KKR News: কে থাকবে দলে আর কে পড়বে বাদ! প্রথম ম্যাচেই কেকেআর একাদশে চমক দিতে পারেন গম্ভীর

বিগত বছরগুলির ব্যর্থতা সব অতীত। ২০২৪ সাল নতুন মরশুম, নতুন মেন্টর, দলে নতুন তারকাদের নিয়ে নতুন ভোরের অপেক্ষায় মাঠ নামতে চলেছ কলকাতা নাইট রাইডার্স। শনিবার ইডেনে আইপিএল ২০২৪-এর প্রথম ম্যাচে কেকেআরের প্রতিপক্ষ সান রাইজার্স হায়দরাবাদ।
বিগত বছরগুলির ব্যর্থতা সব অতীত। ২০২৪ সাল নতুন মরশুম, নতুন মেন্টর, দলে নতুন তারকাদের নিয়ে নতুন ভোরের অপেক্ষায় মাঠ নামতে চলেছ কলকাতা নাইট রাইডার্স। শনিবার ইডেনে আইপিএল ২০২৪-এর প্রথম ম্যাচে কেকেআরের প্রতিপক্ষ সান রাইজার্স হায়দরাবাদ।
নাইটদর ভাগ্য ফেরাতে ফ্র্যাঞ্চাইজির সবথেকে সফল অধিনায়ক গৌতম গম্ভীরকে মেন্টর কর ফিরিয়ে এনেছে কেকেআর। যেই দলকে একসময় খাদের কিনারা থেকে টেনে তুলে ২বার চ্যাম্পিয়ন করেছিলেন, সেই চ্যালেঞ্জ ফের নিয়ে কাজ শুরু করে দিয়েছেন গম্ভীর। এসআরকে দলের ভালোর জন্য পূর্ণ স্বাধীনতা দিয়েছেন গম্ভীরকে।
নাইটদর ভাগ্য ফেরাতে ফ্র্যাঞ্চাইজির সবথেকে সফল অধিনায়ক গৌতম গম্ভীরকে মেন্টর কর ফিরিয়ে এনেছে কেকেআর। যেই দলকে একসময় খাদের কিনারা থেকে টেনে তুলে ২বার চ্যাম্পিয়ন করেছিলেন, সেই চ্যালেঞ্জ ফের নিয়ে কাজ শুরু করে দিয়েছেন গম্ভীর। এসআরকে দলের ভালোর জন্য পূর্ণ স্বাধীনতা দিয়েছেন গম্ভীরকে।
এছাড়া নিলামে ২৫.৭৫ কোটি টাকা দিয়ে মিচেল স্টার্কের মত তারকা পেসারকে নিয়ে চমক দিয়েছে কেকেআর। সঙ্গে রয়েছে ফিল সল্টদের মত টি-২০ স্পেশালিস্ট ব্যাটারদের অন্তর্ভুক্তি। এছাড়া রানা,রিঙ্কু, শ্রেয়স,ভেঙ্কটেশ,রাসেল, নারিন মত তারকারা তো রয়েইছে।
এছাড়া নিলামে ২৫.৭৫ কোটি টাকা দিয়ে মিচেল স্টার্কের মত তারকা পেসারকে নিয়ে চমক দিয়েছে কেকেআর। সঙ্গে রয়েছে ফিল সল্টদের মত টি-২০ স্পেশালিস্ট ব্যাটারদের অন্তর্ভুক্তি। এছাড়া রানা,রিঙ্কু, শ্রেয়স,ভেঙ্কটেশ,রাসেল, নারিন মত তারকারা তো রয়েইছে।
এত কিছুর পরেও শ্রেয়স আইয়ারের ফিটনেস নিয়ে ধোঁয়াশা, ওপেনিং কে করবে, বোলি অর্ডারে স্টার্কের সঙ্গী কে হবেন, স্পিন অ্যাটাকে কারা খেলবেন,মরশুমের প্রথম ম্যাচের আগে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে কেকেআর ফ্যানেদের অন্দরে। তবে ঘরের মাঠে প্যাট কামিন্সের হায়দরবাদকে হারাতে যে পুরোপুরি তৈরি কেকেআর, তা স্পষ্ট।
