সাসপেন্ড পন্থ।

IPL 2024: কেকেআর ম্যাচ হারের জ্বালা! তারউপর ‘শাস্তি’ হল ঋষভ পন্থের

বিশাখাপত্তম: আইপিএল ২০২৪-এর শুরুটা একেবারেই ভাল হয়নি দিল্লি ক্যাপিটালসের। মরশুমের প্রথম ৪ ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয় পেয়েছে ঋষভ পন্থের দল। বুধবার কেকেআরের বিরুদ্ধে লজ্জার হারের সম্মুখীন হতে হয়েছে দিল্লিকে। এবার কাটা ঘায়ে নুনের ছিটার মত কেকেআর ম্যাচ হারের পর বড় শাস্তি হল ঋষভ পন্থ সহ গোটা দিল্লি দলের।

আইপিএল পয়েন্ট টেবিল ২০২৪ | IPL 2024 Points Table

আইপিএলের নিয়ম অনুযায়ী পরপর ২ ম্যাচে নির্দিষ্টি সময়ে ২০ ওভার শেষ করতে না পারলে শাস্তি স্বরূপ জরিমানা হয়ে থাকে সেই দলের অধিনায়ক ও গোটা দলকে। কেকেআর ম্যাচে স্লো ওভার রেটের জন্য ২৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্থকে। এছাড়া দলের বাকি ক্রিকটারদের ৬ লক্ষ টাকা করে জরিমানা করা হয়েছে।

আইপিএল ২০২৪ পার্পল ক্যাপ | IPL 2024 Purple Cap

আইপিএল ২০২৪ অরেঞ্জ ক্যাপ | IPL 2024 Orange Cap

আইপিএল ২০২৪ ফলাফল | IPL 2024 Live Results

আরও পড়ুন: KKR News: কেকেআরে খেলছেন বলিউড হিরো গোবিন্দার জামাই! বলুন তো কে সেই তারকা

প্রসঙ্গত, দিল্লির বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় কেকেআর। সুনীল নারিন, আংক্রিশ রঘুবংশী, আন্দ্রে রাসেল, রিঙ্কু সিংদের ব্যাটং তাণ্ডবে ভর করে ২০ ওভারে ৭ উইকেটে ২৭২ রান করে কেকেআর। যা আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। কেকেআরের আইপিএল ইতিহাসে সর্বোচ্চ। রান তাড়া করতে নেমে ১৬৬ রানে অলআউট হয়ে যায় দিল্লি। ১০৬ রানে ম্যাচ জেতে নাইটরা।