আরসিবির সম্ভাব্য একাদশ: ফাফ ডুপ্লেসিস (অধিনায়ক), বিরাট কোহলি, রজত পাতিদার,ক্যামেরন গ্রিন, গ্লেন ম্য়াক্সওয়েল, অনুজ রাওয়াত, দীনেশ কার্তিক (উইকেটকিপার), মহমম্মদ সিরাজ, যশ দয়াল, মায়াঙ্ক আগরওয়াল, আলজারি জোসেফ।

IPL 2024 RCB vs PBKS: একা লড়াই করলেন ধওয়ান, ঘরের মাঠে পঞ্জাবকে ১৭৬ রানে আটকে রাখল আরসিবি

বেঙ্গালুরু: প্রথম ম্যাচ হারের পর ঘরের মাঠে পঞ্জাব কিংসের বিরুদ্ধে  বোলিং পারফরম্যান্সে নজর কাড়ল আরসিবি। চিন্নাস্বামীতে সাধারণত হাইস্কোরিং গেম হয়ে থাকে। সেখানে পঞ্জাব কিংসকে মাত্র ১৭৬ রানে বেঁধে রাখল মহম্মদ সিরাজ, আলজারি জোসেফ, গ্লেন ম্যাক্সওয়েলরা। পঞ্জাবের হয়ে সর্বোচ্চ ৪৫ রানের ইনিংস খেললেন অধিনায়ক শিখর ধওয়ান।

আইপিএল পয়েন্ট টেবিল ২০২৪ | IPL 2024 Points Table

এদিন ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন আরসিবি অধিনায়য়ক ফাফ ডুপ্লেসি। শুরুটা ভাল হয়নি পঞ্জাবের। ৮ রান করে আউট হন জনি বেয়ারস্টো। তবে দ্বিতীয় উইকেটে ৫৫ রানের পার্টনারশিপ গড়েন শিখর ধওয়ান ও প্রভসিমরন সিং। ২৫ রান করে আউট হন প্রভসিমর। এরপর নিয়মিত ব্যবধানে কয়েকটি উইকেট হারায় পঞ্জাব। লিভিংস্টোন ১৭ রান করে আউট হন। সেট হয়েও ৪৫ রানে আউট হন ধওয়ান।

আইপিএল ২০২৪ পার্পল ক্যাপ | IPL 2024 Purple Cap

আইপিএল ২০২৪ অরেঞ্জ ক্যাপ | IPL 2024 Orange Cap

আইপিএল ২০২৪ ফলাফল | IPL 2024 Live Results

৯৮ রানে ৪ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে গিয়েছিল পঞ্জাব। সেখান থেকে কিছুটা দলের ইনিংসের রাশ ধরেন স্যাম কুরান ও জিতেশ শর্মা। দুজন মিলে ৫২ রান জুটিতে যোগ করেন। স্যাম কুরান ২৩ ও জিতেশ শর্মা ২৭ রান করে আউট হন। শেষের দিকে শশাঙ্ক সিং ৮ বলে ২১ রান করে দলকে লড়াই করার মত জায়গায় নিয়ে যান। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৬ রান করে পঞ্জাব। আরসিবির হয়ে সর্বোচ্চ ২টি করে উইকেট নেন মহম্মদ সিরাজ ও গ্লেন ম্যাক্সওয়েল।