বলে ০ রান করে আউট হয়ে যান৷ শাকিব আউট হয়ে যায় ০ রানে৷ সুনীল নারিন প্রথম বলেই ০রানে ক্যাচ আউট হয়ে যান৷ অশ্বিন শেষ ওভারে একেবারে তুখোড় বোলিং করে প্রায় কেকেআরের মুখ থেকে ম্যাচ ছিনিয়ে নিয়ে যাচ্ছিলেন৷ কিন্তু মাত্র এক বল বাকি থাকতে জয় নিশ্চিত করে দেন রাহুল ত্রিপাঠি৷ তিনি মারেন একটি ছয়৷

আরও পড়ুন- IPL 2020: Delhi Capitals-র Rishabh Pant কে প্রকাশ্যে ‘এই’ কথা লিখলেন Urvashi Rautela, তারপর…

এদিকে আইপিএলের (IPL 2021)  দ্বিতীয় কোয়ালিফায়ারে টসে হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেট  হারিয়ে ১৩৫ রান তুলল ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটাল্স৷ কেকেআর বনাম দিল্লি ক্যাপিটাল্স (KKR vs DC) ম্যাচের প্রথম ইনিংসে (1st Innings) সেভাবে শানদার ব্যাটিং করতে ব্যর্থ দিল্লি৷ দলের হয়ে সর্বোচ্চ রান শিখর ধাওয়ানের ৩৬৷

আরও পড়ুন- Hasin Jahan: কখনও পুলে শরীর ডুবিয়ে, কখনও আবার পুলের ধারে লাস্যময়ী, Viral সব Photos

এদিন শুরু থেকেই দাগ কাটতে ব্যর্থ দিল্লি ক্যাপিটাল্স৷ দলের ৩২ রানে প্রথম উইকেট হিসেবে পৃথ্বী শ-কে হারায় দিল্লি৷ উইকেট নেন বরুণ অ্যারন৷ এরপর শ্রেয়স আইয়ার দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রান করেন৷ ফ্লপ ঋষভ পন্থ৷ তিনি করেন ৬ রান৷ হেটমেয়ার ১০ বলে ১৭ রান করলেও সেভাবে বড় রান করতে পারেননি৷ কেকেআরের হয়ে বরুণ চক্রবর্তী ২ টি, লকি ফার্গুসন ও শিভম মাভি একটি করে উইকেট নেন৷

আইপিএল ২০২১এ  (IPL 2021) এলিমিনেটরের কাঁটা পেরোনোর পর কেকেআরের সামনে এবার কোয়ালিফায়ার প্লেঅফ (Playoff)৷ কেকেআর বনাম দিল্লি ক্যাপিটাল্স  (KKR vs DC)  ম্যাচে দুই দলের প্লেয়িং ইলেভেন (Playing 11) দেখে নিন এক নজরে৷

বুধবার দুর্গা মহাষ্টমীর দিন কেকেআর বনাম দিল্লি ক্যাপিটাল্সের (KKR vs DC) আইপিএল ২০২১ (IPL 2021)-র দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে প্লে অফ (Playoff) টসে (Toss Update) জিতে কেকেআর ফিল্ডিংয়ের  সিদ্ধান্ত নিল  ৷আইপিএলের ইতিহাস বলছে, এখনও পর্যন্ত ৬বার প্লেঅফে (Playoff) খেলেছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। তার মধ্যে ২বার চ্যাম্পিয়ন হয়েছে নাইটরা। তবে বাকি ৪ বার স্বপ্নভঙ্গ। ১৩ বছরের আইপিএল-এর ইতিহাসে নাইটরা দুবার চ্যাম্পিয়ন। আরও একবার কাপ ছুঁয়ে দেখার সুযোগ ইয়ন মর্গ্যানের দলের সামনে।