দেওয়াল লিখনে ভোট

Lok Sabha Elections 2024: দেওয়াল লিখনে ‘তু তু ম্যায় ম্যায়’! ভোটের বাজারে ফিরল সুপারহিট ছড়া-ব্যঙ্গচিত্র-টিপ্পনি, দেখুন

বসিরহাট: ছড়া-ব্যঙ্গচিত্রে অভিনব দেওয়াল লিখন বসিরহাটের মিনাখাঁয়। লোকসভা নির্বাচনের ঢাকি কাঠি পড়ে গেছে। ইতিমধ্যে নির্বাচন কমিশন লোকসভা ভোটের নির্ঘণ্ট বাজিয়ে ভোটের দিন তারিখ ঘোষণা করেছে। পাশাপাশি সমস্ত রাজনৈতিক দল তাদের প্রার্থী ঘোষণা করেছে। তবে ডিজিটাল যুগেও তুলির ছোঁয়ায় দেওয়ালের নানা রং-ই বলে দেয় ভোটের ‘আগমনী’।

রাস্তা কিংবা বাজারের পাশে এতদিন যেসব দেওয়াল অবহেলায় পড়েছিল সেগুলিতে তুলির টানে নিত্যনতুন ব্যঙ্গচিত্র ও ছড়ায় রঙিন হয়ে উঠছে। কোথাও তীব্র রাজনৈতিক স্লোগান, কোথাও মজার টিপ্পনি রচনা করে একে অপরকে রাজনৈতিক আক্রমণ করার রেওয়াজ অনেক আগে থেকেই চলছে বঙ্গ রাজনীতিতে। লোকসভা নির্বাচনে এখন সেই দেওয়াল লিখতে ব্যস্ত বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা।

আরও পড়ুন: ‘দিলীপ দা’র আশীর্বাদ নিয়ে আসরে অগ্নিমিত্রা! জুন মাসে জুনকে হারালে কী করবেন? স্পষ্ট করলেন সব

উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার মিনাখাঁর মালঞ্চ বাজারে নজরকাড়া ব্যঙ্গচিত্র, প্রতিবাদ দেওয়াল লিখনে ফুটিয়ে তুলছেন রাজনৈতিক দল তৃণমূল। বর্তমানে ডিজিটাল যুগে মোবাইল ইন্টারনেটে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচারের পাশাপাশি তবে ভোটযুদ্ধের অন্যতম প্রধান বিষয় দেওয়াল লিখন।

আরও পড়ুন: বিতর্কে জেরবার, ‘প্রার্থনা’য় প্রার্থী দিলীপ ঘোষ! যা চাইলেন, শুনে তাজ্জব হয়ে যাবেন

তবে পরিমার্জিত ভাষায় শালীনতা বজায় রেখে ছড়া, ব্যঙ্গচিত্রের মাধ্যমে দেওয়াল লিখন সে সময় শিল্পকর্মের মধ্যেও পড়ে। বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী হাজী নুরুল ইসলামের সমর্থনে মি এলাকার মালঞ্চ বাজারে ছড়া ও ব্যঙ্গচিত্রের মাধ্যমে অভিনব দেওয়াল লিখন ধরা পড়ল।

জুলফিকার মোল্যা