এই অবস্থায় সে যে পরিমাণ টাকা পাবে তাতেই খুশি হবে। কেকেআর দল রিঙ্কুকে ছেড়ে দেবে এমন সম্ভাবনা কম। রিঙ্কু সিংয়ে ৪৬টি আইপিএল ম্যাচ খেলেছেন যাতে তার নামে ৮৯৩ রান রয়েছে। বর্তমানে তিনি ইউপি টি-টোয়েন্টি লিগে মিরাট ম্যাভেরিক্স দলের অধিনায়কত্ব করছেন। রিঙ্কু অধিনায়কত্বে তাঁর দল সেমিফাইনালে উঠেছে। মিরাট ম্যাভেরিক্স সাতটি ম্যাচের মধ্যে ছয়টি জিতেছে এবং ১২ পয়েন্ট নিয়ে শেষ ৪ -এ পৌঁছেছে।

IPL 2024 Rinku Singh: আইপিএল থেকে অনেকের কোটি কোটি টাকা আয়! কিন্তু রিঙ্কু পান মাত্র ৫৫ লাখ, দল বদলাবেন?

কলকাতা: আইপিএল খেলে অনেকেই কোটি কোটি টাকা রোজগার করেন, কিন্তু রিঙ্কুর আয় সেখানে অনেক কম। এমনকি তার সমমানের অনেক ক্রিকেটারের রোজগারই রিঙ্কুর তুলনায় অনেক বেশি টাকা রোজগার করেন আইপিএল থেকে। কিন্তু রিঙ্কুর সেখানে রোজগার মাত্র ৫৫ লাখ। অন্য দিকে বিসিসিআইয়ের সঙ্গে চুক্তি অনুযায়ী রিঙ্কু দেশের হয়ে খেলার জন্য পাবেন ১ কোটি টাকা। আইপিএল থেকে এই পরিমাণ আয় নিয়ে কি খুশি রিঙ্কু?

আরও পড়ুন: সচিন তেন্ডুলকর থেকে মহেন্দ্র ধোনি! ভারতের কোচ হওয়ার জন্য জমা পড়েছে ৩০০০-এর বেশি আবেদন

এক সর্বভারতীয় হিন্দি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রিঙ্কু বলেন, “৫০-৫৫ লাখ টাকা আমার কাছে অনেক, যখন খেলা শুরু করেছিলাম তখন ভাবিইনি এত টাকা রোজগার করতে পারব। যখন ছোট ছিলাম তখন ১০-৫ টাকা পেলেও ভাবতাম কিছু করেছি। এখন আমি ৫৫ লাখ টাকা রোজগার করছি, এটা আমার কাছে অনেক, ঈশ্বর যা দিচ্ছেন তাতেই আমি খুশি। এটাই আমি মনে করি”।

সেই সঙ্গে রিঙ্কু আরও বলেন, “আমি মনে করি না আমার এত টাকা পাওয়া উচিত বা অত টাকা পাওয়া উচিত। আমি ৫৫ লাখ টাকাতেই খুশি। আমার যখন কিছু ছিল না, তখন আমি টাকার গুরুত্ব বুঝতাম”।

২০২৫ সালে অনুষ্ঠিত হবে আইপিএলের মেগা নিলাম, তখন কলকাতা কাকে রাখবে বা কাকে রাখবে না সেটাই প্রশ্ন। কেকেআর যদি রিঙ্কুকে ধরে রাখে তা হলে অনেকটাই বাড়বে রিঙ্কুর দাম, যদি ছেড়েও দেয় তা হলেও নিলাম থেকে অনেক দাম উঠতে পারে রিঙ্কুর।