Tag Archives: KKR VS CSK

KKR vs CSK: ধোনির দুর্গ রুখে দিল কেকেআরের বিজয়রথ, ৭ উইকেটে সহজ জয় সিএসকের

চেন্নাই: কেকেআরের বিজয় রথ আটকে গেল এমএস ধোনির দুর্গ চিপকে এসে। জয়ের হ্যাটট্রিকের পর আইপিএল ২০২৪-এ প্রথম হারের স্বাদ পেল কলকাতা নাইট রাউডার্স। অপরদিকে, হারের হ্যাটট্রিকের ভ্রুকুটিকে দূরে সরিয়ে জয়ে ফিরল চেন্নাই সুপার কিংস। এদিন সিএসকের সামনে ব্যাটে-বলে কোনও লড়াই দিতে পারেনি নাইটরা। কেকেআরের দেওয়া মাত্র ১৩৮ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৪ বল বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ জেতে ৫ বারের আইপিএল জয়ীরা।

ম্যাচ জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় সিএসকে। এদিন প্রথম বলেই ফিল সল্ট হওয়ার পর ৫৬ রানের পার্টনারশিপ করেন সুনীল নারিন ও আংক্রিশ রঘুবংশী। বেশ কিছু আক্রমণাত্মক শট খেলেন দুই ব্যাটার। কিন্তু পাওয়ার প্লে-র পর থেকে ম্যাচের রাশ ধীরে ধীরে নিজেদের হাতে নিতে শুরু করে সিএসকে। রঘুবংশী ২৪ ও নারিন ২৭ রানে আউট হতেই চাপ বাড়ে কেকেআর ব্যাটিং লাইনে।

এরপর একদিক থেকে শ্রেয়স আইয়ার উইকেট আঁকড়ে পড়ে থাকলেও নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে শুরু করে কেকেআর। তেমন আর কোনও বড় পার্টনারশিপ গড়ে ওঠেনি। ভেঙ্কটেশ আইয়ার, রমনদীপ সিং, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেলরা সকলেই নিরাশ করেন। শ্রেয়স আইয়ার ৩৪ রান করলেও তা খুবই স্লো। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৭ রান করে কেকেআর। সিএসকের ৩টি করে উইকেট নেন রবীন্দ্র জাদেজা ও তুষার দেশপান্ডে। ২টি উইকেট নেন মুস্তাফিজুর রহমান, একটি উইকেট নেন মাহেশ থিকসানা।

রান তাড়া করতে নেমে ওপেনিং জুটিতে ২৭ রান করেন রাচিন রবীন্দ্র ও রুতুরাজ গায়কোয়াড়। ১৫ রান করে রাচীন রবীন্দ্র সাজঘরে ফেরত যান। এরপর সিএসকের ইনিংসের রাশ ধরেন রুতুরাজ গায়কোয়াড় ও ড্যারিল মিচেল। কেকেআর বাজে ফিল্ডিংও করে এদিন। ২টি ক্যাচ ফেলায় অর্ধশতরানের পার্টনারশিপ পূরণ করেন রুতুরাজ-মিচেল জুটি। সিএসকের জয়ও নিশ্চিত করে দেয় এই পার্টনারশিপ।

আরও পড়ুনঃ IPL 2024: সচিন-ধোনি-কোহলি-রোহিতের থেকে ধনী ভারতীয় প্লেয়ার খেলেছেন আইপিএলে! বলুন তো কে?

অবশেষে ৯৭ রানে ভাঙে জুটি। ২৫ রান করে আউট হব মিচেল। অপরদিকে, নিজের ব্যক্তিগত অর্ধশতরান পূরণ করেন সিএসকে অধিনায়ক। শেষের দিকে রুতুরাজকে সঙ্গ দিয়ে মারকাটারি ব্যাটিং করেন শিবম দুবে। ১৮ বলে ২৮ রান করে আউট হন দুবে। শেষে মাঠে নেমে এক রান করেন এমএস ধোনি। ৬৭ রান করে অপরাজিত থাকেন রুতুরাজ গায়কোয়াড়। ১৭.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায় সিএসকে।

KKR vs CSK: কেকেআরের সামনে ভয়ঙ্কর কঠিন লড়াই! এই তথ্য জানলে অবাক হবেন আপনিও

২০১২ সালে আইপিএল ফাইনালে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে ধোনির ট্রফি জয়ের হ্যাটট্রিকের স্বপ্ন ভেঙে দিয়েছিল গম্ভীরের কেকেআর। ২০২১ সালে আইপিএল ফাইনালে কেকেআরকে হারিয়ে সেই বদলা নেয় সিএসকে।
২০১২ সালে আইপিএল ফাইনালে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে ধোনির ট্রফি জয়ের হ্যাটট্রিকের স্বপ্ন ভেঙে দিয়েছিল গম্ভীরের কেকেআর। ২০২১ সালে আইপিএল ফাইনালে কেকেআরকে হারিয়ে সেই বদলা নেয় সিএসকে।
আইপিএলের ইতিহাসে যে দ্বৈরথগুলি দেখার অপেক্ষায় থাকেন ক্রিকেট প্রেমিরা তাদের মধ্যে অন্যতন হল কেকেআর বনাম সিএসকে। সোমবার আইপিএল ২০২৪-এ ফের একবার মুখোমুখি দুই দল।
আইপিএলের ইতিহাসে যে দ্বৈরথগুলি দেখার অপেক্ষায় থাকেন ক্রিকেট প্রেমিরা তাদের মধ্যে অন্যতন হল কেকেআর বনাম সিএসকে। সোমবার আইপিএল ২০২৪-এ ফের একবার মুখোমুখি দুই দল।
এবার পরপর জয়ের হ্যাটট্রিক করে অ্যাওয়ে ম্যাচে নামছে কেকেআর। টানা চতুর্থ জয় পেলে লিগ টেবিলে শীর্ষস্থান দখল করবে নাইটরা। অপরদিকে, প্রথম দুই ম্যাচ জিতলেও শেষ দুই ম্যাচে হেরে চাপে চেন্নাই। ঘরের মাঠে জয়ে ফিরতে মরিয়া সিএসকে।
এবার পরপর জয়ের হ্যাটট্রিক করে অ্যাওয়ে ম্যাচে নামছে কেকেআর। টানা চতুর্থ জয় পেলে লিগ টেবিলে শীর্ষস্থান দখল করবে নাইটরা। অপরদিকে, প্রথম দুই ম্যাচ জিতলেও শেষ দুই ম্যাচে হেরে চাপে চেন্নাই। ঘরের মাঠে জয়ে ফিরতে মরিয়া সিএসকে।
চিপকে কতটা ভয়ঙ্কর দল চেন্নাই তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। দুই দলের আইপিএলের ইতিহাসে পরিসংখ্যান যদি আমরা দেখি সেখানেও কিন্তু কেকেআরে থেকে অনেকটাই এগিয়ে রয়েছে ৫ বারের আইপিএল জয়ী দল।
চিপকে কতটা ভয়ঙ্কর দল চেন্নাই তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। দুই দলের আইপিএলের ইতিহাসে পরিসংখ্যান যদি আমরা দেখি সেখানেও কিন্তু কেকেআরে থেকে অনেকটাই এগিয়ে রয়েছে ৫ বারের আইপিএল জয়ী দল।
এখনও পর্যন্ত আইপিএলে মোট ২৯ বার দেখা হয়েছে দুই দলের। তারমধ্যে ১৮ বাপ সিএসকে ও ১০ বার কেকেআর। একটি ম্যাচ অমীমাংসিত। আর যদি চিপকে দুই দলের পরিসংখ্যান দেখি তাহলে ১০ ম্যাচে ৭-৩ ব্যবধানে এগিয়ে চেন্নাই। ফলে কেকেআরের জন্য লড়াইটা কতটা কঠিন এই পরিংসখ্যানই বলে দিচ্ছে।
এখনও পর্যন্ত আইপিএলে মোট ২৯ বার দেখা হয়েছে দুই দলের। তারমধ্যে ১৮ বাপ সিএসকে ও ১০ বার কেকেআর। একটি ম্যাচ অমীমাংসিত। আর যদি চিপকে দুই দলের পরিসংখ্যান দেখি তাহলে ১০ ম্যাচে ৭-৩ ব্যবধানে এগিয়ে চেন্নাই। ফলে কেকেআরের জন্য লড়াইটা কতটা কঠিন এই পরিংসখ্যানই বলে দিচ্ছে।

