চলতি আইপিএলে রোহিত এখনও পর্যন্ত ১২টি ম্যাচ খেলেছেন। ৩০ গড় তাঁর। ১৫২.৭৭ স্ট্রাইক রেট। ৩৩০ রান। চলতি মরশুমে রোহিত শর্মা একটি সেঞ্চুরি করেছেন।

রোহিত শর্মার জীবনে আজ ‘বড়’ দিন! খোদ সচিন হাজির মাঠে, আইপিএল জমজমাট

তিনি আছেন মুম্বই ইন্ডিয়ান্স সমর্থকদের হৃদয়ে। সেটাই যেন বুধবার ফের প্রমাণ হয়ে গেল। রোহিত শর্মার জীবনে আজ বড় দিন।
তিনি আছেন মুম্বই ইন্ডিয়ান্স সমর্থকদের হৃদয়ে। সেটাই যেন বুধবার ফের প্রমাণ হয়ে গেল। রোহিত শর্মার জীবনে আজ বড় দিন।
যতই মুম্বই তাঁর থেকে ক্যাপ্টেন্সি ছিনিয়ে নিক, রোহিতের জন্য গলা ফাটানাে বন্ধ করলেন না তাঁর ভক্তরা। আর বুধবার তাঁর ক্রিকেট জীবনে ছিল বিরাট এক প্রাপ্তির দিন।
যতই মুম্বই তাঁর থেকে ক্যাপ্টেন্সি ছিনিয়ে নিক, রোহিতের জন্য গলা ফাটানাে বন্ধ করলেন না তাঁর ভক্তরা। আর বুধবার তাঁর ক্রিকেট জীবনে ছিল বিরাট এক প্রাপ্তির দিন।
হার্দিক পান্ডিয়াকে এখনও ক্যাপ্টেন হিসেবে মানতে পারেননি মুম্বইয়ের সমর্থকরা। তাঁদের হৃদয়ে এখনও ক্যাপ্টেন রোহিত শর্মা। এরই মধ্যে রোহিত শর্মা বড় মাইলস্টোনের সামনে।
হার্দিক পান্ডিয়াকে এখনও ক্যাপ্টেন হিসেবে মানতে পারেননি মুম্বইয়ের সমর্থকরা। তাঁদের হৃদয়ে এখনও ক্যাপ্টেন রোহিত শর্মা। এরই মধ্যে রোহিত শর্মা বড় মাইলস্টোনের সামনে।
আইপিএলে এদিন ২০০তম ম্যাচ খেলতে নামলেন রোহিত শর্মা। তাও আবার মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে।
আইপিএলে এদিন ২০০তম ম্যাচ খেলতে নামলেন রোহিত শর্মা। তাও আবার মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে।
রোহিতকে শুভেচ্ছা জানাতে এদিন মাঠে এলেন খোদ সচিন তেন্ডুলকর।
রোহিতকে শুভেচ্ছা জানাতে এদিন মাঠে এলেন খোদ সচিন তেন্ডুলকর।
রোহিতের হাতে একটি বিশেষ জার্সি তুলে দেন সচিন। আর রোহিতের সতীর্থরা এমন দুর্দান্ত উপভোগ করলেন।
রোহিতের হাতে একটি বিশেষ জার্সি তুলে দেন সচিন। আর রোহিতের সতীর্থরা এমন দুর্দান্ত উপভোগ করলেন।