(Photo Courtesy- IPL X)

IPL 2024 RR vs LSG: লড়াই করেও পারল না লখনউ, ২০ রানে জয় পেল রাজস্থান রয়্যালস

ইনদওর: জয় দিয়ে আইপিএল অভিযান শুরু করল রাজস্থান রয়্যালস। ব্যাটে-বলে দুরন্ত পারফর্ম করে লখনউ সুপার জায়ান্টসকে ২০ রানে হারাল রয়্যালসরা। রাজস্থান রয়্যালসের দেওয়া ১৯৪ রানের টার্গেট তাড়া করতে লখনউ থামল ১৭৩ রানে। বিফলে গেল কেএল রাহুল ও নিকোলাস পুরানের লড়াকু ইনিংস।

আইপিএল পয়েন্ট টেবিল ২০২৪ | IPL 2024 Points Table

ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় রাজস্থান। বড় রান পাননি জস বাটলার ও যশস্বী জয়সওয়াল। ৪২ রানে দুই উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে রয়্যালসরা। সেখান থেকে দলকে টানেন সঞ্জু স্যামসন ও রিয়ান পরাগ। বেশ কিছু চোখ ধাঁধানো শট খেলেন তারা। জুটিতে ৯৩ রান যোগ করেন দুজনে। ৪৩ রান করে আউট হন রিয়ান পরাগ। এরপর শিমরন হেটমায়ার নামলেও রান পাননি।

আইপিএল ২০২৪ পার্পল ক্যাপ | IPL 2024 Purple Cap

আইপিএল ২০২৪ অরেঞ্জ ক্যাপ | IPL 2024 Orange Cap

আইপিএল ২০২৪ ফলাফল | IPL 2024 Live Results

শেষের দিকে সঞ্জু স্যামসন ও ধ্রুব জুরেল মারকাটারি ব্যাটিং করেন। নিজের অর্ধশতরান পূরণ করেন রাজস্থান অধিনায়ক। শেষ পর্যন্ত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৩ রানের বড় স্কোর করে রাজস্থান। ৫২ বলে ৮২ রান করে অপরাজিত থাকেন সঞ্জু। ৬টি ছয় ও ৩টি চার মারেন। ১২ বলে ২০ রান করে অপরাজিত থাকেন ধ্রুব জুরেল।

রান তাড়া করতে নেমে শুরুটাই ভাল হয়নি লখনউ সুপার জায়ান্টসের। ১১ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দল। ৪ রানে কুইন্টন ডিকক, ০ রানে দেবদূত পাড়িক্কল ও ১ রানে আউট হন আয়ূশ বাদোনি। সেখান থেকে কেএল রাহুলের সঙ্গে কিছুটা লড়াই করার চেষ্টা করেন দীপক হুডা। তবে হুডাও ব্যক্তিগত ২৬ রান করে আউট। ৬০ রানে চতুর্থ উইকেট পড়ে এলএসজির।

আরও পড়ুনঃ KKR News: হারিয়ে দিচ্ছিলেন ম্যাচ! সেই স্টার্ক প্রতি বল পিছু কত টাকা পায় জানেন? অবাক হয়ে যাবেন

সেখান থেকে কেএল রাহুল ও নিকোলাস পুরান মিলে টানেন দলকে। বেশ কিছু অনবদ্য শট খেলে দুজনেই অর্ধশতরান করেন। ৮৫ রানের পার্টনারশিপ করেন তারা। এরপর কেএল রাহুল ৫৮ রানে আউট হন। রান পাননি মার্কাস স্টয়নিসও। শেষের দিকে পুরান মারকাটারি ব্যাটিং করলেও দলকে জয় এনে দিতে পারেননি। ৪১ বলে ৬৪ করে অপরাজিত থাকেন তিনি। ২০ ওভারে ৬ উইকেটে ১৭৩ রান করে এলএসজি।