চাহালের নজির। (ছবি: এপি)

Yuzvendra Chahal: আইপিএলের ইতিহাসে মহারেকর্ড গড়লেন চাহল, টি-২০ বিশ্বকাপের আগে নির্বাচকদের দিলেন বার্তা

ভারতীয় ক্রিকেট দলে তিনি বারবার অবিচারের শিকার হয়েছে বলে অভিযোগ শোনা যায়। পারফর্ম করেও মেলে না সুযোগ। সেই যুজবেন্দ্র চাহল এবার আইপিএলের গড়লেন মহারেকর্ড।  (Photo Courtesy- AP)
ভারতীয় ক্রিকেট দলে তিনি বারবার অবিচারের শিকার হয়েছে বলে অভিযোগ শোনা যায়। পারফর্ম করেও মেলে না সুযোগ। সেই যুজবেন্দ্র চাহল এবার আইপিএলের গড়লেন মহারেকর্ড। (Photo Courtesy- AP)
আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারের শিরোপা আগেই ছিল যুজবেন্দ্র চাহলের মাথায়। সোমবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আরও এক মাইলস্টোন ছুঁলেন তারকা লেগ স্পিনার।   (Photo Courtesy- AP)
আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারের শিরোপা আগেই ছিল যুজবেন্দ্র চাহলের মাথায়। সোমবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আরও এক মাইলস্টোন ছুঁলেন তারকা লেগ স্পিনার। (Photo Courtesy- AP)
আইপিএলের ইতিহাসে প্রথম বোলার হিসেবে ২০০ উইকেট শিকার করলেন যুজবেন্দ্র চাহল। মুম্বই ইন্ডিয়ান্সের মহম্মদ নবির উইকেট নেওয়ার পর ১৯৯ থেকে ২০০ উইকেটের মালিক হন চাহল।   (Photo Courtesy- AP)
আইপিএলের ইতিহাসে প্রথম বোলার হিসেবে ২০০ উইকেট শিকার করলেন যুজবেন্দ্র চাহল। মুম্বই ইন্ডিয়ান্সের মহম্মদ নবির উইকেট নেওয়ার পর ১৯৯ থেকে ২০০ উইকেটের মালিক হন চাহল। (Photo Courtesy- AP)
মহম্মদ নবিকে কট অ্যান্ড বোল্ড আউট করার পর দৌড়ে গিয়ে হাঁটু গেঁড়ে বসে দুহাত আকাশের দিকে তুলে সেলিব্রেশন করেন যুজবেন্দ্র চাহল। তাঁকে অভিনন্দন জানান রাজস্থান রয়্যালসের সতীর্থরা।  (Photo Courtesy- AP)
মহম্মদ নবিকে কট অ্যান্ড বোল্ড আউট করার পর দৌড়ে গিয়ে হাঁটু গেঁড়ে বসে দুহাত আকাশের দিকে তুলে সেলিব্রেশন করেন যুজবেন্দ্র চাহল। তাঁকে অভিনন্দন জানান রাজস্থান রয়্যালসের সতীর্থরা। (Photo Courtesy- AP)
মহারেকর্ড গড়ার পর আইপিএল ও রাজস্থান  রয়্যালস ফ্র্যাঞ্চাইজির তরফ থেকেও অভিনন্দন জানানো হয়। এবার আইপিএলে দুরন্ত ফর্মে রয়েছেন চাহল। এই পারফরম্যান্স চাহলেক টি-২০ বিশ্বকাপের দলে সুযোগ করে দেয় কিনা সেটাই দেখার।  (Photo Courtesy- AP)
মহারেকর্ড গড়ার পর আইপিএল ও রাজস্থান রয়্যালস ফ্র্যাঞ্চাইজির তরফ থেকেও অভিনন্দন জানানো হয়। এবার আইপিএলে দুরন্ত ফর্মে রয়েছেন চাহল। এই পারফরম্যান্স চাহলেক টি-২০ বিশ্বকাপের দলে সুযোগ করে দেয় কিনা সেটাই দেখার। (Photo Courtesy- AP)