IPL-র বাজার জমে উঠেছে৷ ব্যাট বলের লড়াই৷ ম্যাচ জুড়ে তীব্র উত্তেজনা৷ মাঠে বাজির খেলা, চিয়ার লিডারদের নাচ সব মিলিয়ে আনন্দের ডবল ডোজ৷ এত এত রান ক্রিকেটাররা কী করতে পারেন চোখ কচলেও মানুষ বিশ্বাস করতে পারেন না৷

IPL 2024: আইপিএলের মেগা খেলায় এঁরা ধামাকা তোলেন, কিন্তু এত্ত বড় তারকার এইটা নেই!

IPL-র বাজার জমে উঠেছে৷ ব্যাট বলের লড়াই৷ ম্যাচ জুড়ে তীব্র উত্তেজনা৷ মাঠে বাজির খেলা, চিয়ার লিডারদের নাচ সব মিলিয়ে আনন্দের ডবল ডোজ৷ এত এত রান ক্রিকেটাররা কী করতে পারেন চোখ কচলেও মানুষ বিশ্বাস করতে পারেন না৷
IPL-র বাজার জমে উঠেছে৷ ব্যাট বলের লড়াই৷ ম্যাচ জুড়ে তীব্র উত্তেজনা৷ মাঠে বাজির খেলা, চিয়ার লিডারদের নাচ সব মিলিয়ে আনন্দের ডবল ডোজ৷ এত এত রান ক্রিকেটাররা কী করতে পারেন চোখ কচলেও মানুষ বিশ্বাস করতে পারেন না৷
কখনও আন্দ্রে রাসেল, কখনও মহেন্দ্র সিং ধোনি, দর্শকদের মনোরঞ্জন করছেন৷ কিন্তু জানেন কি একাধিক ধামাকা ক্রিকেটার রয়েছেন যাঁরা চার -ছয় মারার নজির গড়লেও আইপিএলে শতরান করতে পারেননি৷
কখনও আন্দ্রে রাসেল, কখনও মহেন্দ্র সিং ধোনি, দর্শকদের মনোরঞ্জন করছেন৷ কিন্তু জানেন কি একাধিক ধামাকা ক্রিকেটার রয়েছেন যাঁরা চার -ছয় মারার নজির গড়লেও আইপিএলে শতরান করতে পারেননি৷
মহেন্দ্র সিং ধোনি আইপিএলে চেন্নাই সুপার কিংসের জার্সিতেই খেলেছেন৷ কিন্তু তাঁর কোনও শতরান নেই৷ তাঁর সবচেয়ে বেশি রান ৮৪৷
মহেন্দ্র সিং ধোনি আইপিএলে চেন্নাই সুপার কিংসের জার্সিতেই খেলেছেন৷ কিন্তু তাঁর কোনও শতরান নেই৷ তাঁর সবচেয়ে বেশি রান ৮৪৷
গৌতম গম্ভীর ১৫৪ ম্যাচ খেলেছিলেন৷ কিন্তু তাঁরও কোনও শতরান নেই৷ তাঁর সর্বোচ্চ রান ৯৩৷
গৌতম গম্ভীর ১৫৪ ম্যাচ খেলেছিলেন৷ কিন্তু তাঁরও কোনও শতরান নেই৷ তাঁর সর্বোচ্চ রান ৯৩৷
১৮৯ ম্যাচ খেলেছেন কায়রন পোলার্ড৷ তাঁরও নেই শতরান৷ ৮৭ রান তাঁর আইপিএলে সর্বোচ্চ স্কোর৷
১৮৯ ম্যাচ খেলেছেন কায়রন পোলার্ড৷ তাঁরও নেই শতরান৷ ৮৭ রান তাঁর আইপিএলে সর্বোচ্চ স্কোর৷
রবিন উথাপ্পা ২০৫ ম্যাচ খেলেছেন৷ তাঁর সর্বোচ্চ রান ৮৮ ৷ তাই তাঁরও আইপিএলে কোনও শতরান নেই৷
রবিন উথাপ্পা ২০৫ ম্যাচ খেলেছেন৷ তাঁর সর্বোচ্চ রান ৮৮ ৷ তাই তাঁরও আইপিএলে কোনও শতরান নেই৷
৯৯ সর্বোচ্চ রানেই থমকে গেছেন ইশান কিষাণ৷ তরুণ তুর্কি ধামাকা এই ব্যাটারের নেই শতরান৷
৯৯ সর্বোচ্চ রানেই থমকে গেছেন ইশান কিষাণ৷ তরুণ তুর্কি ধামাকা এই ব্যাটারের নেই শতরান৷
ধামাকা ব্যাটিংয়ের জন্য ক্রিকেট দুনিয়ায় বিখ্যাত গ্লেন ম্যাক্সওয়েল৷  ৯৫ রান তাঁর সর্বোচ্চ স্কোর৷
ধামাকা ব্যাটিংয়ের জন্য ক্রিকেট দুনিয়ায় বিখ্যাত গ্লেন ম্যাক্সওয়েল৷  ৯৫ রান তাঁর সর্বোচ্চ স্কোর৷
হার্দিক পান্ডিয়ার ধামাকা ইনিংসে কুপোকাত হন দর্শকরা৷ কিন্তু তাঁরও ঝোলায় আইপিএল শতরান নেই৷ তাঁর সেরা রান ৯১৷
হার্দিক পান্ডিয়ার ধামাকা ইনিংসে কুপোকাত হন দর্শকরা৷ কিন্তু তাঁরও ঝোলায় আইপিএল শতরান নেই৷ তাঁর সেরা রান ৯১৷
কেকেআরের আন্দ্রে রাসেলেরও নেই আইপিএল সেঞ্চুরি৷ তাঁর সর্বোচ্চ রান ৮৮ ৷
কেকেআরের আন্দ্রে রাসেলেরও নেই আইপিএল সেঞ্চুরি৷ তাঁর সর্বোচ্চ রান ৮৮ ৷
আইপিএল ২০২৪ এ কেকেআর অধিনায়ক৷ শ্রেয়স আইয়ারও ৯৬ রান করতে পেরেছেন৷ কিন্তু শতরান তাঁরও অধরা৷
আইপিএল ২০২৪ এ কেকেআর অধিনায়ক৷ শ্রেয়স আইয়ারও ৯৬ রান করতে পেরেছেন৷ কিন্তু শতরান তাঁরও অধরা৷
তালিকায় রয়েছেন ফ্যাফ ডু প্লেসিসও৷ তাঁর ঝোলাতেও শতরান নেই৷ তাঁর সেরা স্কোর ৯৬ ৷
তালিকায় রয়েছেন ফ্যাফ ডু প্লেসিসও৷ তাঁর ঝোলাতেও শতরান নেই৷ তাঁর সেরা স্কোর ৯৬ ৷