IPL 202: UAE তে নামার অনুমতি পাচ্ছে না CSK, কী করবেন ধোনিরা

#চেন্নাই: আইপিএল ২০২১-র   (IPL 2021 Phase 2)  দ্বিতীয় পর্বের খেলা আগামী মাস থেকে শুরু হবে৷ দ্বিতীয় পর্বের এই খেলা হবে সংযুক্ত আরব আমিরশাহিতে (UAE)৷ কিন্তু চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) সহ অনেক খেলোয়াড় চেন্নাই পৌঁছে গেছেন৷ আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সফলতম দল ধোনির চেন্নাই সুপার কিংস৷ কিন্তু এই ধারণাতেও ফের ঝটকা লাগতে পারে৷ ১৩ অগাস্ট দুবাই যাওয়ার কথা চেন্নাই সুপার কিংসের৷ কিন্তু এই পরিকল্পনায় একটা বড় কালো মেঘ জমেছে৷ ফ্রাঞ্চাইজি এখনও অবধি সংযুক্ত আরব আমিরশাহি সরকারের পক্ষ থেকে দুবাইতে নামার অনুমতি পায়নি৷ ইনসাইড স্পোর্টসের খবর অনুযায়ি ফ্রাঞ্চাইজি সিইও কাশী বিশ্বনাথন বলেছেন , ‘‘আমাদের সংযুক্ত আরব আমিরশাহিতে পৌঁছনোর জন্য সরকারের অনুমতি জরুরি আর এর অপেক্ষা করছি, আমরা এখনও অনুমতি পায়নি৷ ’’

সিইও জানিয়েছেন শুধু সিএসকে-র চেন্নাইতে পৌঁছে গেছেন৷ বরং দুবাই রওনা হওয়ার জন্য প্রথমেই সেখানে কোয়ারেন্টাইন থাকছে৷ সিএসকে সিইও -র বিশ্বাস এই মামলাটা দেখছে বিসিসিআই, পাশাপাশি যাতে তাড়াতাড়ি অনুমতি পাওয়া যায় সেটা দেখতে হবে৷

তিনি আরও জানিয়েছেন তাঁর দৃঢ় বিশ্বাস বুধবারের মধ্যেই সংযুক্ত আরব আমিরশাহিতে নামার অনুমতি পেয়ে যাবেন৷ সূচি অনুযায়ি ১৩ অগাস্ট ইউএই তে পৌঁছে যাওয়ার প্লেনে উঠে যাবেন৷ যদি এটা না হয় তাহলে সেটা আরও কয়েকদিন পিছিয়ে দেওয়া যাবে৷ অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, সুরেশ রায়না, রবিন উত্থাপ্পা, কর্ণ শর্মা, ঋতুরাজ গায়কোয়াড়রা চেন্নাই পৌঁছে গেছেন৷