IPL 2024 GT vs PBKS: গুজরাতের জয়ের গ্রাস ছিনিয়ে নিলেন শশাঙ্ক সিং! ৩ উইকেটে রুদ্ধশ্বাস জয় পঞ্জাবের

আহমেদাবাদ: আহমেদাবাদে গুজরাত টাইটান্সের ঘরের মাঠে রুদ্ধশ্বাস লাস্ট ওভার থ্রিলারে দুরন্ত জয় পেল পঞ্জাব কিংস। পরপর ২ ম্যাচ হারের পর জয়ে ফিরল প্রীতি জিন্টার দল। গুজরাতের জেতা ম্যাচ শেষ কয়েক ওভারে ছিনিয়ে নিয়ে পঞ্জাবের জয়ের নায়ক শশাঙ্ক সিং। ২০০ রান তাড়া করতে নেমে ১ বল বাকি থাকতে ৩ উইকেটে ম্যাচ জেতে পঞ্জাব কিংস।

ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় পঞ্জাব কিংস। শুরুটা ভাল না হলেও দুরন্ত ব্যাটিং করেন শুভমান গিল। অধিনায়কোচিত ইনিংস খেলেন তিনি। শুরু থেকে শেষ পর্যন্ত কার্যত একার কাঁধ দলকে টানেন গিল। শুভমান গিলকে কিছুটা সঙ্গ দেন কেন উইলিয়ামসন , সাই সুদর্শন, রাহুল তেওয়াটিয়া। তিন জন ২৬, ৩৩ ও ২৩ রান করেন।

অপরদিকে, ওপেনিং থেকে শেষ পর্যন্ত নিজের মারকাটারি ব্যাটিং চালিয়ে যান গুজরাত টাইটান্স অধিনায়ক। ৪৮ বল ৮৯ রানের অনবদ্য ইনিংস খেলেন শুভমান গিল। ৬টি চার ও ৪টি ছয়ে সাজানো তাঁর ইনিংস। অপরাজিত থাকন শুভমান গিল। শেষ পর্যন্ত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৯ রানের বড় স্কোর করে গুজরাত টাইটান্স।

২০০ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুটা ভাল হয়নি পঞ্জাব কিংসের। নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে শিখর ধওয়ানের দল। মাঝে জনি বেয়ারস্টো ও প্রভসিমরন সিং কিছুটা লড়াই দেওয়ার চেষ্টা করলেও বড় স্কোর করতে পারেননি। বেয়ারস্টো ২২ ও প্রভসিমরন সিং ৩৫ রান করে আউট হন। রান পাননি ধওয়ান, স্যাম কুরান ও সিকন্দর রাজারা।

আরও পড়ুনঃ KKR News: কোন কেকেআর প্লেয়ারের বাবা-মা দুজনই ভারতের হয়ে খেলেছেন? উত্তর দিতে ব্যর্থ অনেকেই

একটা সময় মনে হচ্ছিল পঞ্জাবের হাত থেকে ম্যাচ বেরিয়ে যাচ্ছে। তখনও খেলার রং বদলে দেন লোয়ার অর্ডারের দুই ব্যাটার শশাঙ্ক সিং ও ইমপ্যাক্ট প্লোর আশুতোষ শর্মা। দুজন মিলে মারকাটারি ব্যাটিং করে গুজরাতের জয়ের গ্রাস কেড়ে নেয়। অর্ধশতরান করেন শশাঙ্ক। আশুতোষ ১৭ বলে ৩১ করে আউট হলেও ম্যচ ফিনিশ করেন শশাঙ্ক। শেষ ওভারে ১ বল বাকি থাকতে ম্যাচ জেতে পঞ্জাব। ২৯ বলে ৬১ রান করে অপরাজিত থাকেন শশাঙ্ক সিং।