মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কেকেআর যে এগিয়ে থেকে শুরু করবে সেই বিষয়ে কোনও সন্দেহ নেই। তবে হার্দিকদের বিরুদ্ধে কেমন হতে পারে কেকেআরের প্রথম একাদশ তা নিয়ে রয়েছে জল্পনা। দলে হতে পারে একটি বদল।

KKR vs LSG: লখনউয়ের বিরুদ্ধে উইনিং কম্বিনেশন ভাঙবে কেকেআর! দলে ২ বড় পরিবর্তন? জানুন বিস্তারিত

১২ বছর পর মুম্বই ইন্ডিয়ান্সকে ওয়াংখেড়ে হারিয়ে শাপমোচন করেছে কেকেআর। সেই আনন্দের রেশ কাটতে না কাটতেই একদিনের ব্যবধানে ফের মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স। সুপার সানডে-তে কেকেআরের প্রতিপক্ষ লখনউ সুপার জায়ান্টস।
১২ বছর পর মুম্বই ইন্ডিয়ান্সকে ওয়াংখেড়ে হারিয়ে শাপমোচন করেছে কেকেআর। সেই আনন্দের রেশ কাটতে না কাটতেই একদিনের ব্যবধানে ফের মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স। সুপার সানডে-তে কেকেআরের প্রতিপক্ষ লখনউ সুপার জায়ান্টস।
প্রথম পর্বের সাক্ষাতে ইডেন গার্ডেন্সে লখনউ সুপার জায়ান্টসকে সহজেই হারিয়েছিল নাইটরা। এবার নিজেদের ঘরের মাছে কেএল রাহুলের কাছে বদলার ম্যাচ। কেকেআরকে হারিয়ে প্লে অফের লড়াই আরও একধাপ এগোতে মরিয়া এলএসজি।
প্রথম পর্বের সাক্ষাতে ইডেন গার্ডেন্সে লখনউ সুপার জায়ান্টসকে সহজেই হারিয়েছিল নাইটরা। এবার নিজেদের ঘরের মাছে কেএল রাহুলের কাছে বদলার ম্যাচ। কেকেআরকে হারিয়ে প্লে অফের লড়াই আরও একধাপ এগোতে মরিয়া এলএসজি।
তবে অ্যাওয়ে ম্যাচে কেকেআরের একাদশ কেমন হতে পারে, কোনও পরিনবর্তন হবে কিনা তা নিয়ে নানা জল্পনা রয়েছে। কেকেআর সুত্রে খবর, লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচে একাধিক পরিবর্তন হতে পারে কেকেআরের একাদশে।
তবে অ্যাওয়ে ম্যাচে কেকেআরের একাদশ কেমন হতে পারে, কোনও পরিনবর্তন হবে কিনা তা নিয়ে নানা জল্পনা রয়েছে। কেকেআর সুত্রে খবর, লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচে একাধিক পরিবর্তন হতে পারে কেকেআরের একাদশে।
মুম্বই ম্যাচে শাস্তির জন্য খেলতে পারেননি হর্ষিত রানা। সেই জায়গায় খেলেছিলেন বৈভব অরোরা। লখনউ ম্যাচে দলে ফিরতে পারেন হর্ষিত রানা। এছাড়া আংক্রিশ রঘুবংশী টানা কয়েকটি ম্যাচে রান পাচ্ছেন না। তার পরিবর্তে মনীশ পাণ্ডের মুম্বই ম্যাচে গুরুত্বপূর্ণ ইনিংস খেলার পর প্রথম দলে জায়গা পেতে পারেন।
মুম্বই ম্যাচে শাস্তির জন্য খেলতে পারেননি হর্ষিত রানা। সেই জায়গায় খেলেছিলেন বৈভব অরোরা। লখনউ ম্যাচে দলে ফিরতে পারেন হর্ষিত রানা। এছাড়া আংক্রিশ রঘুবংশী টানা কয়েকটি ম্যাচে রান পাচ্ছেন না। তার পরিবর্তে মনীশ পাণ্ডের মুম্বই ম্যাচে গুরুত্বপূর্ণ ইনিংস খেলার পর প্রথম দলে জায়গা পেতে পারেন।
এক ঝলকে দেখে নিন এলএসজির বিরুদ্ধে কেকেআরের সম্ভাব্য একাদশ: ফিল সল্ট (উইকেটকিপার), সুনীল নারিন, আংক্রিশ রঘুবংশী / মনীশ পাণ্ডে, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং,  মিচেল স্টার্ক, হর্ষিত রানা / বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী।
এক ঝলকে দেখে নিন এলএসজির বিরুদ্ধে কেকেআরের সম্ভাব্য একাদশ: ফিল সল্ট (উইকেটকিপার), সুনীল নারিন, আংক্রিশ রঘুবংশী / মনীশ পাণ্ডে, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, মিচেল স্টার্ক, হর্ষিত রানা / বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী।
এক ঝলকে দেখে নিন লখনউ সুপার জায়ান্টস: কেএল রাহুল (অধিনায়ক এবং উইকেটকিপার), মার্কাস স্টয়নিস, দীপক হুডা, নিকোলাস পুরান, অ্যাস্টন টার্নার, আয়ূশ বাদোনি, ক্রুণাল পান্ডিয়া, রবি বিষ্ণোই, নবীন উল হক, মহসিন খান, মায়াঙ্ক যাদব / কৃষ্ণা গৌতম।
এক ঝলকে দেখে নিন লখনউ সুপার জায়ান্টস: কেএল রাহুল (অধিনায়ক এবং উইকেটকিপার), মার্কাস স্টয়নিস, দীপক হুডা, নিকোলাস পুরান, অ্যাস্টন টার্নার, আয়ূশ বাদোনি, ক্রুণাল পান্ডিয়া, রবি বিষ্ণোই, নবীন উল হক, মহসিন খান, মায়াঙ্ক যাদব / কৃষ্ণা গৌতম।