KKR vs CSK: ম্যাচের আগে ‘খারাপ খবর’ কেকেআর-সিএসকে দুই শিবিরেই? জেনে নিন বিস্তারিত

সোমবার থেকে শুরু হচ্ছে আইপিএল ২০২৪-এর 'রাইভেলরি উইক'। আইপিএলের ইতিহাসে চিরপ্রতিদ্বন্দ্বি বলে পরিচিত দলেদের বেশির ভাগ ম্যাচ রয়েছে এই সপ্তাহেই। যাক শুরু হচ্ছে কেকেআর বনাম সিএসকে ম্যাচ দিয়ে।
সোমবার থেকে শুরু হচ্ছে আইপিএল ২০২৪-এর ‘রাইভেলরি উইক’। আইপিএলের ইতিহাসে চিরপ্রতিদ্বন্দ্বি বলে পরিচিত দলেদের বেশির ভাগ ম্যাচ রয়েছে এই সপ্তাহেই। যাক শুরু হচ্ছে কেকেআর বনাম সিএসকে ম্যাচ দিয়ে।
কিন্তু কেকেআর বনাম সিএসকের মেগা ম্যাচের আগে খানিকটা ধাক্কা খেতে হয়েছে দুই দলকেই। যা খারাপ খবর বললেও খুব একটা ভুল হবে না। কারণ ম্যাচের আগে পয়েন্ট টেবিলে দুই দলই নিজেদের জায়গা থেকে নেমে গিয়েছে।
কিন্তু কেকেআর বনাম সিএসকের মেগা ম্যাচের আগে খানিকটা ধাক্কা খেতে হয়েছে দুই দলকেই। যা খারাপ খবর বললেও খুব একটা ভুল হবে না। কারণ ম্যাচের আগে পয়েন্ট টেবিলে দুই দলই নিজেদের জায়গা থেকে নেমে গিয়েছে।
রবিবার লখনউ সুপার জায়ান্ট গুজরাত টাইটান্সকে হারাতেই লিগ টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে। বর্তমানে কেএল রাহুলে দল ৪টি ম্যাচ খেলে ৩টি জয় পেয়েছে, পয়েন্ট ৬ ও নেট রানরেট +০.৭৭৫।
রবিবার লখনউ সুপার জায়ান্ট গুজরাত টাইটান্সকে হারাতেই লিগ টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে। বর্তমানে কেএল রাহুলে দল ৪টি ম্যাচ খেলে ৩টি জয় পেয়েছে, পয়েন্ট ৬ ও নেট রানরেট +০.৭৭৫।
অপরদিকে, মরশুমের প্রথম দুই ম্যাচ জিতে লিগ একসময় লিগ টেবিলের শীর্ষে ছিল সিএসকে। কিন্তু শেষ ২ ম্যাচ হেরে বর্তমানে চার নম্বরে নেমে এসেছে চেন্নাই। লখনউ-গুজরাত ম্যাচে আগে ৩ নম্বরে ছিল সিএসকে। লখনউ জিতে চেন্নাইকে সরিয়ে তিনে উঠে আসে। বর্তমানে সিএসকের ৪ ম্যাচে ২ জয়, ৪ পয়েন্ট, রানরেট +০.৫১৭।
অপরদিকে, মরশুমের প্রথম দুই ম্যাচ জিতে লিগ একসময় লিগ টেবিলের শীর্ষে ছিল সিএসকে। কিন্তু শেষ ২ ম্যাচ হেরে বর্তমানে চার নম্বরে নেমে এসেছে চেন্নাই। লখনউ-গুজরাত ম্যাচে আগে ৩ নম্বরে ছিল সিএসকে। লখনউ জিতে চেন্নাইকে সরিয়ে তিনে উঠে আসে। বর্তমানে সিএসকের ৪ ম্যাচে ২ জয়, ৪ পয়েন্ট, রানরেট +০.৫১৭।
বর্তমানে লিগ টেবিলে ৪ ম্যাচে ৪ জয়, ৮ পয়েন্ট, নেট রানরেট +১.১২০ নিয়ে শীর্ষে রয়েছে রাজস্থান। কেকেআর অবশ্য এক ম্যাচ কম খেলে দুইয়ে রয়েছে। কলকাতা নাইট রাইডার্স ৩ ম্য়াচ ৩ জয়, ৬ পয়েন্ট, নেট রানরেট +২.৫১৮।  কেকেআর ছিল একে, রাজস্থান আরসিবিকে হারিয়ে চতুর্থ জয় পেতেই একে উঠে আসে।
বর্তমানে লিগ টেবিলে ৪ ম্যাচে ৪ জয়, ৮ পয়েন্ট, নেট রানরেট +১.১২০ নিয়ে শীর্ষে রয়েছে রাজস্থান। কেকেআর অবশ্য এক ম্যাচ কম খেলে দুইয়ে রয়েছে। কলকাতা নাইট রাইডার্স ৩ ম্য়াচ ৩ জয়, ৬ পয়েন্ট, নেট রানরেট +২.৫১৮। কেকেআর ছিল একে, রাজস্থান আরসিবিকে হারিয়ে চতুর্থ জয় পেতেই একে উঠে আসে।
তবে কেকেআরকে যদি শীর্ষস্থান ফের দখল করতে হয় তাহলে চেন্নাই সুপার কিংসের ঘরে গিয়ে হারিয়ে আসতে হবে। রানরেট ভাল থাকায় শুধু জিতলেই শীর্ষে পৌছে যাবে নাইটরা। অপরদিকে, সোমবার সিএসকের কাছেও সুযোগ রয়েছে তৃতীয় স্থানে উঠে আসার। তবে পয়েন্ট টেবিল নিয়ে না ভেবে নিজেদের খেলা ও জয়কেই পাখির চোখ করে এগোতে চাইছে দুই দল।
তবে কেকেআরকে যদি শীর্ষস্থান ফের দখল করতে হয় তাহলে চেন্নাই সুপার কিংসের ঘরে গিয়ে হারিয়ে আসতে হবে। রানরেট ভাল থাকায় শুধু জিতলেই শীর্ষে পৌছে যাবে নাইটরা। অপরদিকে, সোমবার সিএসকের কাছেও সুযোগ রয়েছে তৃতীয় স্থানে উঠে আসার। তবে পয়েন্ট টেবিল নিয়ে না ভেবে নিজেদের খেলা ও জয়কেই পাখির চোখ করে এগোতে চাইছে দুই দল।
তবে জমে উঠেছে লিগ টেবিলের লড়াই। সোমবার সকাল পর্যন্ত সিএসকের পর ৪ পয়েন্ট রয়েছে হায়দরাবাদ, পঞ্জাব, গুজরাত টাইটান্স। ফলে আগামি কয়েক দিনে পয়েন্ট টেবিলে সাপ-লুডোর ওঠা-নামার খেলা চলতে থাকবে।
তবে জমে উঠেছে লিগ টেবিলের লড়াই। সোমবার সকাল পর্যন্ত সিএসকের পর ৪ পয়েন্ট রয়েছে হায়দরাবাদ, পঞ্জাব, গুজরাত টাইটান্স। ফলে আগামি কয়েক দিনে পয়েন্ট টেবিলে সাপ-লুডোর ওঠা-নামার খেলা চলতে থাকবে।

