Sachin Tendulkar, Mumbai Indians : রোহিত, বুমরাহদের তাতাতে মুম্বই ইন্ডিয়ান্স হোটেলে পৌঁছে গেলেন সচিন

#মুম্বই: মুম্বই ইন্ডিয়ান্স ক্রিকেটারদের মোটিভেট করার জন্য টিম হোটেলে পৌঁছে গেলেন সচিন তেন্ডুলকর। বৃহস্পতিবার দুপুরে মেরুন টি শার্ট এবং কালো ডেনিমে যখন মার্সিডিজ থেকে নামলেন, টিকা কপালে দিয়ে তাকে বরণ করে নেওয়া হল। প্রথমে লবিতে মুম্বই ইন্ডিয়ান্সের ট্রফি ক্যাবিনেটের সামনে ছবি তুললেন। তারপর পা বাড়ালেন লিফটের দিকে। জানিয়ে দিলেন যারা দীর্ঘদিন মুম্বই ইন্ডিয়ান্স দলের সঙ্গে রয়েছেন, তাদের সঙ্গে নতুন করে পরিচয় করার কিছু নেই। যদিও তিনি প্রত্যেকের সঙ্গে দেখা করবেন।

আরও পড়ুন – Bangladesh celebration : প্রোটিয়াদের হারিয়ে বিরিয়ানি এবং পাবদা মাছে সেলিব্রেশন টিম বাংলাদেশের

পাশাপাশি কথা বলবেন তরুণ ক্রিকেটারদের সঙ্গে। সেই কারণেই তিনি এসেছেন। তিনি নিজে বরাবর বিশ্বাস করেছেন খোলা মনে ক্রিকেট খেলতে। অতিরিক্ত চাপ নিলে সফল হওয়া সম্ভব নয়। এবার বেশ কিছু তরুণ ক্রিকেটারকে নিয়েছে মুম্বই। সচিন এদের সঙ্গে নিজের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার পাশাপাশি প্র্যাকটিসেও থাকবেন। জানিয়ে দিলেন আগামী দুটো মাস খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সকলের জন্য।

তবে সচিন মনে করেন রোহিত শর্মা, জয়বর্ধনে যখন দলের সঙ্গে আছেন, তখন মুম্বই ইন্ডিয়ান্স সফল হবে তিনি নিশ্চিত। তিনি ক্রিকেটীয় সিদ্ধান্ত নেবেন না। শুধু অনুশীলনে ক্রিকেটারদের টিপস দেবেন প্রয়োজন হলে। এদিকে ঈশান কিষণের সঙ্গে রোহিত শর্মা ওপেন করবেন সেটা স্পষ্ট জানিয়ে দিলেন। হিটম্যান মনে করেন পান্ডিয়া ভাইদের ছাড়ার পাশাপাশি ট্রেন্ট বোল্টকে ধরে রাখতে না পারা নিয়মের কারণে।

কারণ মুম্বই ইন্ডিয়ান্স সাধারণত একটা পরিবার হিসেবে চলে। পুরনো ক্রিকেটারদের মর্যাদা দেয়। কিন্তু নিয়মের বেড়াজালে পুরনো ক্রিকেটারদের মধ্যে চারজনের মাত্র জায়গা থাকায় তাদের কিছু করার ছিল না। পাশাপাশি রোহিত মনে করেন অভিজ্ঞ ক্রিকেটারদের পাশাপাশি তরুণ ব্রেভিস, মারকান্ডে, মুরুগান অশ্বিন, জয়দেব উনাদকাটের মত ক্রিকেটাররা দলের ভারসাম্য বাড়িয়েছেন।

সিঙ্গাপুরের টিম ডেভিড পার্থক্য গড়ে দিতে পারেন। তবে অধিনায়ক হিসেবে চোট না পেলে সব ম্যাচ খেলতে চান তিনি। গতবার প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। প্লে-অফে পৌঁছতে পারেনি তারা। এবার কিন্তু সেই ব্যর্থতা ভুলিয়ে দিতে প্রথম থেকেই ঝাঁপাবে পাঁচবারের চ্যাম্পিয়নরা। মাস্টার ব্লাস্টার এবং ক্রিকেট ঈশ্বর সচিন তেন্ডুলকরের উপস্থিতি দলের ক্রিকেটারদের মোটিভেট করার পক্ষে যথেষ্ট সেটা বলার অপেক্ষা রাখে না।