২২ মার্চ থেকে শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৭ তম মরশুম। ২৩ তারিখ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ আইপিএল অভিযান শুরু করবে কলকাতা নাইট রাইডার্স।

KKR Match Ticket Price: ইডেনে কেকেআর ম্যাচের টিকিটের দাম কত? কবে থেকে পাওয়া যাবে? জানা গেল আপডেট

কলকাতা: আইপিএলের ঢাকে কাঠি পড়বে আগামী ২২ মার্চ। অংশগ্রহকারী দলগুলি ইতিমধ্যেই তাদের প্রস্তুতি শুরু করেছে। ফলে যতই বাতাসে লোকসভা নির্বাচনের গন্ধ বাড়তে থাকুক না কেন, আইপিএল ঘিরে আগ্রহ বাড়তে শুরু করেছে ক্রিকেট প্রেমিদের মধ্যে। সেই আগ্রহে বাতাস লাগালো সিএবি-তে। চূড়ান্ত হয়ে গেল আইপিএলে টিকিটের দাম।

আর মাত্র কয়েক দিনের অপেক্ষা তারপরেই শুরু হয়ে যাবে আইপিএল। লোকসভা ভোট ঘোষণা না হওয়া পর্যন্ত প্রাথমিক এক দফার সূচি ঘোষণা হয়েছে। তবে ইডেনে কেকেআরের সব ম্যাচের টিকিটের দাম নির্ধারিত। ২৩ মার্চ কলকাতা নাইট রাইডার্স ইডেনে খেলবে হায়দরাবাদ সানরাইজার্সের বিরুদ্ধে। ফলে গৌতম গম্ভীরের প্রশিক্ষনাধীন নাইটদের নিয়ে আগ্রহ রয়েছে ভক্তদের মধ্যে।

সোমবার ইডেনে কেকেআরের সব ম্যাচের টিকিটের দাম নির্ধারিত হয়ে গেল। সর্বনিম্ন টিকিটের দাম ৭৫০ টাকা। যুব সমাজকে মাঠমুখো করতেই এই সিদ্ধান্ত নাইট কর্তৃপক্ষের। যা সুখবর সমাজের ক্রীড়া-প্রেমীদের জন্য। এছাড়াও আরও কয়েকটি ধাপ রয়েছে টিকিটের দামের। হাজার, দেড় হাজার, দু হাজার, তিন হাজার,সাড়ে তিন হাজার টাকার টিকিট রয়েছে। সাড়ে আট হাজার টাকার টিকিট রয়েছে গ্যালারি নির্দিষ্ট একটি অংশের জন্য। কর্পোরেট বক্সের টিকিটের দাম আলাদা। আগামী সোম অথবা মঙ্গলবার থেকে টিকিট বিক্রি শুরু হবে।

আরও পড়ুন: Rohit Sharma: হার্দিকের সঙ্গে ঝামেলা! মুম্বই ছেড়ে ধোনির জায়গায় রোহিত হবেন সিএসকে অধিনায়ক? চেন্নাই তারকার মন্তব্যে জল্পনা

১৫ মার্চ থেকে কলকাতা নাইট রাইডার্স তাদের চুড়ান্ত প্রস্তুতি শিবির শুরু করবে। পুরো দল ধীরে ধীরে কলকাতায় আসতে শুরু করবে। এই শিবির থেকেই চূড়ান্তদল প্রস্তুত করা থেকে রণনীতি সবকিছুই ঠিক করবেন কেকেআর মেন্টর গৌতম গম্ভীর ও কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। ফলে ধীরে ধীরে ক্রিকেট জ্বর কাবু করছে তিলোত্তমাকে।

আইপিএল ২০২৪ | পয়েন্ট টেবিল | রেজাল্ট | খবর
অরেঞ্জ ক্যাপপার্পল ক্যাপসর্বাধিক ছক্কা