KKR vs CSK: কারা থাকল আর কে পড়ল বাদ? সিএসকে ম্যাচে কেকেআরের একাদশে মহাচমক! জেনে নিন বিস্তারিত

সানারাইজার্স, আরসিবি, দিল্লি ক্যাপিটালস ম্যাচ জয়ের পর এবার কলকাতা নাইট রাইডার্সের প্রতিপক্ষ ৫ বারের আইপিএল চ্যাম্পিয়ন দল চেন্নাই সুপার কিংস। ঘরের মাঠে সিএসকে কতটা ভয়ঙ্কর তা নতুন করে বলার অপেক্ষা রাখে না।
সানারাইজার্স, আরসিবি, দিল্লি ক্যাপিটালস ম্যাচ জয়ের পর এবার কলকাতা নাইট রাইডার্সের প্রতিপক্ষ ৫ বারের আইপিএল চ্যাম্পিয়ন দল চেন্নাই সুপার কিংস। ঘরের মাঠে সিএসকে কতটা ভয়ঙ্কর তা নতুন করে বলার অপেক্ষা রাখে না।
জয়ের হ্যাটট্রিক করে আইপিএল ২০২৪ মরশুম শুরু করলেও সোমবার চিপকে মেন্টর গৌতম গম্ভীরের কেকেআরের সামনে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। মরশুমের প্রথম ৩ ম্যাচ জেতার নজিরের পাশাপাশি পরপর ৩ অ্যাওয়ে ম্যাচ জিতে নয়া রেকর্ড হাতছানি নাইটদের সামনে।
জয়ের হ্যাটট্রিক করে আইপিএল ২০২৪ মরশুম শুরু করলেও সোমবার চিপকে মেন্টর গৌতম গম্ভীরের কেকেআরের সামনে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। মরশুমের প্রথম ৩ ম্যাচ জেতার নজিরের পাশাপাশি পরপর ৩ অ্যাওয়ে ম্যাচ জিতে নয়া রেকর্ড হাতছানি নাইটদের সামনে।
দলের ব্যাটিং লাইনের ফর্ম নিয়ে আপাতত কোনও চিন্তার কালো মেঘ নেই কেকেআরের অন্দরে। তবে দলের একাধিক প্লেয়ারের চোট সমস্যা রয়েছে। পাশাপাশি বোলিং অ্যাটাকের ধারাবিহকতার অভাব কিছুটা চিন্তায় রেখেছে টিম ম্যানেজমেন্টকে।
দলের ব্যাটিং লাইনের ফর্ম নিয়ে আপাতত কোনও চিন্তার কালো মেঘ নেই কেকেআরের অন্দরে। তবে দলের একাধিক প্লেয়ারের চোট সমস্যা রয়েছে। পাশাপাশি বোলিং অ্যাটাকের ধারাবিহকতার অভাব কিছুটা চিন্তায় রেখেছে টিম ম্যানেজমেন্টকে।
দিল্লি ক্যাপিটালস ম্যাচে নীতিশ রানার জায়গায় খেলে অনবদ্য ইনিংস খেলেছিলেন আংক্রিশ রঘুবংশী। হর্ষিত রানাও চোটের কারণে ম্যাচে বোলিং করেননি। পাশাপাশি চেন্নাইয়ের পিচ স্পিন সহায়ক হয়ে থাকে। ফলে কেকেআরের একাদশ কী হতে পারে তা নিয়ে রয়েছে জল্পনা।
দিল্লি ক্যাপিটালস ম্যাচে নীতিশ রানার জায়গায় খেলে অনবদ্য ইনিংস খেলেছিলেন আংক্রিশ রঘুবংশী। হর্ষিত রানাও চোটের কারণে ম্যাচে বোলিং করেননি। পাশাপাশি চেন্নাইয়ের পিচ স্পিন সহায়ক হয়ে থাকে। ফলে কেকেআরের একাদশ কী হতে পারে তা নিয়ে রয়েছে জল্পনা।
অপরদিকে, চেন্নাই সুপার কিংস মরশুমের প্রথম দুটি ম্যাচ জিতলেও পরের দুটি ম্যাচে হারের মুখ দেখতে হয়েছে। ফলে ঘরের মাঠে জয়ের ফিরতে মরিয়া রুতুরাজ গায়কোয়াড়, এমএস ধোনিরা। পরিবর্তন হতে পারে সিএসকে একাদশেও।
অপরদিকে, চেন্নাই সুপার কিংস মরশুমের প্রথম দুটি ম্যাচ জিতলেও পরের দুটি ম্যাচে হারের মুখ দেখতে হয়েছে। ফলে ঘরের মাঠে জয়ের ফিরতে মরিয়া রুতুরাজ গায়কোয়াড়, এমএস ধোনিরা। পরিবর্তন হতে পারে সিএসকে একাদশেও।
এক ঝলকে দেখে নিন সিএসকের বিরুদ্ধে কেকেআরের সম্ভাব্য একাদশ: ফিল সল্ট (উইকেটকিপার), সুনীল নারিন, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), ভেঙ্কটেশ আইয়ার, আংক্রিশ রঘুবংশী, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, মিচেল স্টার্ক, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা / বৈভব অরোরা। ইমপ্যাক্ট প্লেয়ার- সূয়াশ শর্মা।
এক ঝলকে দেখে নিন সিএসকের বিরুদ্ধে কেকেআরের সম্ভাব্য একাদশ: ফিল সল্ট (উইকেটকিপার), সুনীল নারিন, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), ভেঙ্কটেশ আইয়ার, আংক্রিশ রঘুবংশী, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, মিচেল স্টার্ক, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা / বৈভব অরোরা। ইমপ্যাক্ট প্লেয়ার- সূয়াশ শর্মা।
এক ঝলকে দেখে নিন কেকেআরের বিরুদ্ধে সিএসকের সম্ভাব্য একাদশ: রুতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), রাচিন রবীন্দ্র, আজিঙ্কে রাহানে, মইন আলি, ড্যারিল মিচেল,  শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, এমএস ধোনি (উইকেটকিপার), দীপক চাহার, তুষার দেশপাণ্ডে, মাহেশ থিকসানা। ইমপ্যাক্ট প্লেয়ার- মাথিসা পাথিরানা।
এক ঝলকে দেখে নিন কেকেআরের বিরুদ্ধে সিএসকের সম্ভাব্য একাদশ: রুতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), রাচিন রবীন্দ্র, আজিঙ্কে রাহানে, মইন আলি, ড্যারিল মিচেল, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, এমএস ধোনি (উইকেটকিপার), দীপক চাহার, তুষার দেশপাণ্ডে, মাহেশ থিকসানা। ইমপ্যাক্ট প্লেয়ার- মাথিসা পাথিরানা।

