KKR vs RCB: শ্রেয়স-সল্ট-রমনদীপদের মারকাটারি ব্যাটিং! আরসিবিকে ২২৩ টার্গেট দিল কেকেআর

কলকাতা: শুরুতে ফিল সল্টের ব্যাটিং তাণ্ডব, মাঝে শ্রেয়স আইয়ারের অধিনায়কোচিত ইনিংস। সঙ্গে রমনদীপ সিং, আন্দ্রে রাসেল ও রিঙ্কু সিংদের ছোট হলেও গুরুত্বপূর্ণ অবদান। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ঘরের মাঠে ২২২ রানের চ্যালেঞ্জিং স্কোর করল কলকাতা নাইট রাইডার্স। কেকেআরের হয়ে সর্বোচ্চ ৫০ রান করে শ্রেয়স আইয়ার। আরসিবির হয়ে ২টি করে উইকেট নেন যশ দয়াল ও ক্যামেরন গ্রিন।

ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় আরসিবি। ওপেনিং জুটিতে এদিন সুনীল নারিন রান না পেলেও বিধ্বংসী ব্যাটিং করেন পিল সল্ট। পাওয়ার প্লে-র ৪ ওভারের মধ্যেই কেকেআরের রান ৫০ পার হয়ে যায়। সৌজন্য ফিল সল্ট। ১৪ বলে ৪৮ রানে ইনিংস খেলে আউট হন তিনি। এরপর রানের গতি ভাল থাকলেও নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে কেকেআর।

সুনীল নারিন ১০, আংক্রিশ রঘুবংশী ৩, ভেঙ্কটেশ আইয়ার ১৬ করে আউট হন। তবে আরসিবির বিরুদ্ধে ছন্দে ফেরেন কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার। তাঁকে কিছুটা সঙ্গ দেন রিঙ্কু সিং। ৪০ রানের মূল্যবান পার্টনারশিপ করেন তারা। রিঙ্কু সিং আউট হন ২৪ রান করে। এরপর শ্রেয়স আইয়ারের সঙ্গে স্কোর বোর্ড এগিয়ে নিয়ে যান আন্দ্রে রাসেল। ৩৫ বলে নিজের মরশুমের প্রথম অর্ধশতরান শ্রেয়স আইয়ার।

আরও পড়ুনঃ T20 World Cup 2024: টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলে একটি জায়গা নিয়ে ৬ জনের লড়াই! দল গঠনে মহাচমক! জানুন বিস্তারিত

স্লগ ওভারে দ্রুত রান তুলতে গিয়ে আউট হন কেকেআর অধিনায়ক। ৩৬ বলে ৫০ করেন শ্রেয়স আইয়ার। রাসেল এদিন একটু নিষ্প্রভ থাকলেও রমনদীপ সিং স্লগ ওভারে মারকাটারি ব্যাটিং করেন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২২২ রান করে কেকেআর। ৯ বলে ২৪ করে রমনদীপ সিং ও ২০ বলে ২৭ রান করে অপরাজিত থাকেন আন্দ্রে রাসেল।