২৭ বলে ৮৪! মুড়ি-মুড়কির মতো বাউন্ডারি! আইপিএলে বিদায় ঘণ্টা বেজে গেল ‘বড় দলের’!

নয়াদিল্লি: মুড়ি-মুড়কির মতো বাউন্ডারি আর ছক্কা! আইপিএলে তাণ্ডব অজি ব্যাটারের।

আইপিএলে দিল্লি ক্যাপিটালস হারাল মুম্বাই ইন্ডিয়ান্সকে। সৌজন্যে জ্যাক ফ্রেজার ম্যাগগুর্ক। এই অজি ব্যাটার এদিন বুলডোজার চালালেন হার্দিক পান্ডিয়ার বোলারদের উপর দিয়ে।

মুম্বই ইন্ডিয়ান্স এই ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল। দিল্লির হয়ে ওপেন করতে আসা জ্যাক ফ্রেজার ম্যাগগুর্ক দুর্দান্ত ফর্মে ছিলেন। ২৭ বলে ৮৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি।

আরও পড়ুন- মাত্র এক রানের জন্য ঝামেলায় জড়ালেন গৌতম গম্ভীর, ভাইরাল ভিডিয়ো

দিল্লির হয়ে ব্যাটিং ওপেনিং করে দারুণ শুরু করেন ফ্রেজার ম্যাকগার্ক। প্রথম বল থেকেই ছন্দে ছিলেন তিনি। ফ্রেজার তাঁর ইনিংসে ১১টি চার ও ৬টি ছক্কা মারেন। তাঁর স্ট্রাইক রেট ছিল ২০০। এবারের আইপিএলে অসাধারণ পারফর্ম করছেন ফ্রেজার। এখনও পর্যন্ত ৫ ম্যাচে ২৪৭ রান করেছেন তিনি। ৩টি হাফ সেঞ্চুরিও আছে তাঁর নামের পাশে।

আইপিএলে বর্তমানে দিল্লি ক্যাপিটালসের অবস্থা ভাল। এখনও পর্যন্ত ৯টি ম্যাচের মধ্যে ৪টিতে জিতেছে দিল্লি। ফলে প্লে-অফের আশা এখনও আছে। মুম্বই ইন্ডিয়ান্সে আপাতত পয়েন্ট টেবিলে ৯-এ। ফলে বোঝাই যাচ্ছে, প্লে-অফে খেলার আশা তাঁদের ক্রমশ ক্ষীণ হচ্ছে।

আরও পড়ুন- KKR vs PBKS: টি-২০ ক্রিকেটে নয়া ইতিহাস তৈরি করল পঞ্জাব কিংস,গড়ল দুই বিশ্বরেকর্ড

দিল্লি এদিন চার উইকেট হারিয়ে ২৫৭ রান করে। মুম্বই ৯ উইকেট হারিয়ে ২৪৭ রান করে। এই হারের ফলে মুম্বই আরও কোণঠাঁসা হয়ে গেল। হার্দিক পান্ডিয়া এদিন ২৪ বলে ৪৬ রানের ইনিংস খেলেন। ৩২ বলে ৬৩ রান করেন তিলক বর্মা।