KKR News: ম্যাচ জেতানো কেকেআর তারকা খেলবেন না! সিএসকের বিরুদ্ধে চিন্তা বাড়ল নাইটদের

জয়ের হ্য়াটট্রিক দিয়ে আইপিএল ২০২৪ অভিযান শুরু করেছে কলকাতা নাইট রাইডার্স। সোমবার অ্যাওয়ে ম্যাচে কেকেআরের প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস।
জয়ের হ্য়াটট্রিক দিয়ে আইপিএল ২০২৪ অভিযান শুরু করেছে কলকাতা নাইট রাইডার্স। সোমবার অ্যাওয়ে ম্যাচে কেকেআরের প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস।
অপরদিকে,মরশুমের প্রথম দুটি ম্য়াচ জিতলেও শেষ দুটি ম্যাচ হারতে হয়েছে চেন্নাইকে। তবে ঘরের মাঠে কতটা ভয়ঙ্কর সিএসকে তা সকলের জানা।
অপরদিকে,মরশুমের প্রথম দুটি ম্য়াচ জিতলেও শেষ দুটি ম্যাচ হারতে হয়েছে চেন্নাইকে। তবে ঘরের মাঠে কতটা ভয়ঙ্কর সিএসকে তা সকলের জানা।
তবে সিএসকে ম্যাচের আগে কেকেআরের একজন প্লেয়ারকে নিয়ে চিন্তা বেড়েছে। কারণ চোটের কারনে তাঁকে সিএসকে ম্যাচে পাওয়া নিয়ে সংশয় রয়েছে।
তবে সিএসকে ম্যাচের আগে কেকেআরের একজন প্লেয়ারকে নিয়ে চিন্তা বেড়েছে। কারণ চোটের কারনে তাঁকে সিএসকে ম্যাচে পাওয়া নিয়ে সংশয় রয়েছে।
কেকেআরের পেস বোলিং অ্যাটাকে যেখানে ২৫ কোটির মিচেল স্টার্ক এখনও আশানরুপ পারফর্ম করতে পারেননি। সেখানে নজর কেড়েছেন ২০ লক্ষের হর্ষিত রানা।
কেকেআরের পেস বোলিং অ্যাটাকে যেখানে ২৫ কোটির মিচেল স্টার্ক এখনও আশানরুপ পারফর্ম করতে পারেননি। সেখানে নজর কেড়েছেন ২০ লক্ষের হর্ষিত রানা।
সানরাইজার্সের বিরুদ্ধে ৩ উইকেট নিয়ে দলের জয়ে বড় ভূমিকা নিয়েছিলেন ডান হাতি মিডিয়াম পেসার। আরসিবির বিরুদ্ধেও ২ উইকেট নিয়েছিলেন হর্ষিত রানা।
সানরাইজার্সের বিরুদ্ধে ৩ উইকেট নিয়ে দলের জয়ে বড় ভূমিকা নিয়েছিলেন ডান হাতি মিডিয়াম পেসার। আরসিবির বিরুদ্ধেও ২ উইকেট নিয়েছিলেন হর্ষিত রানা।
দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে দলে থাকলেও বল করেননি হর্ষিত রানা। তখনও মিডিয়াম পেসারকে দানা বেঁধেছিল সন্দেহ। পরে জানা যায় চোট পেয়েছেন হর্ষিত রানা।
দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে দলে থাকলেও বল করেননি হর্ষিত রানা। তখনও মিডিয়াম পেসারকে দানা বেঁধেছিল সন্দেহ। পরে জানা যায় চোট পেয়েছেন হর্ষিত রানা।
কেকেআরের চেন্নাইয়ে পৌঁছানোর সময় হর্ষিতের এক ছবি ভাইরাল হয়েছে। সেই ছবিতে দেখা যায় ডান হাতে সাপোর্টের জন্য একটি স্লিং পরে রয়েছেনল হর্ষিত রানা।
কেকেআরের চেন্নাইয়ে পৌঁছানোর সময় হর্ষিতের এক ছবি ভাইরাল হয়েছে। সেই ছবিতে দেখা যায় ডান হাতে সাপোর্টের জন্য একটি স্লিং পরে রয়েছেনল হর্ষিত রানা।
দিল্লির বিরুদ্ধে ম্যাচ জিতলেও হর্ষিত রানার অভাব বোধ হয়েছে। সিএসকের বিরুদ্ধে হর্ষিত রানা যদি  না খেলে কেকেআরে পেস অ্যাটাকের শক্তি কমাবে তা বলাই যায়।
দিল্লির বিরুদ্ধে ম্যাচ জিতলেও হর্ষিত রানার অভাব বোধ হয়েছে। সিএসকের বিরুদ্ধে হর্ষিত রানা যদি না খেলে কেকেআরে পেস অ্যাটাকের শক্তি কমাবে তা বলাই যায়।

