তবে সিএসকে সূত্রে খবর, এমএস ধোনিকে নিয়ে কোনওরকম দরাদরিতে যেতে রাজি নয় তারা। এমনকী যদি দুজন ক্রিকেটাররকে ধরে রাখার নিয়ম করে বোর্ড, তারমধ্যেও একজনকে রাখবে সিএসকে।

MS Dhoni: আইপিএলের সময় দিনে কখন ও কত সময় ঘুমান ধোনি? জানলে অবাক হবেন

আইপিএল ২০২৪-এ একাধিক ক্যামিও ইনিংস খেলে এমএস ধোনি বুঝিয়ে দিয়েছেন তিনি এখনও ফুরিয়ে যাননি। ফ্যানেরা মাহির ব্যাট হাতে ক্রিজে নামার অপেক্ষায় থাকেন।
আইপিএল ২০২৪-এ একাধিক ক্যামিও ইনিংস খেলে এমএস ধোনি বুঝিয়ে দিয়েছেন তিনি এখনও ফুরিয়ে যাননি। ফ্যানেরা মাহির ব্যাট হাতে ক্রিজে নামার অপেক্ষায় থাকেন।
 বয়স ৪২ হলেও এমএল ধোনির 'ফ্যান ফলোয়িং'-যে এখনও এতটুকু কমেনি তা আইপিএলের প্রত্যেকটি স্টেডিয়ামের দর্শদকদের উন্মাদনা-উচ্ছ্বাস বারবার প্রমাণ করে দিয়েছে।
বয়স ৪২ হলেও এমএল ধোনির ‘ফ্যান ফলোয়িং’-যে এখনও এতটুকু কমেনি তা আইপিএলের প্রত্যেকটি স্টেডিয়ামের দর্শদকদের উন্মাদনা-উচ্ছ্বাস বারবার প্রমাণ করে দিয়েছে।
ধোনির ব্যক্তিগত জীবনের নানা তথ্য নিয়েও জানার কৌতুহল কম নয় ফ্যানেদের। এই প্রতিবেদনে জানাব ধোনির ঘুম সম্পর্কে। আইপিএল চলাকালীন কতক্ষণ এবং কখন ঘুমান মাহি।
ধোনির ব্যক্তিগত জীবনের নানা তথ্য নিয়েও জানার কৌতুহল কম নয় ফ্যানেদের। এই প্রতিবেদনে জানাব ধোনির ঘুম সম্পর্কে। আইপিএল চলাকালীন কতক্ষণ এবং কখন ঘুমান মাহি।
এক সাক্ষাৎকারে ধোনি জানিয়েছেন, আইপিএলের ম্যাচগুলির সময়ের কারণে এই সময় তিনি নিজের ঘুমানোর সময় পরিবর্তন করেন। ধোনি কখন ঘুমান তা জানলে রীতিমত অবাক হবেন।
এক সাক্ষাৎকারে ধোনি জানিয়েছেন, আইপিএলের ম্যাচগুলির সময়ের কারণে এই সময় তিনি নিজের ঘুমানোর সময় পরিবর্তন করেন। ধোনি কখন ঘুমান তা জানলে রীতিমত অবাক হবেন।
ধোনি জানিয়েছেন,"রাত ১০ টা থেকে ৬ টা বা  ১১টা থেকে ৭টা পর্যন্ত ঘুমানোর পরিবর্তে, আমি ৩টে থেকে ১১টা পর্যন্ত ঘুমাই। ন্যূনতম ৮ ঘন্টা ঘুম যা আমারদে দরকার সেটা আমি অবশ্যই পূরণ করি।"
ধোনি জানিয়েছেন,”রাত ১০ টা থেকে ৬ টা বা ১১টা থেকে ৭টা পর্যন্ত ঘুমানোর পরিবর্তে, আমি ৩টে থেকে ১১টা পর্যন্ত ঘুমাই। ন্যূনতম ৮ ঘন্টা ঘুম যা আমারদে দরকার সেটা আমি অবশ্যই পূরণ করি।”
ধোনি এই জানিয়েছেন, নিজের ৮ ঘণ্টা ঘুম নিয়ে কোনও দিন কখনও কম্প্রোমাইজ করেন না। সেই কারণেই রাত পর্যন্ত ম্যাচ খেললেও ক্লান্ত অনুভব করেন না বলে জানিয়েছেন ধোনি।
ধোনি এই জানিয়েছেন, নিজের ৮ ঘণ্টা ঘুম নিয়ে কোনও দিন কখনও কম্প্রোমাইজ করেন না। সেই কারণেই রাত পর্যন্ত ম্যাচ খেললেও ক্লান্ত অনুভব করেন না বলে জানিয়েছেন ধোনি।