SAFF Championship 2021: India vs Maldives: সুনীল ছেত্রীর জোড়া গোলে ফাইনালে ভারত

#নয়াদিল্লি:  ভারত বনাম  মলদ্বীপ (India vs Maldives)  ম্যাচে ৩-১ গোলে জয় ভারতীয় ফুটবল দলের৷ এই জয়ের সুবাদেই স্বাভাবিকভাবেই  সাফ চ্যাম্পিয়নশিপের (SAFF Championship 2021) ফাইনালে পৌঁছলো তারা৷ জোড়া গোল করে ম্যাচের নায়ক সুনীল ছেত্রী (Sunil Chhetri)৷ ফাইনাল শনিবার৷ সাফ চ্যাম্পিয়নশিপের (SAFF Championship 2021) ফাইনালে তাদের প্রতিপক্ষ নেপাল৷ এর আগের সাক্ষাতে যাদের বিরুদ্ধে জিতেছে ব্লু টাইগাররা৷

এদিনে ম্যাচে মনবীর সিংয়ের গোলে এগিয়ে যায় ভারত৷ শুরু থেকেই আক্রমণ শানাচ্ছিল ভারত৷  ম্যাচের ৩৩ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন মনবীর৷ এরপর অবশ্য ৪৩ মিনিটে পেনাল্টি পায় মলদ্বীপ (India vs Maldives) ৷ বক্সে ফাউল করেন প্রীতম কোটাল আর তাতেই পেনাল্টি , কোনও ভুল করেনি আলি আশফাক গোল করে সমতা ফেরান৷ প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলে৷

আরও পড়ুন – IPL 2021: দিল্লিকে দুরমুশ করল নাইটরা, KKR এবার IPL Final-এ, প্রতিপক্ষ CSK

দ্বিতীয়ার্ধে নেমেই আক্রমণের ঝাঁঝ বাড়ায় ব্লু টাইগার৷ তিনি দ্বিতীয়ার্ধে ৬২ ও ৭১ মিনিটে ২ টি গোল করেন৷ আপুইয়ার বক্সে ডেলিভারি মনবীর কোনও ভুল করেননি, তারপর গোল করে দেন সুনীল ছেত্রী (Sunil Chhetri)৷

এদিকে ৭১ মিনিটে প্রীতম কোটালের ফ্রিকিক বিপক্ষের জালে জড়িয়ে স্কোরলাইন ৩-১ করে দেন সুনীল ছেত্রী৷ ৩- ১ পিছিয়ে যাওয়ার পর মলদ্বীপ আর ম্যাচে ফিরতে পারেননি৷ দিন কয়েক আগেই পেলে- রেকর্ড তারপরেই আবার দলকে ফাইনালে পৌঁছে দেওয়ায় দুটি গোল, সুনীল ছেত্রী (Sunil Chhetri) ধারাবাহিকতা অটুট রেখেছেন৷

আরও পড়ুন- IPL 2020: Delhi Capitals-র Rishabh Pant কে প্রকাশ্যে ‘এই’ কথা লিখলেন Urvashi Rautela, তারপর…

মলদ্বীপের মালেতে ন্যাশানাল ফুটবল স্টেডিয়ামে খেলা ম্যাচে ফাইনালের টিকিট পেল ভারতীয় ফুটবল দল৷

এদিকে ম্যাচের ৮১ মিনিটে মাঠের বাইরেও হয় বড় নাটক৷ ভারতীয় ফুটবল দলের কোচ ইগর স্টিমাককে মাঠের বাইরে যেতে হয়৷ এদিন তাঁকে ডবল হলুদ কার্ড দেখান রেফারি৷ ম্যাচের অতিরিক্ত সময়ে মাঠে ফের উত্তেজনা ছড়ায়৷ ফাউল করার কারণে কার্ড দেখে মাঠ ছাড়তে হয় শুভাশিস বসুকে৷

এদিকে এই দুই কার্ডের কারণের ফল পোয়াতে হবে ভারতীয় ফুটবল দলকে৷ ফাইনালে সাইডবেঞ্চে থাকবেন না কোচ স্টিমাক৷ অন্যদিকে ডিফেন্সে পাওয়া যাবে না শুভাশিসকেও৷