IPL 2024 Points Table, KKR News: সিএসকে ম্যাচের আগে ‘বড় ধাক্কা’ কেকেআরে! ধোনিদের হারাতে না পারলে বাড়বে চ্যালেঞ্জ

জয়ের হ্যাটট্রিক করে আইপিএল ২০২৪ শুরু করেছে কলকাতা নাইট রাইডার্স। সোমবার অ্যাওয়ে ম্যাচে কেকেআরের প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস।
জয়ের হ্যাটট্রিক করে আইপিএল ২০২৪ শুরু করেছে কলকাতা নাইট রাইডার্স। সোমবার অ্যাওয়ে ম্যাচে কেকেআরের প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস।
সিএসকের বিরুদ্ধে নামার আগা লাগাতার ৩ জয়ে আত্মবিশ্বাসী নাইটরা। কিন্তু চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচের আগে ধাক্কা খেতে হল কেকেআরকে।
সিএসকের বিরুদ্ধে নামার আগা লাগাতার ৩ জয়ে আত্মবিশ্বাসী নাইটরা। কিন্তু চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচের আগে ধাক্কা খেতে হল কেকেআরকে।
ব্যাটে-বলে দুরমশ করে দিল্লি ক্যাপিটালসকে হারানোর পর লিগ টেবিলের শীর্ষস্থান দখল করেছিল শ্রেয়স আইয়ার, আন্দ্রে রাসেল, সুনীল নারিনরা, মিচেল স্টার্করা।
ব্যাটে-বলে দুরমশ করে দিল্লি ক্যাপিটালসকে হারানোর পর লিগ টেবিলের শীর্ষস্থান দখল করেছিল শ্রেয়স আইয়ার, আন্দ্রে রাসেল, সুনীল নারিনরা, মিচেল স্টার্করা।
অপরদিকে, শুধু কেকেআর জয়ের হ্যাটট্রিক করে কেকেআরের ঘাড়ে নিঃশ্বাস ফেলছিল রাজস্থান রয়্যালসও। চতুর্থ ম্যাচে আরসিবিকে হারাতেই একে চলে গেল রাজস্থান।
অপরদিকে, শুধু কেকেআর জয়ের হ্যাটট্রিক করে কেকেআরের ঘাড়ে নিঃশ্বাস ফেলছিল রাজস্থান রয়্যালসও। চতুর্থ ম্যাচে আরসিবিকে হারাতেই একে চলে গেল রাজস্থান।
বর্তমানে লিগ টেবিলে ৪ ম্যাচে ৪ জয়, ৮ পয়েন্ট, নেট রানরেট +১.১২০ নিয়ে শীর্ষে রয়েছে সঞ্জু স্যামসননের দল। কেকেআর অবশ্যে এক ম্যাচ কম খেলে দুইয়ে রয়েছে।
বর্তমানে লিগ টেবিলে ৪ ম্যাচে ৪ জয়, ৮ পয়েন্ট, নেট রানরেট +১.১২০ নিয়ে শীর্ষে রয়েছে সঞ্জু স্যামসননের দল। কেকেআর অবশ্যে এক ম্যাচ কম খেলে দুইয়ে রয়েছে।
কলকাতা নাইট রাইডার্স ৩ ম্য়াচ ৩ জয়, ৬ পয়েন্ট, নেট রানরেট +২.৫১৮। তৃতীয় স্থানে থাকা চেন্নাই সুপার কিংস বর্তমানে ৪ ম্যাচ ২ জয়, ৪ পয়েন্ট, নেট রানরেট +০.৫১৭।
কলকাতা নাইট রাইডার্স ৩ ম্য়াচ ৩ জয়, ৬ পয়েন্ট, নেট রানরেট +২.৫১৮। তৃতীয় স্থানে থাকা চেন্নাই সুপার কিংস বর্তমানে ৪ ম্যাচ ২ জয়, ৪ পয়েন্ট, নেট রানরেট +০.৫১৭।
তবে জমে উঠেছে লিগ টেবিলের লড়াই। সিএসকের পর ৪ পয়েন্ট রয়েছে লখনউ, হায়দরাবাদ, পঞ্জাব, গুজরাত টাইটান্স। ফলে আগামি কয়েক দিনে সাপ-লুডোর খেলা চলতে থাকবে।
তবে জমে উঠেছে লিগ টেবিলের লড়াই। সিএসকের পর ৪ পয়েন্ট রয়েছে লখনউ, হায়দরাবাদ, পঞ্জাব, গুজরাত টাইটান্স। ফলে আগামি কয়েক দিনে সাপ-লুডোর খেলা চলতে থাকবে।
তবে কেকেআরকে যদি শীর্ষস্থান ফের দখল করতে হয় তাহলে চেন্নাই সুপার কিংসের ঘরে গিয়ে হারিয়ে আসতে হবে। রানরেট ভাল থাকায় শুধু জিতলেই শীর্ষে পৌছে যাবে নাইটরা।
তবে কেকেআরকে যদি শীর্ষস্থান ফের দখল করতে হয় তাহলে চেন্নাই সুপার কিংসের ঘরে গিয়ে হারিয়ে আসতে হবে। রানরেট ভাল থাকায় শুধু জিতলেই শীর্ষে পৌছে যাবে নাইটরা।

KKR News: আরও বাড়ল আন্দ্রে রাসেলর ‘শক্তি’! সিএসকে ম্যাচের আগে বড় কথা বলে দিলেন কেকেআর তারকা

