RCB vs PBKS: কোহলি-পাতিদারদের অনবদ্য ব্যাটিং, পঞ্জাবকে ৬০ রানে হারিয়ে প্লে অফের আশা জিইয়ে রাখল আরসিবি

শেষ ল্যাপে এসে আইপিএলে দুরন্ত গতিতে ছুটছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। টানা ৪ ম্যাচ জিতে আইপিএলের প্লেঅফের আশা এখনও জিইয়ে রাখল বিরাট কোহলি, ফাফ ডুপ্লেসিরা। বৃহস্পতিবার ডু অর ডাই ম্যাচে পঞ্জাব কিংসকে ৬০ রানের বড় ব্যবধানে হারাল আরসিবি। একইসঙ্গে লিগ টেবিলের সপ্তম স্থানে উঠে আসল বেঙ্গালুরু। আর আরসিবির বিরুদ্ধে হারের পর বিদায় ঘণ্টা বেজে গেল পঞ্জাবের।

এদিন টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় পঞ্জাব। শুরুটা ভাল না হলেও বিরাট কোহলি ও রজত পাতিদারের ব্যাটে ম্যাচে ফেরে আরসিবি। মারকাটারি ব্যাটিং করেন দুজনেই। ব্যক্তিগত অর্ধশতরানও পূরণ করেন। ৭৬ রানের পার্টনারশিপ করার পর ২৩ বলে ৫৫ করে আউট হন পাতিদার। এরপর ক্যামেরন গ্রিন ও বিরাট কোহলি এগিয়ে নিয়ে যান দলের স্কোরবোর্ড।

৯২ রানের ঝোড়ো পার্টনারশিপ করে দলের স্কোর ২০০ পার করে দেন বিরাট কোহলি ও ক্যামেরন গ্রিন। ৪৭ বলে ৯২ রান করে আউট হন কোহলি। ৭টি চার ও ৬টি ছয়ে সাজানো তাঁর ইনিংস। এরপর দীনেশ কার্তিক ৭ বলে ১৮ রান করেন। শেষ বলে আউট হন ক্যামেরন গ্রিন। ২৭ বলে ৪৬ রান করেন তিনি। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৪১ রান করে আরসিবি।

আরও পড়ুনঃ KKR News: আইপিএল প্লেঅফে ওঠার আগেই বিদায় নিতে পারে কেকেআর? এই অঙ্ক ভয় ধরাচ্ছে

রান তাড়া করতে নেমে শুরুটা ভাল হয়নি পঞ্জাবের। জনি বেয়ারস্টো ও রিলে রসুর ব্যাটে কিছুটা ম্যাচে ফেরে পঞ্জাব। ৬৫ রানের পার্টনারশিপ করেন তারা। পঞ্জাবের হয়ে সর্বোচ্চ ২৭ বলে ৬১ রানের ইনিংস খেলেন রিলে রসু। শশাঙ্ক সিং ৩৭, জনি বেয়ারস্টো ২৭, স্যান কুরান ২২ রানের ইনিংস ছাড়া কোনও পঞ্জাব ব্যাটার দুই অঙ্কের সংখ্যায় রান করতে পারেনি। ১৭ ওভারে ১৮১ রানে অলআউট হয়ে যায় পঞ্জাব।