এত কিছুর পরেও শ্রেয়স আইয়ারের ফিটনেস নিয়ে ধোঁয়াশা, ওপেনিং কে করবে, বোলি অর্ডারে স্টার্কের সঙ্গী কে হবেন, স্পিন অ্যাটাকে কারা খেলবেন,মরশুমের প্রথম ম্যাচের আগে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে কেকেআর ফ্যানেদের অন্দরে। তবে ঘরের মাঠে প্যাট কামিন্সের হায়দরবাদকে হারাতে যে পুরোপুরি তৈরি কেকেআর, তা স্পষ্ট।
এক ঝলকে দেখে নিন প্রথম ম্যাচে কেকেআরের সম্ভাব্য প্রথম একাদশ: ভেঙ্কটেশ আইয়ার, ফিল সল্ট / রহমানউল্লাহ গুরবাজ (উইকেট কিপার), শ্রেয়স আইয়ার (অধিনায়ক), নীতিশ রানা, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, মিচেল স্টার্ক, চেতন সাকারিয়া, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা / সূয়শ শর্মা।
এক ঝলকে দেখে নিন প্রথম ম্যাচে কেকেআরের সম্ভাব্য প্রথম একাদশ: ভেঙ্কটেশ আইয়ার, ফিল সল্ট / রহমানউল্লাহ গুরবাজ (উইকেট কিপার), শ্রেয়স আইয়ার (অধিনায়ক), নীতিশ রানা, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, মিচেল স্টার্ক, চেতন সাকারিয়া, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা / সূয়শ শর্মা।
অপরদিকে, অন্যান্যবারে তুলনায় অনেক বেশি শক্তিশালী সানরাইজার্স হায়দরাবাদ। বিশ্বকাপ জয়ী অধিনায়ক প্যাট কামিন্সকে নেতৃত্ব দিয়ে মাস্টারস্ট্রোক দিয়েছে এসআরএইচ। ট্রেভিস হেডের দলে আসা ব্যাটিং শক্তি অনেক বাড়িয়ে দিয়েছে। বোলিংয়েও রয়েছে ভারসাম্য।
অপরদিকে, অন্যান্যবারে তুলনায় অনেক বেশি শক্তিশালী সানরাইজার্স হায়দরাবাদ। বিশ্বকাপ জয়ী অধিনায়ক প্যাট কামিন্সকে নেতৃত্ব দিয়ে মাস্টারস্ট্রোক দিয়েছে এসআরএইচ। ট্রেভিস হেডের দলে আসা ব্যাটিং শক্তি অনেক বাড়িয়ে দিয়েছে। বোলিংয়েও রয়েছে ভারসাম্য।
এক ঝলকে দেখে নিন সানরাইজার্স হায়দরাবাদের সম্ভাব্য প্রথম একাদশ: মায়াঙ্ক আগরওয়াল, ট্রেভিস হেড, রাহুল ত্রিপাঠী, এডেন মার্করাম, হেনরিক ক্লাসেন (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, প্যাট কামিন্স (অধিনায়ক), ভুবনেশ্বর কুমার, টি নটরাজন, উমরান মালিক, মায়াঙ্ক মার্কান্ডে।
এক ঝলকে দেখে নিন সানরাইজার্স হায়দরাবাদের সম্ভাব্য প্রথম একাদশ: মায়াঙ্ক আগরওয়াল, ট্রেভিস হেড, রাহুল ত্রিপাঠী, এডেন মার্করাম, হেনরিক ক্লাসেন (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, প্যাট কামিন্স (অধিনায়ক), ভুবনেশ্বর কুমার, টি নটরাজন, উমরান মালিক, মায়াঙ্ক মার্কান্ডে।