আইপিএল ২০২৪-এর শুরু থেকেই যেমন ছন্দে রয়েছে কলকাতা নাইট রাইডার্স, ঠিক তেমন ব্যাটে হাতে পুরোনো মেজাজে পাওয়া যাচ্ছে আন্দ্রে রাসেলকে।
আইপিএল ২০২৪-এর শুরু থেকেই যেমন ছন্দে রয়েছে কলকাতা নাইট রাইডার্স, ঠিক তেমন ব্যাটে হাতে পুরোনো মেজাজে পাওয়া যাচ্ছে আন্দ্রে রাসেলকে।
সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে প্রথম ম্যাচে করেছিলেন ২৪ বলে ৬৪। এবার দিল্লি বিরুদ্ধে ১৯ বলে ৪১ করলেন রাসেল।
সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে প্রথম ম্যাচে করেছিলেন ২৪ বলে ৬৪। এবার দিল্লি বিরুদ্ধে ১৯ বলে ৪১ করলেন রাসেল।
মরশুমের শুরু থেকেই কেকেআর ফ্যানেরা সাক্ষী থাকছে রাসেলের মাসেল পাওয়ারের। পুরনো রাসেলকে পেয়ে খুশি সকলেই।
মরশুমের শুরু থেকেই কেকেআর ফ্যানেরা সাক্ষী থাকছে রাসেলের মাসেল পাওয়ারের। পুরনো রাসেলকে পেয়ে খুশি সকলেই।
দিল্লির বিরুদ্ধে ১৯ বলে ৪১ রান করেন রাসেল। কেকেআরের হয়ে আইপিএল ২০০টি ছয় মারার মাইলস্টোনও ছুঁয়েছেন রাসেল।
দিল্লির বিরুদ্ধে ১৯ বলে ৪১ রান করেন রাসেল। কেকেআরের হয়ে আইপিএল ২০০টি ছয় মারার মাইলস্টোনও ছুঁয়েছেন রাসেল।
এবার সিএসকে ম্যাচের আগে বড় কথা বলে দিলেন আন্দ্রে রাসেল। ক্যারিবিয়ান তারকা জানিয়ে দিলেন কে তার শক্তি বা মনোবল আরও বাড়িয়ে দিয়েছে।
এবার সিএসকে ম্যাচের আগে বড় কথা বলে দিলেন আন্দ্রে রাসেল। ক্যারিবিয়ান তারকা জানিয়ে দিলেন কে তার শক্তি বা মনোবল আরও বাড়িয়ে দিয়েছে।
এবারের আইপিএলে নিজের মনের ও ব্যাটের জোর বাড়ানোর অনুপ্ররণার কথা বলতে গিয়ে নিজের দলের ও দেশীয় সতীর্থ সুনীল নারিনের নাম নিয়েছেন রাসেল।
এবারের আইপিএলে নিজের মনের ও ব্যাটের জোর বাড়ানোর অনুপ্ররণার কথা বলতে গিয়ে নিজের দলের ও দেশীয় সতীর্থ সুনীল নারিনের নাম নিয়েছেন রাসেল।
সিএসকে ম্যাচের আগে রাসেল জানান,নারিন যেভাবে প্রথম বল থেকে নির্ভিকভাবে মেরে খেলছে তা আমাকে অনুপ্রাণিত করেছে আরও ভাল ব্যাটিং করার জন্য।
সিএসকে ম্যাচের আগে রাসেল জানান,নারিন যেভাবে প্রথম বল থেকে নির্ভিকভাবে মেরে খেলছে তা আমাকে অনুপ্রাণিত করেছে আরও ভাল ব্যাটিং করার জন্য।
নারিনের ব্যাটিং তার মনের জোরও বাড়িয়েছে বলে জানিয়েছেন আন্দ্রে রাসেল। ফলে সিএসকে ম্যাচে রাসেলের মাসেল পাওয়ার ফের দেখার অপেক্ষায় কেকেআর ফ্যানেরা।
নারিনের ব্যাটিং তার মনের জোরও বাড়িয়েছে বলে জানিয়েছেন আন্দ্রে রাসেল। ফলে সিএসকে ম্যাচে রাসেলের মাসেল পাওয়ার ফের দেখার অপেক্ষায় কেকেআর ফ্যানেরা।

KKR News: সিএসকের বিরুদ্ধে নতুন অস্ত্রে শান দিচ্ছেন কেকেআর তারকা! হয়ে উঠবেন আরও ভয়ঙ্কর

