IPL 2024 KKR vs DC: সৌরভের দিল্লির বিরুদ্ধে ইডেনে কেকেআরের প্রেস্টিজ ফাইট, জয়ে ফিরতে মাস্টার প্ল্যান তৈরি গম্ভীরের

কলকাতা: ঘরের মাঠে পরপর পাঁচটি ম্যাত জিতে প্লে অফের টিকিট পাকা করবে ভেবেছিল কেকেআর। কিন্তু অ্যাওয়ে ম্যাচে ভাল পারফর্ম করলেও ইডেনে এসেই যেন তাল কেটেছে নাইটদের। শেষ ৫টি ম্যাচের মধ্যে ৩টিতে হার। তার মধ্যে ঘরের মাঠে দুটি। শুধু হার নয়, রাজস্থানের বিরুদ্ধে ২২৩ রান ও পঞ্জাব কিংসের বিরুদ্ধে ২৬১ রান করে হার। বর্তমানে কেকেআররের বোলিং লাইনকে একেবারে দিশেহারা দেখাচ্ছে। একমাত্র ব্যতিক্রম সুনীল নারিন।

জয়ের হ্যাটট্রিক দিয়ে মরশুম শুরু করলেও বর্তমানে যা পরিস্থিতি আর কয়েকটি ম্যাচ এদিক-ওদিক হলে প্লে অফে ওঠার লড়াই খুব কঠিন হয়ে দাঁড়াবে। এই পরিস্থিতি সোমবার ঘরের মাঠে কেকেআরের প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস। প্রথম লেগে যে দিল্লির বিরুদ্ধে ২৭২ রান করেছিল নাইটরা, সেই দিল্লি এখনও আর নেই। শেষ পাঁচটি ম্যাচের মধ্যে ৪টিতে জিতে লিগ টেবিলের পঞ্চম স্থানে উঠে এসেছে ঋষভ পন্থের দল।

কেকেআরের পরের দুটি ম্যাচ দিল্লি ও মুম্বইয়ের বিরুদ্ধে। তাই শনিবার এই দুই দলের মুখোমুখি সাক্ষাতের দিকে নজর রেখেছিল নাইটরা। দিল্লি প্রথমে ব্যাট করে ২৫৭ রান করে, জবাবে মুম্বইও পৌছে যায় ২৪৭-এ। ফলে এই দলের ব্যাটিং ও নিজেদের বোলিংয়ের বর্তমান পরিস্থিতি দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নামার আগে একটি হলেও চিন্তা বাড়িয়েছে কেকেআর টিম ম্যানেজমেন্টের।

তবে পঞ্জাবের বিরুদ্ধে হার থেকে শিক্ষা নিয়ে দলকে ঘুড়ে দাঁড়ানোর পেপ টক দিয়েছেন কেকেআর কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। নিজেদের উপর বিশ্বাস রাখার ও একে-অপরের পাশে দাঁড়ানোর কথা বলেছেন। এই দলই ভাল ক্রিকেট খেলে ফের ঘুড়ে দাঁড়াতে পারে বলেও জানিয়েছেন কেকেআর কোচ। প্লেয়াররাও ঘুড়ে দাঁড়াতে বদ্ধপরিকর। অনুশীলনে কোনও খামতি রাখছে না।

দিল্লির বিরুদ্ধে নামার আগে ব্যাটিং নিয়ে তেমন কোনও চিন্তা নেই কেকেআর শিবিরের। বোলিং নিয়েই যত চিন্তা। কী কম্বিনেশন হবে সেটাও দেখার। স্টার্ক চোট সারিয়ে ফিরতে পারেন দিল্লির বিরুদ্ধে। তবে নারিন বাদে সবাই দিল্লির বিরুদ্ধে খারাপ বোলিং করেছেন। ফলে এতগুলি পরিবর্তন করা সম্ভব নয়, সঠিকও নয়। যা শক্তি রয়েছে তা নিয়েই ঘুড়ে দাঁড়ানোর ছক কষছেন গৌতম গম্ভীর।

আরও পড়ুনঃ T20 World Cup 2024 Team India Squad: রোহিত-আগরকর বৈঠক! টি-২০ বিশ্বকাপের দল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত? বড় আপডেট

ঘরের মাঠে দিল্লির ম্যাচে উইকেটে কিছু পরিবর্তন দেখা যায় কিনা সেটাই দেখার। কারণ এর আগে ইডেনের উইকেটে স্পিনারদের সাহায্য থাকত। এবার পুরো পাটা উইকেট বলেই এমন হাইস্কোরিং ম্যাচ হচ্ছে। ফলে দিল্লি ম্যাচের আগে পিচের চরিত্র কিছুটা বদল করে কেকেআরের সাহায্য করা হবে কিনা সেটাও দেখার। স্পিন অস্ত্রেই দিল্লিকে হারানোর রণনীতি তৈরি করছে কেকেআর। ঘরের মাঠে সৌরভ গঙ্গোপাধ্যায়ের দলের বিরুদ্ধে প্রেস্টিজ ফাইটে জয় ছাড়া কিছুই ভাবছে না নাইটরা।