KKR News: নিজের শহরেও কেকেআরকে হারানো হল না সৌরভের, দিল্লির বিরুদ্ধে ৭ উইকেট জয় পেল নাইটরা

কলকাতা: পঞ্জাব ম্যাচের ধাক্কা সামলে জয়ে ফিরল কেকেআর। ব্যাটে-বলে অনবদ্য পারফর্ম করে ঘরের মাঠে দিল্লি ক্যাপিটালসকে ৭ উইকেটে হারাল নাইটরা। নিজের শহরে প্রথম পর্বের হারের বদলা নিতে পারলেন না সৌরভ গঙ্গোপাধ্যায়। ম্যাচে প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১৫৩ রান করে দিল্লি। এদিন ছন্দে ফেরে কেকেআরের বোলিং। সর্বোচ্চ ৩ উইকেট নেন বরুণ চক্রবর্তী। স্টার্ক বাদে সকলেই ফর্মে ফেরেন। রান তাড়া করতে নেমে ফিল সল্টের ঝোড়ো ব্যাটিংয়ে ২১ বল বাকি থাকতেই জয় পায় কেকেআর। গুরুত্বপূর্ণ অবদান রাখেন শ্রেয়স ও ভেঙ্কটেশ আইয়ারও।

ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় দিল্লি ক্যাপিটালস। কিন্তু যে দল আগের ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে ২৫৭ রান করেছিল, তাদের এদিন একেবারেই ছন্দে পাওয়া যায়নি। প্রথম থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে দিল্লি। পৃথ্বি শ, ম্যাকগার্ক, অভিষেক পোড়েল, সাই হোপ, ট্রিস্টান স্টাবস, অক্ষর প্যাটেলরা কেউই এদিন বড় রান পাননি।

সেভাবে এদিন কোনও বড় পার্টনারশিপ গড়ে ওঠেনি। মাঝে ঋষভ পন্থ ২৭ ও কুলদীপ যাদবের ৩৫ রানের ইনিংস না খেললে লজ্জাজনক স্কোরের সম্মুখীন হতে হত দিল্লি ক্য়াপিটালসকে। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৩ রান করে দিল্লি ক্যাপিটালস। কেকেআরের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন বরুণ চক্রবর্তী। এছাড়া ২টি করে উইকেট নেন বৈভব অরোরা ও হর্ষিত রানা। একটি করে উইকেট নেন মিচেল স্টার্ক ও সুনীল নারিন।

আরও পড়ুন: KKR News: আইপিএল থেকে পুরোপুরি ছিটকে গেলেন কেকেআর তারকা? বড় আপডেট দিলেন কোচ

১৫৪ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরু থেকেই বিধ্বংসী মেজাজে ব্যাটিং করেন ফিল সল্ট। সুনীল নারিন শান্ত থাকলেও দিল্লি বোলারদের কার্যত তুলোধনা করেন সল্ট। পাওয়ার প্লে-র মধ্যেই কেকেআরের স্কোর ৭৫ পার করে দেন সল্ট। নিডের অর্ধশতরানও পূরণ করেন তিনি। ৭৯ রানে প্রথম উইকেট পড়ে কেকেআরের। ১৫ রান করে আউট হন নারিন। পার্টনারশিপ ভাঙার পর বেশি সময় ক্রিজে থাকতে পারেননি সল্টও। ৯৬ রানে দ্বিতীয় উইকেট পড়ে। ৩৩ বলে ৬৮ রান করে আউট হন সল্ট। ৫টি ছয় ও ৭টি চারে সাজানো তাঁর ইনিংস।

এরপর দলের স্কোর বোর্ড এগিয়ে নিয়ে যান শ্রেয়স আইয়ার ও ভেঙ্কটেশ আইয়ার। ঠান্ডা মাথায় ব্যাট করে দুজন মিলে দলকে জয়ের লক্ষ্যে পৌছে দেন। বেশ কিছু অনবদ্য শটও খেলেন দুই তারকা। ৩ ওভার ৩ বল বাকি থাকতেই জয় পায় কেকেআর। ২৩ বলে ৩৩ রান করে অপরাজিত থাকেন শ্রেয়স আইয়ার ও ২৩ বলে ২৬ রান করে অপরাজিত থাকেন ভেঙ্কটেশ আইয়ার।