আইপিএল ২০২৪-এ জয়ের হ্যাটট্রিক করে ফেলেছে কেকেআর। শেষ দুই ম্যাচে আরসিবি ও দিল্লিতে দুরমুশ করে জয় পেয়েছে নাইটরা। আগামী সোমবার অ্যাওয়ে ম্যাচে কেকেআরের প্রতিপক্ষ সিএসকে।
আইপিএল ২০২৪-এ জয়ের হ্যাটট্রিক করে ফেলেছে কেকেআর। শেষ দুই ম্যাচে আরসিবি ও দিল্লিতে দুরমুশ করে জয় পেয়েছে নাইটরা। আগামী সোমবার অ্যাওয়ে ম্যাচে কেকেআরের প্রতিপক্ষ সিএসকে।
কেকেআরের ব্যাটিং লাইনের বিধ্বংসী ফর্ম এবারের আইপিএলের শুরুতে কেকেআরের সাফল্যের অন্যতম কারণ। আর ব্যাটার না হয়েও সেই তালিকায় নাম রয়েছে নাইটদের মিস্ট্রি স্পিনার সুনীল নারিনের।
কেকেআরের ব্যাটিং লাইনের বিধ্বংসী ফর্ম এবারের আইপিএলের শুরুতে কেকেআরের সাফল্যের অন্যতম কারণ। আর ব্যাটার না হয়েও সেই তালিকায় নাম রয়েছে নাইটদের মিস্ট্রি স্পিনার সুনীল নারিনের।
আরসিবির বিরুদ্ধে ২২ বলে ৪৭ ও দিল্লির বিরুদ্ধ ৩৯ বল ৮৫ রানের ইনিংস খেলেন সুনীল নারিন। দিল্লির বিরুদ্ধে করা ৮৫ রান সুনীল নারিনের আইপিএল কেরিয়ারের সর্বোচ্চ রানের ইনিংস।
আরসিবির বিরুদ্ধে ২২ বলে ৪৭ ও দিল্লির বিরুদ্ধ ৩৯ বল ৮৫ রানের ইনিংস খেলেন সুনীল নারিন। দিল্লির বিরুদ্ধে করা ৮৫ রান সুনীল নারিনের আইপিএল কেরিয়ারের সর্বোচ্চ রানের ইনিংস।
এর আগে গৌতম গম্ভীর অধিনায়ক থাককালীন নারিনকে দিয়ে ওপেন করিয়ে সফল হয়েছিলেন। এবার মেন্টর হিসেবেও সেই স্ট্র্যাটেজিই নিয়েছেন গম্ভীর। দলের তাঁর উপর ভরসা দেখে নিজের ব্যাটিংয়ে দুর্বল জায়গাগুলি মেরামতি করে আরও ভয়ঙ্কর হওয়ার চেষ্টা করছেন নারিন।
এর আগে গৌতম গম্ভীর অধিনায়ক থাককালীন নারিনকে দিয়ে ওপেন করিয়ে সফল হয়েছিলেন। এবার মেন্টর হিসেবেও সেই স্ট্র্যাটেজিই নিয়েছেন গম্ভীর। দলের তাঁর উপর ভরসা দেখে নিজের ব্যাটিংয়ে দুর্বল জায়গাগুলি মেরামতি করে আরও ভয়ঙ্কর হওয়ার চেষ্টা করছেন নারিন।
কারণ, নারিন শর্ট বলের ক্ষেত্রে সমস্যায় পড়ছেন বারবার। আইপিএলে ওপেনার হিসেবে ২৭ বার আউট হয়েছেন,যার মধ্যে ১১ বারই ব্যাক লেন্থ ডেলিভারিতে আউট হয়েছেন ক্যারিবিয়ান ক্রিকেটার। এছাড়াও পাঁচবার শর্ট বলের ক্ষেত্রে নিজের উইকেট হারিয়েছেন।
কারণ, নারিন শর্ট বলের ক্ষেত্রে সমস্যায় পড়ছেন বারবার। আইপিএলে ওপেনার হিসেবে ২৭ বার আউট হয়েছেন,যার মধ্যে ১১ বারই ব্যাক লেন্থ ডেলিভারিতে আউট হয়েছেন ক্যারিবিয়ান ক্রিকেটার। এছাড়াও পাঁচবার শর্ট বলের ক্ষেত্রে নিজের উইকেট হারিয়েছেন।
তাই শট বলে সাবলীলভাবে ব্যাটিং করতে অনুশীলনে বাড়তি ঘাম ঝরাচ্ছেন সুনীল নাপিন। ব্যাডক লেন্থ ও শর্ট বলে বোলিং মেশিন থেকে নেট প্র্যাকটিসে দীর্ঘ সময় ব্যাটিং করছেন। এছাড়া বডি লেন্থ ও অফ স্টাম্পের বাইরের বল, স্পিনারদের ফ্রন্ট ফুটে অ্যাটাকিং শট খেলায় নারিনের যে সমস্যা আছে তাও শুধরে নেওয়ার চেষ্টা করছেন।
তাই শট বলে সাবলীলভাবে ব্যাটিং করতে অনুশীলনে বাড়তি ঘাম ঝরাচ্ছেন সুনীল নাপিন। ব্যাডক লেন্থ ও শর্ট বলে বোলিং মেশিন থেকে নেট প্র্যাকটিসে দীর্ঘ সময় ব্যাটিং করছেন। এছাড়া বডি লেন্থ ও অফ স্টাম্পের বাইরের বল, স্পিনারদের ফ্রন্ট ফুটে অ্যাটাকিং শট খেলায় নারিনের যে সমস্যা আছে তাও শুধরে নেওয়ার চেষ্টা করছেন।
সিএসকের ম্যাচের আগে নিজের কমজুরিগুলি নিয়ে লাগাতার কাজ করছেন। এই বলগুলিতে নতুন নতুন শট খেলাও অনুশীলন করছেন। সঙ্গে রয়েছে তাঁর বোলিং। নারিনের ব্যাটে এমন ঝড় যেন চালু থাকে সেই কামনাই করছেন কেকেআর ফ্যানেরা।
সিএসকের ম্যাচের আগে নিজের কমজুরিগুলি নিয়ে লাগাতার কাজ করছেন। এই বলগুলিতে নতুন নতুন শট খেলাও অনুশীলন করছেন। সঙ্গে রয়েছে তাঁর বোলিং। নারিনের ব্যাটে এমন ঝড় যেন চালু থাকে সেই কামনাই করছেন কেকেআর ফ্যানেরা।

KKR News: সিএসকে ম্যাচে খেলবেন না দুই কেকেআর তারকা? জয়ের হ্য়াটট্রিকেও স্বস্তি নেই নাইটদের! জানুন বিস্তারিত

