IPL 2022: ১৪ বছর পর চেন্নাইয়ের অধিনায়কত্ব ছাড়লেন ধোনি, নতুন অধিনায়ক জাদেজা

চেন্নাই: আইপিএল শুরুর আগেই বড় খবর ৷ চেন্নাই সুপার কিংস দলে বড় সড় বদল। প্রথম ম্যাচে নামার দু’দিন আগে অধিনায়কত্ব ছেড়ে দিলেন মহেন্দ্র সিং ধোনি। দায়িত্ব তুলে দিলেন রবীন্দ্র জাদেজাকে। সিএসকে-র পক্ষ থেকে বৃহস্পতিবার এই খবর জানানো হয়েছে (MS Dhoni hands over CSK captaincy to Ravindra Jadeja) ৷

মহেন্দ্র সিং ধোনি একমাত্র অধিনায়ক যিনি প্রথম আইপিএল ২০০৮ সাল থেকে অধিনায়ক হয়েছিলেন এবং চেন্নাই এবং পুণে দল মিলিয়ে আইপিএলে মোট ২০৪ ম্যাচে অধিনায়কত্ব করেছেন ৷ সাফল্যের হার ৫৯.৬০ শতাংশ ৷ ২৬ মার্চ থেকে শুরু এবারের আইপিএল ৷ প্রথম ম্যাচেই চেন্নাইয়ের মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ৷

আরও পড়ুন-অভিষেকের সব অপ্রাপ্তি যেন পরের জন্মে মিটে যায়: ঋতুপর্ণা সেনগুপ্ত

২০১২ সাল থেকে চেন্নাই সুপার কিংসে রয়েছেন রবীন্দ্র জাদেজা। মাঝে এক বার ধোনি না খেলায় সুরেশ রায়না চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দিয়েছিলেন। সে কারণে জাদেজা হলেন তৃতীয় ক্রিকেটার যিনি চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হলেন ৷