আইপিএলের ইতিহাসে কোনও ম্যাচে দুই ইনিংস মিলিয়ে সর্বাধিক রানের নিরিখে কেকেআর বনাম পঞ্জাব ম্যাচ জায়গা করে নিল তৃতীয় স্থানে। শুক্রবার ইডেনে হয় মোট ৫২৩ রান। এর আগে হায়দরাবাদ-মুম্বই ম্যাচেও হয়েছিল ৫২৩ রান। ৫৪৯ রান করে প্রথমে রয়েছে আরসিবি বনাম হায়দরাবাদ ম্যাচ।

KKR vs PBKS: পঞ্জাবের বিরুদ্ধে কেকেআরের একাদশে বড় বদল! থাকতে পারে মহাচমক, জানুন বিস্তারিত

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে হারের পর আরসিবি ম্যাচে ঘুড়ে দাঁড়িয়েছে কেকেআর। রুদ্ধশ্বাস ম্যাচে ১ রানে জয়ের পর রাজস্থান ম্যাচের ক্ষতে অনেকটা প্রলেপ পড়েছে কেকেআর ক্রিকেটারদের।
রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে হারের পর আরসিবি ম্যাচে ঘুড়ে দাঁড়িয়েছে কেকেআর। রুদ্ধশ্বাস ম্যাচে ১ রানে জয়ের পর রাজস্থান ম্যাচের ক্ষতে অনেকটা প্রলেপ পড়েছে কেকেআর ক্রিকেটারদের।
শুক্রবার আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে ঘরের মাঠে কেকেআরের প্রতিপক্ষ পঞ্জাব কিংস। লিগ টেবিলে বর্তমানে ভাল জায়গায় নেই পঞ্জাব। শক্তির বিচারেও কেকেআরের থেকে অনেকটা পিছিয়ে প্রীতি জিন্টার দল।
শুক্রবার আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে ঘরের মাঠে কেকেআরের প্রতিপক্ষ পঞ্জাব কিংস। লিগ টেবিলে বর্তমানে ভাল জায়গায় নেই পঞ্জাব। শক্তির বিচারেও কেকেআরের থেকে অনেকটা পিছিয়ে প্রীতি জিন্টার দল।
তবে পঞ্জাবের বিরুদ্ধে মিচেল স্টার্কের না খেলার সম্ভাবনা রয়েছে। কারণ বাঁহাতের আঙুলে চোটের জন্য বুধবার অনুশীলনে বল করেননি তিনি। ফলে একান্তই স্টার্ক না খেলতে পারলে অন্য কোনও পেসার খেলাতে হবে কেকেআরকে।
তবে পঞ্জাবের বিরুদ্ধে মিচেল স্টার্কের না খেলার সম্ভাবনা রয়েছে। কারণ বাঁহাতের আঙুলে চোটের জন্য বুধবার অনুশীলনে বল করেননি তিনি। ফলে একান্তই স্টার্ক না খেলতে পারলে অন্য কোনও পেসার খেলাতে হবে কেকেআরকে।
ফলে পঞ্জাবের বিরুদ্ধে কেকেআরের একাদশ কেমন হতে পারে তা নিয়ে জল্পনা রয়েছে। স্টার্ক না খেললে সেই জায়গায় কে খেলবে? এছাড়া অন্য কোনও পরিবর্তন হতে পারে কিনা তা নিয়েও কৌতুহল রয়েছে ফ্যানেদের।
ফলে পঞ্জাবের বিরুদ্ধে কেকেআরের একাদশ কেমন হতে পারে তা নিয়ে জল্পনা রয়েছে। স্টার্ক না খেললে সেই জায়গায় কে খেলবে? এছাড়া অন্য কোনও পরিবর্তন হতে পারে কিনা তা নিয়েও কৌতুহল রয়েছে ফ্যানেদের।
অপরদিকে, কেকেআরের বিরুদ্ধে কার্যত ডু অর ডাই ম্যাচ পঞ্জাব কিংসের। শেষ ৪টি ম্যাচ পরপর হেরে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে স্যাম কুরান, অর্শদীপ সিংদের। ফলে অ্যাওয়ে ম্যাচে জয় পেচে মরিয়া পঞ্জাব। পঞ্জাব কিংসের কাছে খুশির খবর কেকেআরের বিরুদ্ধে চোট সারিয়ে দলে ফিরতে পারেন অধিনায়ক শিখর ধাওয়ান।
অপরদিকে, কেকেআরের বিরুদ্ধে কার্যত ডু অর ডাই ম্যাচ পঞ্জাব কিংসের। শেষ ৪টি ম্যাচ পরপর হেরে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে স্যাম কুরান, অর্শদীপ সিংদের। ফলে অ্যাওয়ে ম্যাচে জয় পেচে মরিয়া পঞ্জাব। পঞ্জাব কিংসের কাছে খুশির খবর কেকেআরের বিরুদ্ধে চোট সারিয়ে দলে ফিরতে পারেন অধিনায়ক শিখর ধাওয়ান।
এক ঝলকে দেখে নিন পঞ্জাবের বিরুদ্ধে কেকেআরের সম্ভাব্য একাদশ: ফিল সল্ট (উইকেটকিপার), সুনীল নারিন, আংক্রিশ রঘুবংশী, ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), রিঙ্কু সিং, রমনদীপ সিং, আন্দ্রে রাসেল, মিচেল স্টার্ক / দুষ্মান্তা চামিরা, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী। ইমপ্যাক্ট প্লেয়ার: বৈভব অরোরা।
এক ঝলকে দেখে নিন পঞ্জাবের বিরুদ্ধে কেকেআরের সম্ভাব্য একাদশ: ফিল সল্ট (উইকেটকিপার), সুনীল নারিন, আংক্রিশ রঘুবংশী, ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), রিঙ্কু সিং, রমনদীপ সিং, আন্দ্রে রাসেল, মিচেল স্টার্ক / দুষ্মান্তা চামিরা, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী। ইমপ্যাক্ট প্লেয়ার: বৈভব অরোরা।
পঞ্জাব কিংসের সম্ভাব্য একাদশ: শিখর ধওয়ান (অধিনায়ক),  প্রভসিমরন সিং, রিলে রসু, স্যাম কুরান, লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা (উইকেটকিপার), শশাঙ্ক সিং, আশুতোষ শর্মা, হার্ষ, প্যাটেল, কাগিসো রাবাডা। ইমপ্যাক্ট প্লেয়ার: অর্শদীপ সিং।
পঞ্জাব কিংসের সম্ভাব্য একাদশ: শিখর ধওয়ান (অধিনায়ক), প্রভসিমরন সিং, রিলে রসু, স্যাম কুরান, লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা (উইকেটকিপার), শশাঙ্ক সিং, আশুতোষ শর্মা, হার্ষ, প্যাটেল, কাগিসো রাবাডা। ইমপ্যাক্ট প্লেয়ার: অর্শদীপ সিং।