পায়ে চোটের কারণে খুব বেশি ছুটতে পারছেন না ধোনি। এমনকী তাঁকে খোড়াতেও দেখা গিয়েছে।

MS Dhoni: আর কোনও দিন কলকাতায় খেলবেন না ধোনি! মন ভাঙল ক্রিকেট প্রেমিদের

গত বছর ইডেনে সিএসকে বনাম কেকেআর ম্যাচ হয়েছিল ২৩ এপ্রিল। সেই সময় সকলেই ধরে নিয়েছিল এই শেষবার প্লেয়ার হিসেবে ইডেনে নামতে চলেছেন ধোনি ।
গত বছর ইডেনে সিএসকে বনাম কেকেআর ম্যাচ হয়েছিল ২৩ এপ্রিল। সেই সময় সকলেই ধরে নিয়েছিল এই শেষবার প্লেয়ার হিসেবে ইডেনে নামতে চলেছেন ধোনি ।
২০২৩ আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর ধোনি জানিয়ে দিয়েছিলেন আরও একটি মরশুম আইপিএল খেলবেন তিনি। ফলে কলকাতার ধোনির ফ্যানেরা ভেবেছিল আরও একবার ইডেনে নামবেন ধোনি।
২০২৩ আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর ধোনি জানিয়ে দিয়েছিলেন আরও একটি মরশুম আইপিএল খেলবেন তিনি। ফলে কলকাতার ধোনির ফ্যানেরা ভেবেছিল আরও একবার ইডেনে নামবেন ধোনি।
কিন্তু ২০২৪ আইপিএলের দ্বিতীয় ধাপে যে পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড তাতে মন ভেঙেছে কলকাতার ক্রিকেট প্রেমিদের। আর হয়তো ইডেনে দেখা যাবে না ধোনিকে।
কিন্তু ২০২৪ আইপিএলের দ্বিতীয় ধাপে যে পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড তাতে মন ভেঙেছে কলকাতার ক্রিকেট প্রেমিদের। আর হয়তো ইডেনে দেখা যাবে না ধোনিকে।
আইপিএলের পূর্ণাঙ্গ সূচি অনুযায়ী, এ বার কলকাতা নাইট রাইডার্স এবং চেন্নাই সুপার কিংস মুখোমুখি হবে এক বার। আগামী ৮ এপ্রিল, সোমবার সেই ম্যাচ অনুষ্ঠিত হবে চেন্নাইয়ে। তাই এ বার আর কলকাতায় খেলতে আসবেন না ধোনি।
আইপিএলের পূর্ণাঙ্গ সূচি অনুযায়ী, এ বার কলকাতা নাইট রাইডার্স এবং চেন্নাই সুপার কিংস মুখোমুখি হবে এক বার। আগামী ৮ এপ্রিল, সোমবার সেই ম্যাচ অনুষ্ঠিত হবে চেন্নাইয়ে। তাই এ বার আর কলকাতায় খেলতে আসবেন না ধোনি।
প্রসঙ্গত, ইতিমধ্যেই সিএসকের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন এমএস ধোনি। এই মরশুমই তাঁর শেষ, সেই আভাসও দিয়ে রেখেছেন। ফলে ২৩ এপ্রিল ২০২৩ তারিখটা হয়তো ক্যালেন্ডারে মার্ক করে রাখতে হবে। কারণ সেই দিনই হয়তো ইডেনে শেষবার প্লেয়ার হিসেবে পা রাখার দিন হয়ে থাকবে ধোনির।
প্রসঙ্গত, ইতিমধ্যেই সিএসকের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন এমএস ধোনি। এই মরশুমই তাঁর শেষ, সেই আভাসও দিয়ে রেখেছেন। ফলে ২৩ এপ্রিল ২০২৩ তারিখটা হয়তো ক্যালেন্ডারে মার্ক করে রাখতে হবে। কারণ সেই দিনই হয়তো ইডেনে শেষবার প্লেয়ার হিসেবে পা রাখার দিন হয়ে থাকবে ধোনির।