পরপর ৩ ম্যাচ জিতে আইপিএল ২০২৪-এর শুরুটা দুরন্ত করেছে কলকাতা নাইট রাইডার্স। জয়ের হ্যাটট্রিকের পর লিগ টেবিলেও শীর্ষ স্থানে রয়েছে কেকেআর। আগামী সোমবার অ্যাওয়ে ম্যাচে নাইটদের প্রতিপক্ষ সিএসকে।
পরপর ৩ ম্যাচ জিতে আইপিএল ২০২৪-এর শুরুটা দুরন্ত করেছে কলকাতা নাইট রাইডার্স। জয়ের হ্যাটট্রিকের পর লিগ টেবিলেও শীর্ষ স্থানে রয়েছে কেকেআর। আগামী সোমবার অ্যাওয়ে ম্যাচে নাইটদের প্রতিপক্ষ সিএসকে।
চেন্নাই পরপর দুটি ম্যাচ হারলেও ঘরের মাঠে ইয়োলো আর্মি কতটা ভয়ঙ্কর তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। তারউপর কেকেআরের ম্যাচে আগে এক নয় দুই তারকা ক্রিকেটারের খেলা নিয়ে রয়েছে চিন্তা।
চেন্নাই পরপর দুটি ম্যাচ হারলেও ঘরের মাঠে ইয়োলো আর্মি কতটা ভয়ঙ্কর তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। তারউপর কেকেআরের ম্যাচে আগে এক নয় দুই তারকা ক্রিকেটারের খেলা নিয়ে রয়েছে চিন্তা।
যে দুই ক্রিকেটারের খেলা নিয়ে সংশয় তাদের মধ্যে অন্যতম হলেন দুরন্ত ফর্মে থাকা মিডিয়াম পেসার হর্ষিত রানা। সানরাইজার্সের বিরুদ্ধে ৩ ও আরসিবির বিরুদ্ধে ২ উইকেট নিয়েছিলেন। কিন্তু দিল্লির বিরুদ্ধে দলে থাকলেও বোলিং করেননি।
যে দুই ক্রিকেটারের খেলা নিয়ে সংশয় তাদের মধ্যে অন্যতম হলেন দুরন্ত ফর্মে থাকা মিডিয়াম পেসার হর্ষিত রানা। সানরাইজার্সের বিরুদ্ধে ৩ ও আরসিবির বিরুদ্ধে ২ উইকেট নিয়েছিলেন। কিন্তু দিল্লির বিরুদ্ধে দলে থাকলেও বোলিং করেননি।
টিমের পক্ষ থেকে কিছু জানানো না হলেও, কেকেআরের ক্রিকেটাররা যখন চেন্নাইয়ে পৌঁছান সেই সময় হর্ষিতের এক ছবি ভাইরাল হয়েছে। বিমানবন্দর থেকে হর্ষিত বেরোনোর সময় দেখা যায় ডান হাতে সাপোর্টের জন্য একটি স্লিং পরে রয়েছেন।
টিমের পক্ষ থেকে কিছু জানানো না হলেও, কেকেআরের ক্রিকেটাররা যখন চেন্নাইয়ে পৌঁছান সেই সময় হর্ষিতের এক ছবি ভাইরাল হয়েছে। বিমানবন্দর থেকে হর্ষিত বেরোনোর সময় দেখা যায় ডান হাতে সাপোর্টের জন্য একটি স্লিং পরে রয়েছেন।
এরপরই জল্পনা শুরু হয় তাহলে কী চোট রয়েছে হর্ষিত রানার? চোটের কারণেই কী দিল্লির বিরুদ্ধে বোলিং করেননি হর্ষিত রানা। যদিও কেকেআরের তরফ থেকে এখনও কোনও আপডেট মেলেনি এই বিষয়ে।
এরপরই জল্পনা শুরু হয় তাহলে কী চোট রয়েছে হর্ষিত রানার? চোটের কারণেই কী দিল্লির বিরুদ্ধে বোলিং করেননি হর্ষিত রানা। যদিও কেকেআরের তরফ থেকে এখনও কোনও আপডেট মেলেনি এই বিষয়ে।
অপরদিকে, দ্বিতীয় চিন্তার কারণ হল কবে ফিট হয়ে উঠবেন নীতিশ রানা। তিনি কেকেআরের সহ অধিনায়কও। সানরাইজার্সের বিরুদ্ধে খেললেও পরের দুই ম্যাচে নীতিশ খেলেননি । এরপর জানা যায় নীতীশ রানার আঙুলে চোট রয়েছে।
অপরদিকে, দ্বিতীয় চিন্তার কারণ হল কবে ফিট হয়ে উঠবেন নীতিশ রানা। তিনি কেকেআরের সহ অধিনায়কও। সানরাইজার্সের বিরুদ্ধে খেললেও পরের দুই ম্যাচে নীতিশ খেলেননি । এরপর জানা যায় নীতীশ রানার আঙুলে চোট রয়েছে।
দিল্লি ম্যাচের আগে অনুশীলনেও দেখা যায়নি নীতিশ রানাকে। সিএসকের বিরুদ্ধে দলের সহ অধিনায়ক চোট সারিয়ে ফিরবেন কিনা তা নিয়েও রয়েছে সংশয়। ফলে সিএসকের ম্যাচের আগে দুই রানা চিন্তা একটু হলেও বাড়িয়েছে কেকেআর ম্যানেজমেন্টের।
দিল্লি ম্যাচের আগে অনুশীলনেও দেখা যায়নি নীতিশ রানাকে। সিএসকের বিরুদ্ধে দলের সহ অধিনায়ক চোট সারিয়ে ফিরবেন কিনা তা নিয়েও রয়েছে সংশয়। ফলে সিএসকের ম্যাচের আগে দুই রানা চিন্তা একটু হলেও বাড়িয়েছে কেকেআর ম্যানেজমেন্টের।

KKR News: বড় ভুল করে ফেলেছেন সুনীল নারিন! সমস্যায় কেকেআর তারকা? জানুন বিস্তারিত

চেন্নাই: এবার আইপিএলে ব্যাট হাত বিধ্বংসী ফর্ম রয়েছন সুনীল নারিন। গৌতম গম্ভীর মেন্টর হয় ফিরতেই তাঁর অধিনায়ক থাকাকালীন নারিনকে ফের ওপেনে পাকাপাকিভাবে নিয়ে আসেন। আপাতত গম্ভীরর স্ট্র্যাটেজি দারুণ কাজ করছে। আরসিবি ও দিল্লির বিরুদ্ধ ঝোড়ো ইনিংস খেলে ম্যাচে একাই পার্থক্য গড়ে দেন নারিন।

আরসিবির বিরুদ্ধে ২২ বলে ৪৭ ও দিল্লির বিরুদ্ধ ৩৯ বল ৮৫ রানের ইনিংস খেলার পর ফুরফুরে মেজাজে রয়েছন নারিন। কিন্তু এরই মধ্য একটি ভুল করে সমস্যায় পড়ে গেলেন কেকেআরের ক্যারিবিয়ান তারকা। সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় নারিন। ইনস্টাগ্রাম স্টোরিতে না বুঝে একটি পোস্ট শেয়ার করে বিতর্ক তৈরি করে দেন নারিন।

নারিন যে পোস্টটি করেছেন তাতে লেখা রয়েছে,”আরসিবি-র বিরুদ্ধে রান করতে বরাবরই ভাল লাগে। এই দলের বোলিং আক্রমণ খুবই দুর্বল।” কেন আরসিবিকে কটাক্ষ করে এমন পোস্ট করত গেলেন সুনীল নারিন তা নিয়ে তৈরি হয় জল্পনা। পরে অবশ্যে কেকেআর তারকার এই পোস্ট করার কারণ জানা যায়। যাতে নারিনের খুব একটা দোষ নেই।

আরও পড়ুন: KKR News: কোন কেকেআর প্লেয়ারের বাবা-মা দুজনই ভারতের হয়ে খেলেছেন? উত্তর দিতে ব্যর্থ অনেকেই

আসলে কার্ডটি সোশ্যাল মিডিয়া থেকে পান নারিন। পুরো বিষয়টিই লেখা ছিল হিন্দিতে। সঙ্গে রয়েছে নারিনের ছবি। হিন্দিতে লেখা না বুঝেই তা ইনস্টা স্টোরিতে শেয়ার করে দেন ক্যারিবিয়ান তারকা। পরে নিজের ভুল কারও থেকে বুঝতে পেরে সেই স্টোরি সরিয়েও দিয়েছেন সুনীল নারিন। কিন্তু না বুঝে হলেও এমন পোস্ট করায় কটাক্ষের শিকার হতে হয়েছে নারিনকেও।