IPL 2024 CSK vs GT: গিলের গুজরাত না ঋতুর চেন্নাই, দুই তরুণ অধিনায়কের দ্বৈরথে কে করবে বাজিমাত

চেন্নাই: আইপিএল ২০২৪-এ আজ দুই তরুণ অধিনায়কের মগজাস্ত্রের লড়াই। একদিকে চেন্নাই সুপার কিংসের ঋতুরাজ গায়কোয়াড়। অপরদিক, গুজরাত টাইটান্সের শুভমান গিল। দুই দলই তাদের আইপিএল ২০২৪ অভিযান শুরু করেছে জয় দিয়ে। মঙ্গলে চিপকে কে হাসবে শেষ হাসি সেই দিকেই নজর ক্রিকেট প্রেমিদের।

আইপিএল পয়েন্ট টেবিল ২০২৪ | IPL 2024 Points Table

মরশুমের প্রথম ম্যাচ থেকেই ছন্দে পাওয়া গিয়েছে চেন্নাইকে। সিএসকের ব্যাটিং লাইনে কম-বেশি সকলেই রান করে আরসিবির বিরুদ্ধে। রাচিন রবীন্দ্র, অজিঙ্কে রাহানে, ড্যারিল মিচেল থেকে শুরু করে শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, সকলেই রান পাওয়ায় স্বস্তি রয়েছে চেন্নাই শিবিরে। তবে বোলিং নিয়ে একটি দুশ্চিন্তা রয়েছে। মুস্তাফিজুর রহমান ছাডডা প্রথম ম্যাচে খুব একটা দাগ কাটতে পারেননি কেউই। ঘরের মাঠে টানা দ্বিতীয় জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী সিএসকে শিবির।

আইপিএল ২০২৪ পার্পল ক্যাপ | IPL 2024 Purple Cap

আইপিএল ২০২৪ অরেঞ্জ ক্যাপ | IPL 2024 Orange Cap

আইপিএল ২০২৪ ফলাফল | IPL 2024 Live Results

অন্যদিকে, মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে টানটান ম্যাচে ৬ রান জেতে গুজরাত। তবে প্রথম ম্যাচেই যেভাব মুম্বইয়ের জয়ের গ্রাস ছিনিয়ে নিয়ে জয় পেয়েছে গুজরাত, তাতে শুভমানের অধিনায়কত্বের প্রশংসা করেছেন সকলেই। তবে প্রথম ম্যাচে সাই সুদর্শন ও শুভমান গিল ছাড়া আর কাওকে ব্যাটিংয়ে তেমন একটা ছন্দে পাওয়া যায়নি। বোলিংয়ে নজর কেড়েছিলেন আজমতউল্লাহ ওমরজাই, উমেশ যাদব, স্পেনসর জনসন, মোহিত শর্মারা। দ্বিতীয় ম্যাচে সিএসকের বিরুদ্ধে লড়াই দেওয়ার জন্য তৈরি গিলের গুজরাত।

আরও পড়ুনঃ Virat Kohli: টি-২০ ক্রিকেটে বিরাট রেকর্ড গড়লেন কোহলি, যা নেই কোনও ভারতীয় ক্রিকেটারের

এক, চিপকে কতটা অপ্রতিরোধ্য চেন্নাই সুপার কিংস তা সকলের জানা। দুই, উভয় দলের ব্যাটিং-বোলিং বিভাগের শক্তি-ভারসাম্য-গভীরতা বিচার করলে চেন্নাই সুপার কিংসকে কিছুটা এগিয়ে রাখছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। তবে আরও একটি হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় ফ্যানেরা।