১৫৫.৮ কিমি/ঘন্টা! হাঁটু কাঁপছে অনেকের, শামির বদলি ‘ভারতের ব্রেট লি’!

কলকাতা: আইপিএল ২০২৪-এ লখনউ সুপার জায়ান্টস এবং পাঞ্জাব কিংসের মধ্যে ম্যাচে ২১ বছর বয়সী বোলার মায়াঙ্ক যাদব সবার নজর কেড়েছেন। লখনউয়ের এই ফাস্ট বোলার ওই ম্যাচে প্রবল গতিতে বোলিং করেন। পাঞ্জাব কিংসের ব্যাটারদের হাঁটু কাঁপিয়ে দেন।

তিনি আইপিএল ২০২৪-এর দ্রুততম ডেলিভারি করেছেন। ফলে এখন অনেকেই তাঁকে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে দেখতে চান। সত্যিই কি নির্বাচকরা এই তরুণ বোলারের কথা বিশ্বকাপের জন্য বিবেচনা করবেন! কার জায়গায় তিনি সুযোগ পেতে পারেন?

আরও পড়ুন- খেলাKKR News: এবার আইপিএলে কেকেআর ঘটাল এমন ‘কাণ্ড’! যা এখনও আর কোনও দলের নেই

আইপিএলে গতকালের ম্যাচে লখনউয়ের সবচেয়ে সফল ফাস্ট বোলার ছিলেন মায়াঙ্ক যাদব। ৪ ওভারের স্পেলে ৪৭ রান খরচ করে ৩  উইকেট।
চমৎকার বোলিংয়ের কারণে তিনি বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারও পেয়েছেন।

১৫৫.৮ কিমি প্রতি ঘন্টা স্পিডে বোলিং করে তিনি এখন আলোচনার কেন্দ্রে। মহম্মদ শামির চোট। তাঁর বদলে নির্বাচকরা কাশ্মীরের পেসার উমরান মালিককে ভাবছেন বলে খবর ছিল। এমনকী বিসিসিআই-এর তরফে কাশ্মীর ক্রিকেট সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছিল, উমরানকে যেন রনজিতে বেশি ম্যাচ খেলানো হয়!

এবার রনজিতে সাতটি ম্যাচ খেলেছেন উমরান। তবে এখন আবার মায়াঙ্ক যাদবের বিশ্বকাপ দলে সুযোগের জল্পনা ছড়াচ্ছে। তাও আবার শামির বদলি হিসেবে!

২০২৩ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন শামি। সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন তিনি। শামি আইপিএলে খেলছেন না। কিছুদিন আগে লন্ডনে তাঁর গোড়ালিতে অস্ত্রোপচার হয়।

২০২৪ টি-২০ বিশ্বকাপের দৌড়েও মহম্মদ শামি নেই বলেই জানা যাচ্ছে। এমন পরিস্থিতিতে তাঁর জায়গায় মায়াঙ্ক যাদবকে অন্তর্ভুক্ত করতে পারেন প্রধান নির্বাচক অজিত আগরকার! এখন বলা অবশ্য কঠিন। কারণ এই দৌড়ে কিছুটা হলেও এগিয়ে রয়েছেন উমরান।

আরও পড়ুন- ‘হাতি ধুলোয় শুয়ে থাকলেও সম্মান পায়’, রোহিত শর্মাকে নিয়ে ‘বড় কথা’ কিংবদন্তির

লখনউ সুপার জায়ান্টস ২০ লাখ টাকা খরচ করে মায়াঙ্ক যাদবকে দলে নিয়েছিল। আইপিএল ২০২২ থেকে দলের সদস্য তিনি। কিন্তু গত দুই মরশুমে মায়াঙ্ক লখনউয়ের হয়ে প্লেয়িং ইলেভেনে জায়গা করে নিতে ব্যর্থ হন।

এবারই প্রথমবার লখনউয়ের হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন তিনি। আর প্রথম ম্য়াচেই বাজিমাত।