দিল্লি বিরুদ্ধে নামার আগে দলকে পেপটক দিয়েছেন কেকেআর কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। এই দল যে ঘুড়ে দাঁড়াতে পারে সেই বিশ্বাসই জুগিয়েছেন ক্রিকেটারদের। দলের ভুল-ত্রুটি শুধরে দেওয়ার চেষ্টা করেছেন গম্ভীরও। তবে দিল্লির বিরুদ্ধে নামার আগে কেকেআরকে চিন্তায় রেখেছে ৩টি কারণ।

KKR vs RCB: আরসিবি বিরুদ্ধে নামার আগে বড় চিন্তা কেকেআরের! কীভাবে সারবে এই ‘রোগ’? জানুন বিস্তারিত

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে হারের পর রবিবার ইডেনে কেকেআরের সামনে আসিবি। প্রথম পর্বের ম্যাচে ডুপ্লেসি-কোহলিদের ঘরের মাঠে গিয়ে সহজ জয় পেয়েছিল নাইটরা। এবার হোম ম্যাচে আরসিবিকে হারানোর চ্যালেঞ্জ শ্রেয়স আইয়ারদের সামনে।
রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে হারের পর রবিবার ইডেনে কেকেআরের সামনে আসিবি। প্রথম পর্বের ম্যাচে ডুপ্লেসি-কোহলিদের ঘরের মাঠে গিয়ে সহজ জয় পেয়েছিল নাইটরা। এবার হোম ম্যাচে আরসিবিকে হারানোর চ্যালেঞ্জ শ্রেয়স আইয়ারদের সামনে।
তবে আরসিবির বিরুদ্ধে নামার আগে কেকেআরের প্রধান চিন্তা দলের বোলিং লাইনের ব্যর্থতা। বিশেষ করে ডেথ ওভারে কেকেআরের বোলিং একেবারেই কাজ করছে না। রাজস্থানের বিরুদ্ধে শেষ ১৬ ওভারে ৯৬ রান দিয়েছিল নাইটরা।
তবে আরসিবির বিরুদ্ধে নামার আগে কেকেআরের প্রধান চিন্তা দলের বোলিং লাইনের ব্যর্থতা। বিশেষ করে ডেথ ওভারে কেকেআরের বোলিং একেবারেই কাজ করছে না। রাজস্থানের বিরুদ্ধে শেষ ১৬ ওভারে ৯৬ রান দিয়েছিল নাইটরা।
কেকেআর মরশুমের প্রথম ৩ ম্যাচ জিতলেও পরের ৩ ম্যাচে মাত্র ১টি জিতেছে। এই ব্যর্থতার বড় কারণ হল বোলিং। মিচেল স্টার্কের ইকোনমি রেট ১০.৫৫, আন্দ্রে রাসেলেরও ইকোনমি ১০-এর বেশি, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা, বৈভব অরোরা সকলেরই ইকোনমি ১০-এর ঘরে।
কেকেআর মরশুমের প্রথম ৩ ম্যাচ জিতলেও পরের ৩ ম্যাচে মাত্র ১টি জিতেছে। এই ব্যর্থতার বড় কারণ হল বোলিং। মিচেল স্টার্কের ইকোনমি রেট ১০.৫৫, আন্দ্রে রাসেলেরও ইকোনমি ১০-এর বেশি, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা, বৈভব অরোরা সকলেরই ইকোনমি ১০-এর ঘরে।
একমাত্র কেকেআর বোলিং লাইনে উজ্জ্বল সুনীল নারিন। ব্যাট হাতে যেমন কামাল দেখাচ্ছেন, বোলিংয়ে নিজের জায়গা ধরে রেখেছেন তিনি।  ক্যারিবিয়ান মিস্ট্রি স্পিনার ৬ ম্যাচে নিয়েছেন ৭ উইকেট। তাঁর ইকোনমি রেট ৬.৮৮।
একমাত্র কেকেআর বোলিং লাইনে উজ্জ্বল সুনীল নারিন। ব্যাট হাতে যেমন কামাল দেখাচ্ছেন, বোলিংয়ে নিজের জায়গা ধরে রেখেছেন তিনি। ক্যারিবিয়ান মিস্ট্রি স্পিনার ৬ ম্যাচে নিয়েছেন ৭ উইকেট। তাঁর ইকোনমি রেট ৬.৮৮।
এই পরিস্থিতিতে দলের ডেথ ওভারে খারাপ বোলিংয়ের রোগ সারাতে উঠে পরে লেগেছেন কোচ চন্দ্রকান্ত পণ্ডিত, মেন্টর গৌতম গম্ভীর ও বোলিং কোচ ভরত অরুণ। কারণ এই রোগ না সারলে আরসিবি লিগ টেবিলের শেষে রয়েছে ঠিকই, কিন্তু পচা শামুকে পা কাটতে পারে কেকেআরের।
এই পরিস্থিতিতে দলের ডেথ ওভারে খারাপ বোলিংয়ের রোগ সারাতে উঠে পরে লেগেছেন কোচ চন্দ্রকান্ত পণ্ডিত, মেন্টর গৌতম গম্ভীর ও বোলিং কোচ ভরত অরুণ। কারণ এই রোগ না সারলে আরসিবি লিগ টেবিলের শেষে রয়েছে ঠিকই, কিন্তু পচা শামুকে পা কাটতে পারে কেকেআরের।
তাই আরসিবি ম্যাচের আগে বোলারদের বিশেষ অনুশাীলন করিয়েছেন ভরত অরুণ। স্পট বোলিংয়ে জোর দিয়েছে। পিচে নানা জায়গায় চিহ্ন তৈরি করে সেখানে টানা বল করিয়েছেন বোলারদের। যাতে ম্যাচের পরিস্থিতি অনুযায়ী স্পট বোলিং করতে পারেন সকলেই।
তাই আরসিবি ম্যাচের আগে বোলারদের বিশেষ অনুশাীলন করিয়েছেন ভরত অরুণ। স্পট বোলিংয়ে জোর দিয়েছে। পিচে নানা জায়গায় চিহ্ন তৈরি করে সেখানে টানা বল করিয়েছেন বোলারদের। যাতে ম্যাচের পরিস্থিতি অনুযায়ী স্পট বোলিং করতে পারেন সকলেই।